Realme x2 হচ্ছে Realme xt এর চাইনিজ ভার্সন এবং মাইনর আপডেট। মিড রেঞ্জ ফোনের মধ্যে বর্তমান সময়ে সকলের নিকট জনপ্রিয় ফোন হচ্ছে Realme x2। নিচেই ফোনের বিস্তারিত রিভিউ দেওয়া হল:
লুক:
Realme x2 ফোনের পেছনে রয়েছে প্লাস্টিক বডি, সাথে গরিলা ফাইভ প্রোটেকশন। প্লাস্টিক বডি হওয়ায় দেখতে অনেক সুন্দর লাগে এবং হাতে ভালোভাবে ধরা যায়। ফলে আপনি একহাতে স্বাচ্ছন্দে ফোনটি ইউজ করতে পারবেন। Realme x2 ফোনে দুটি কালার অ্যাভেলেবল একটি হচ্ছে পারেল ব্লু, অন্যটি হচ্ছে পারেল হোয়াইট। এই ফোনটির দৈর্ঘ্য ১৫৮.৭মিলিমিটার এবং প্রস্থ ৭৫.২ মিলিমিটার, ওজন ১৮২ গ্রাম তবে ফোনটি হাতে নিলে খুব হালকা অনুভব হয়। ফোনটি স্লিম হলেও এর ব্যাটারি ক্যাপাসিটি সন্তুষ্টজনক।
এতে ফাস্ট চার্জিং এর জন্য রয়েছে ইউএসবি Type-c পোর্ট এবং 3.5mm ইয়ারফোন পোর্ট। ফোনটির নিচে রয়েছে স্পিকার এবং মাইক্রোফোন। উপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। ডান পাশে একটি পাওয়ার বাটন বামে ভলিউম কন্ট্রোল বাটন এবং তার উপরে সিমশ্লট। Realme x2 ডিজাইন অনেক পরিবর্তন আনা হয়েছে সামনে পপ-আপ ক্যামেরার পরিবর্তে নজ ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লে:
এতে ৬.৪ ইঞ্চি ডিউ ড্রপ ফুল স্ক্রিন সুপার এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার স্কিন রেশিও ৯১.৯%। Realme x2 ফোনের ডিসপ্লেররেজুলেশন হচ্ছে ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। ডিসপ্লে প্রটেক্টর হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ৫। লো ব্রাইটনেস ফ্রি আই কেয়ার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দিনের আলোতে ব্রাইটনেস কম হওয়ার জন্য ফোন অপারেট করা একটু কষ্টসাধ্য, কিন্তু টাচ রেসপন্স অনেক ভালো। মিডিয়া ভালোভাবে দেখা যায়।
ক্যামেরা:
এখন আসি Realme x2 এর ক্যামেরার দিকে। ক্যামেরার দিক থেকে মিড রেঞ্জ বাজেটে বর্তমানে এটি সেরা ফোন। মিড রেঞ্জ ফোনের মধ্যে বর্তমানে এটি খুবই জনপ্রিয়। কারণ এই ফোনের পিছনে চারটি ক্যামেরা। একটি ৬৪ মেগাপিক্সেল এর লেন্স, একটি ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেল এর ডেডিকেটেড মাইক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল একটি লেন্স। মেন ক্যামেরা দিয়ে ২১৬০ পিক্সেল এর 30fps ভিডিও করা যাবে এবং সামনের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল এর 30fps ভিডিও করা যাবে।
হার্ডওয়ার:
হার্ডওয়ার হিসাবে এতে ব্যবহার করা হয়েছে 730G Octa-core CPU 8 ন্যানো প্রসেস টেকনোলজি। এই ফোনে 2.2GHz পর্যন্ত ক্লক স্পিড পাওয়া যায়। এতে ২৫৬ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করা সম্ভব। গেমিং এর জন্য এই ফোনটি অনেক ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। পাবজি, ফিফা, কল অফ ডিউটি ইত্যাদি হাই রেজুলেশনের গেম খুব সহজে এটা খেলা যাবে। গেম খেলার জন্য এতে রয়েছে ডিফল্ট গেম টেকনোলজি। এর মাধ্যমে গেম খেলার সময় যাবতীয় নোটিফিকেশন সাইলেন্ট করা যাবে, ফলে গেম খেলার সময় কোন নোটিফিকেশন বিরক্ত করবে না।
স্টরেজ:
Realme x2 দুইটি ভেরিয়েন্ট এভেলেবেল। একটি ভেরিয়েন্ট ৬ জিবি রেম ৬৪ জিবি রম এবং অন্যটি ৮ জিবি রেম১২৮ জিবি রম। এতে মেমোরি ব্যবহার করে স্টরেজ বৃদ্ধি করার অপশন রয়েছে। মাইক্রো এসডি ব্যবহার করে ২৫৬ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড লাগানো। যাবে এই ফোনে দুইটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করা যাবে।
অপারেটিং সিস্টেম:
Realme x2 তে চাইনিজ রম দেওয়া হয়েছে ফলে ফোনটি অনেক ফাস্ট কাজ করে। চাইনিজ রম গ্লোবাল রম অপেক্ষা অনেক ফাস্ট কাজ করে। তবে শাওমি ফোনের মত এতে সমস্যা পরিলক্ষিত হয় না। এই ফোনের গ্লোবাল ও চাইনিজ ভার্সন মূলত একই ধরনের। চাইনিজ রমেও সহজে গুগল প্লে স্টোর বা গুগল এর যাবতীয় সুবিধা ব্যবহার করা যায়। ফলে রম নিয়ে এতে কোন সমস্যা নেই। অপারেটিং সিস্টেম হিসেবে এতে রয়েছে ColorOS 6, ফোনে থিম চেঞ্জ এর অপশন রয়েছে।
ব্যাটারি:
বর্তমান সময়ে স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারি। ফোনকে সঠিকভাবে চালু রাখতে Realme x2 তে 4000mah ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ফলে একবার চার্জ দিয়ে একদিন অনায়াসে ফোন ব্যবহার করা যাবে। ব্যাটারি চার্জের জন্য ব্যবহার করা হয়েছে ফাস্ট চার্জিং পদ্ধতি। 30W এর ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে 1 ঘন্টা 30 মিনিট এর মধ্যেই ফোনটি শূন্য থেকে 100 পর্যন্ত চার্জ হতে পারে।
নেটওয়ার্ক:
Realme x2 তে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 2.1+EDR, 4.0, 5.0 এবং ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়েছে 3g ও 4g মোবাইল নেটওয়ার্ক।
সেন্সর:
Realme x2 তে নিম্নলিখিত সেন্সর গুলো ব্যবহার করা হয়েছে:
• Multifunctional NFC
• Light sensor
• Acceleration sensor
• Gyro-meter
• Proximity sensor
• Magnetic induction sensor
• GPS/Beidou/Galileo
দাম:
বাংলাদেশের Realme x2 আন অফিসিয়াল দুইটি ভেরিয়েন্ট এভেলেবেল। এর দাম ৬ জিবি রেম ৬৪ জিবি রম ২৪০০০ টাকা, এবং অন্যটি ৮ জিবি রেম ১২৮ জিবি রম ২৬৫০০ টাকা। অফিসিয়াল ফোনের ক্ষেত্রে দাম ভিন্ন হতে পারে।
সর্বোপরি এই সময় মিড রেঞ্জ এ সবচেয়ে ভালো ফোন Realme x2। আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্যগুলো যাচাই করতে পারেন। এটি ছিল Realme x2 নিয়ে একটি রিভিউ আপনি চাইলে ফোনটি কিনতে পারেন। আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি শাহিনুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।