নোকিয়া ফোনের জন্য অতান্ত শক্তিশালী kaspersky Antivirus সাথে database Update 2011
সালাম নিবেন। আশাকরি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি সফটওয়্যার। আমরা অনেকেই অ্যান্টিভাইরাস হিসেবে কাস্পারেস্কি কে পছন্দের ১ নম্বর তালিকায় রাখি। কারন এটি ব্যাবহার করা অনেক সহজ এবং এর virus ডেফিনেশন ডাটাবেস আনেক বেশি শক্তিশালী। এটি ব্লুটুথ এর মাধ্যমে ছড়ানো eoyqdha.exe, zogokwz.exe সহ মারাত্মক আনেক ভাইরাস কেই সনাক্ত করতে পারে। যা ইন্টারনেট এ পাওয়া বেশির ভাগ অন্য অ্যান্টিভাইরাস সনাক্ত করতে পারেনা। যারা নিয়মিত মোবাইল এ বিভিন্ন অ্যান্টিভাইরাস ব্যাবহার নিয়ে হতাশ তারা একবার এটি ব্যাবহার করলেই তফাৎ টা বুঝে যাবেন। আমি নিজে নোকিয়া ৬৬০০ বের হওয়ার পর থেকেই সিম্বিয়ান ফোনের চরম ভক্ত। অনেক অ্যান্টিভাইরাস ব্যাবহার করেও ভাইরাস থেকে বাঁচতে পারিনি। কিন্তু এই কাস্পারেস্কি আমাকে বাঁচিয়ে দিয়েছে। নতুন নতুন কত সিম্বিয়ান ফোন পালটিয়েছি কিন্তু পালটাতে পারিনি এই অ্যান্টিভাইরাস কে। এটি শুধু আপাতত s60v2 ফোনের জন্য। s60v3 ইউজার দের কাস্পারেস্কি পরে পাওয়া যাবে সাইট টিতে উল্লেখ আছে।
আমার মত অনেকেই নকিয়ার সিম্বিয়ান ফোনের user। আর এই সকল ফোন কে ভাইরাস মুক্ত রাখতে কিছু সফটওয়্যার আমরা ব্যাবহার করি। যার বেশিরভাগ তেমন কার্যকর নয়। কারন তাদের আপডেট ডাটাবেস অনেক পুরনো। আবার trial গুলোর ডাটাবেস একমাস ধরে আপডেট হওয়ার পর trial শেষে আপডেট বন্ধ হয়ে যায়। কিন্তু এখান থেকে trial expire এর পর ও আপডেট করা যাবে।
যদিও বা আপনাদের অনেকেই এটি আগেই ব্যাবহার করেছেন কিন্তু trial ও শেষ কাজ ও শেষ। এর যারা ক্র্যাক ব্যাবহার করছেন তাদের ডাটাবেস অনেক পুরানো। তাই এসকল ঝামেলা কে মুক্ত করে আপনাদের আমি জানাব শক্তিশালী এক সফটওয়্যার কাস্পারেস্কি Antivirus Mobile সাথে লেটেস্ট আপডেট।
অনেক কথা হল। এবার কাজের কথাই আসি। কিভবে করবেন ডাউনলোড?
০১। প্রথমে আপনাদের কাজ হল আপনাদের ব্যাবহার করা মোবাইল টি কোন ক্যাটাগরি তে পরে (s60v2/s60v3)?
০২। s60v2 ফোন চেনার পর ওইখানে ঢুকে অ্যান্টিভাইরাস সেকসান থেকে তা ডাউনলোড করে নিন।
০৩। (name x,y,z).rar কে winrar দিয়ে extract করলেই আপনার অ্যান্টিভাইরাস টি পেয়ে যাবেন।
০৪। ফোনে নিয়ে ইন্সটল করে নিলেই কাজ শেষ।
s60v2 ফোন চেনার উপায়-
আপনি কোন Category এর ফোন ব্যাবহার করছেন তা আপনারা নিচের লিঙ্ক টিতে পাবেন বা নোকিয়া এর ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
ইন্সটল-
প্রথমে অন্য কোন অ্যান্টিভাইরাস ইন্সটল থাকলে টা uninstall করুন, তারপর লিঙ্ক থেকে ফাইল টি ডাউনলোড করুন। এটি ইন্সটল করুন। সেট অফ করে অন করুন। দেখুন লেটেস্ট ডাটাবেস আপডেট সহ ইন্সটল হয়ে গেছে আপনার অ্যান্টিভাইরাস।
আপডেট-
এবার আসুন নতুন করে আপডেট করবেন কিভাবে? লিঙ্কটিতে গিয়ে দেখবেন ওখানে কিছুদিন পরপর আপডেট ছাড়া হয়। ওখানে অ্যান্টিভাইরাস টির পাশেই আপডেট ডাটাবেস এর date লিখা থাকে। মোবাইল এ অ্যান্টিভাইরাস টি রান করালেই ডাটাবেস এর date শো করে ধরুন অ্যান্টিভাইরাস টি রান করালে দেখায় ২৩/০৩/২০১১, আপনি সাইট টিতে দেখলেন কাস্পারেস্কি এর পাশে দেওয়া আছে ২৩/০৪/ ২০১১, তখন আপনি বুজবেন নতুন আপডেট রিলিজ হয়েছে। তাহলে আপনি ইন্সটল করা আগের অ্যান্টিভাইরাস টি uninstall করে সেট অফ অন এবং নতুনটি ইন্সটল করে অন অফ করলেই হয়ে যাবে। (অন অফ না করলে ডাটাবেস ঠিক মত কাজ না করতে পারে)
এখানে গেলে বাকিটুকু নিজেরাই খুঁজে পাবেন। আমি নিজে কিছু ভাইরাস সংগ্রহে রেখেছি। অ্যান্টিভাইরাস কে যাচাই করার জন্য। আমি ভাইরাস গুলুকে একটি ফোল্ডার এ রেখে তা অ্যান্টিভাইরাস দিয়ে scan করে দেখতাম। এক এক অ্যান্টিভাইরাস গুলো এক এক ভবে detect করত। কাস্পারেস্কি অ্যান্টিভাইরাস আমার সংগ্রহে রাখা ভাইরাস গুলুর মধ্যে ১ টি ছাড়া বাকি সব গুলকে চিনতে পারত কিন্তু অন্যান্য গুলো কেও দুটি, কেও চারটি কেও একটিও না।
(আপনার টেস্ট করতে চাইল ভাইরাস গুলো দিতে পারি তবে কারো ক্ষতি হলে আমি দায়ী থাকবনা এই শর্তে)
সব ই জানিয়ে দিলাম একটু নেড়ে চেরে দেখলে সব বুঝে যাবেন। আর কেমন লাগল তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।
আমি Made In Japan বেশি ভালবাসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজিকে অনেক বেশি ভালবাসি। কম পয়সায় বেশি সুবিধা দেখে অনেক কিছু নিয়েই ধরা খাইসি(সস্তার অবস্থা)। তাই এবার বুঝে শুনে প্রয়োজনে বেশি পয়সায় গুনগত মানের জিনিস কিনি এবং এর মজা উপভোগ করি। আসল মজা শুধু Quality তেই।
ভাল তবে এটার ভার্সন কত? আর এটি আপডেট মোবাইল থেকে সরাসরি করা যাবে না? এটা কি ক্রাক?