আস্সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহ। ওয়ালটন প্রিমো আর এক্স সেভেন মিনি অল্প বাজেটে সেরা মোবাইল ফোন তাও আবার মেডইন বাংলাদেশ, , , , , , , , , , , , , ,
আপনি কি সাশ্রয়ি মূল্যে এক টি মোবাইল খুজছেন তাহলে পোষ্টটি মনযোগ সহকারে পড়ুন। এটি একটি সাশ্রয়ী মোবাইল ফোন যা বাংলাদেশের ওয়ালটন কোম্পানি তৈরি করেছে। এর বৈশিষ্ট্য সমূহ নিম্নরুপ: ডুয়েল সিম ৪ জি স্ট্যান্ডবাই- আপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৯ পাই-প্রসেসর অক্টাকোর ১.৮ গিগাহার্টজ (12nm) র্যাম- ৩ জিবি এলপিডিডিআরএক্স; রম- ৩২ জিবি এটি সর্বোচ্চ (১২৮ জিবি) বৃদ্ধি করা যাবে। ১৪.৯ সেমি (৫.৯‘‘) ১৯.৯ এইচডি+ আইপিএস ডিসপ্লে, এর দুই পাশ ২.৫ ডি সাথে গরিলা গ্লাস প্রটেকশন থাকবে।
ক্যামেরা: ফোনটিতে ১৩+৫ মেগাপিক্সলের দুটি স্বয়ংক্রিয় ক্যামেরা থাকবে পিছনে এবং ৮ মেগাপিক্সেরের একটি সেলফি ক্যামেরাও থাকবে এটিতে।
ব্যাটারি: লি-পলিমার ৩০০০ মিলিআ্যম্পিয়ার। ইউএসবি পোট: টাইপ সি পোর্ট
কালার: ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে, এগুলো হলো- মিডনাইটব্লু, ব্ল্যাক, মিডনাইট পার্পল, । |
রেজুলোশন: ১৫২০*৭২০ পিক্সেল।
গ্রাফিক্স প্রসেসিং ইউনিট: মালি জি-৭২ এমপি থ্রি।
পিডিএএফ, আপ্যারচার, অটোফোকাস, ও মাল্টিপল শুটিং মোড সুবিধা পাওয়া যাবে।
ফোনটির বাজার মূল্য: ওয়ালটন প্রিমো আর এক্স সেভেন মিনির মূল্য ৮৭৯৯ টাকা রাখা হয়েছে।
এবং আর এক্স সেভেন এর মূল্য রাখা হয়েছে ১৩, ৯৯৯ টাকা।
এছাড়াও ফোনটিতে আরও আনুসাংগিক সুযোগ সুবিধা আছে।
ফোনটি বাংলাদেশের যেকোন ওয়ালটন শোরমে পাওয়া যাবে। ফোনটি কিনলে সাথে পাবেন বিক্রয়ত্তর সেবাও।
আমি আসলাম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।