হুয়াওয়ে নিয়ে আসছে মেট এক্সএস কিউরিন 990 5জি প্রযুক্তির অত্যধুনিক স্মার্টফোন এটি 2020 সালের মার্চে লঞ্চ হতে যাচ্ছে।
বিশ্বের মোবাইল রপ্তানির বাজারে বর্তমানে অন্যতম প্রাধান প্রযুক্তি প্রতিষ্ঠান হচ্ছে চায়নার হুয়াওয়েই বর্তমানে মার্কিন সরকার তাদের বিরুদ্ধে নিষেধাজ্জা দিয়ে কিছুটা হলেও তাদের ব্যবসায়িক কার্যক্রমে কিছুটা ব্যঘাত সৃষ্টি করেছে। এর পরেও তারা ২০২০ সালের মার্চে একটি অত্যধুনিক ফোল্ডএবল ও ৫ জি নেটওয়ার্কের কম্বিনেশনে একটি হ্যান্ডসেট বাজারে আনার ঘোষনা করেছে।
আসুন দেখে নিই এই স্মাটফোনের কিছু বৈশিষ্ঠ্য:
চিপসেট: এই স্মার্টফোনে শক্তিশালি কিরিন ৯৯০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপ সেটটি ব্যবহারের ফলে স্মার্টফোনের গতি হবে অত্যন্ত ফাস্ট। এটি করটেক্স এ৭৬ ও এ৫৫ চিপসেট এর তুলনায় হবে আরো গতিশীল।
এই মোবাইলে আরো থাকছে বোল্টইন মডেম যেটি একটি বোনাস হিসেবে পাবেন এই মোবাইল ব্যবহার কারিরা।
এছাড়া আড়ো চমক তো থাকছেই তারা ফোনটি লঞ্জ করার সময় আমরা তা দেখতে পাব হুয়াওয়েই এটির সাথে আরো কি কি সুবিধাদি দিচ্ছে।
আমি আসলাম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।