টিটিতে নিয়মিত আসি । কিন্তু অলসতার কারনে মন্তব্য করা হয় না। আর টিউন কবে করেছিলাম ভুলে গেছি। অনেকদিন টিটিতে কিছু লিখি না।।? টিটিতে এই কয়েকদিন ঢুকতে একধুম বিরক্ত লাগছে। টাকা !!! আর টাকা !!! টিটিময়.......সারা টিটি ভরে শুধু টাকা কামানো উপায় নিয়ে টিউন। যদি ব্যাপার গুলো কাজে হত তাহলে একটা কথা ছিল কিন্তু ভূয়া তথ্য দিয়ে মানুষকে প্রতারনা করছে অনেক টিউনার। আশা করি টিটি পরিচালক কমিটি ব্যাপারটা দেখবে।আর যারা শুধু মাএ রেফারেল এর জন্য টিটি পাতা নষ্ট করছে তাদের বলছি কেন খামাখা একটি ভাল টিউনকে নষ্ট করছে। আপনি কি জানেন আপনার একটা ভূয়া টিউনের জন্য ভাল ভাল টিউন পরের পাতায় চলে যায়। দয়া করে বন্ধ করুন । প্লিজ ......এত সুন্দর একটা ব্লগকে এভাবে পরিবেশ নষ্ট করবেন না।
অনেক বকবক করলাম। আসলে কেন জানি টিটির জন্য একটা মায়া পড়ে গেছে। এর কিছু খারাপ দেখলে খুব কষ্ট লাগে। তাই উপরের কথা গুলো বললাম যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দু:খিত।
কাজের কথায় আসি।
অনেকদিন থেকে আমি এমন কিছু একটা খুজছিলাম। কিন্তু পাইনি। অণেক সার্চ করছি। অনেক টিউন পড়েছি কিন্তু কোন টিউনই আমার কাজে আসে নি। এক সময় আশা ছেড়ে দিলাম। কিন্তু কি মনে করে যেন আমি কিছুদিন আগে মোবাইলে ব্রাউজ করছি ।তখন আমি খুজছি এমন সফটত্তয়ার। কিন্তু অনেক সফট ডাউনলোড করলাম কিন্তু তা টাকা চায় মেজাজটা খারাপ হয়ে যায় তখন। অবশেষে পেলাম কিভাবে মোবাইল দিয়ে কম্পুউটার চালানো যাবে। একধুম মাউস এর কাজটা করবে মোবাইল ফোন।
প্রয়োজনীয় উপকরন:
১. ব্লুটুট ডিভাইস
২.মোবাইল ফোন ( আমি E63 ব্যাবহার করি। এটি আমি আমার ফোন সঠিক ভাবে করতে পেরেছি। তবে সিমবিয়ান ফোন কোন সমস্যা হবে বলে আমি আশা করি না)
৩. সফটওয়ার
প্রথমে এই থেকে সফটওয়ারটি নামিয়ে নেন। rar ফাইলটি মাএ ৭৮১ কেবি। আর চিন্তার কারন নেই ডাউনলোড লিংক হল মিডিয়াফায়ারের ।
সফটওয়ারটি ডাউনলোড হয় গেলে extract করুন। extract করতে লাগবে wrar সফটটি যাদের নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিন।
এখানে ক্লিক করুন
Extract ফাইলে প্রবেশ করলে দেখতে পাবেন for mobile নামে একটি ফোল্ডর আছে। এখান থেকে wmousxp.jar এই সফটা আপানার মোবাইল ফোনে প্রবেশ করান এবং ইনস্টল করুন।
আরত্ত একবার চেক করে নেন আপনার পিসির ব্লুটুট ডিভাইসটি ঠিক আছে কি না?
এবার আপনার মোবাইলটিকে পিসি সাথে added করে নিন। এর জন্য start>setting>control panel>Bluetooth device
এ যান।
এখন কাজটি খুব সহজ। আপনার মোবাইলের ব্লুটুট চালু করে wmousxp.jar যেটা ইনস্টল করেছেন এটি অন করুন
সফটি চালু করলে এমন স্কিন দেখতে পাবেন।
যে ফাইলটি extract করেছেন সেই ফোল্ডারে start _wmouse.bat
নামে একটা .bat ফরম্যাটে সফট পাবেন। এটা ক্লিক করুন । এরপর connect এ কিক্ল করুন।
connect হয়ে গেল ব্যবহার শুরু করুন।
সবাইকে নর্ববষের শুভেচ্ছ।
কাউর কোন সমস্যা হয়ে আমাকে জানাবেন চেষ্টা করব সমাধান করার জন্য।
পূর্ব প্রকাশ - তুসিনের জল-জোছনায়
আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]
ভাই, Micromax Q7 java support করে. এটাতে কি চালানো যাবে.