বাজার কাপাতে আসছে স্যামসাং গ্যালাক্সি এস ১০ লাইট

স্যামসাং বিশ্ব বাজারে রিলিজ করতে যাচ্ছে হাইয়ার মিড বাজেটের ফোন স্যামসাং গ্যালাক্সি এস টেন লাইট।
ফোনটির বিস্তারিত স্পেসিফিকেশন ঃ
ডিসপ্লে : ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৭ ইঞ্চির ইনফিনিটি ও সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রেজুলেশন ১০৮০* ২৪০০ পিক্সেল। স্ক্রিন টু বডি রেশিও ৮৭.৮% এবং পি পি আই ডেনসিটি হলো ৩৯৪।

চিপসেট : ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ (৭ ন্যানো মিটার) এবং এড্রিনো ৬৪০।

ক্যামেরা : ফোনটির পিছনে থাকছে ৩টি ক্যামেরা। ৪৫ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা (অ্যাপারচার এফ/২.০), ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা (অ্যাপারচার এফ/ ২.২), ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা (অ্যাপারচার এফ/ ২.৪)। ফোনটি দিয়ে ফোরকে ভিডিও করা যাবে।

ফোনটির পাঞ্চ হোল ডিসপ্লেতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা (অ্যাপারচার এফ ২.২)। সামনের সেলফি ক্যামেরা দিয়ে ১০৮০ এফ ফি এস ভিডিও করা যাবে।

স্টোরেজ : ৬ জিবি র‍্যাম ১২৮ জিবি ইন্টারন্যাল মেমোরি। ৮ জিবি র‍্যাম ১২৮ জিবি ইন্টারন্যাল মেমোরি। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে ১ ট্যারাবাইট।

ব্যাটারি : ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে এতে। ফোনটি ফাস্ট চার্জ সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেম : অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েট ১০ এবং নিজস্ব ওয়ান ইউ আই ২ এর উপর চলবে এই ফোন।

অন্যান্য : আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে এতে। ব্লুটুথ হিসেবে থাকছে ৫.০ ভার্সন। ৩.৫ হেডফোন জ্যাক রয়েছে এতে।

কালার ভেরিয়েন্ট : প্রিজম ব্ল্যাক, প্রিজম ব্লু, প্রিজম হুয়াইট।

রিলিজ ডেট এবং মূল্য : ফোনটি জানুয়ারি মাসের শেষের দিকে বিশ্ব বাজারে রিলিজ হতে পারে। ফোনটি আনুমানিক মূল্য হতে পারে ৫০, ০০০ টাকা।

Level 0

আমি হাবী উলাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস