দারুন এবং অসাধারণ Android mobile frp unlock tool. এই টুলের মাধ্যমে খুব সহজে মাত্র দুই মিনিটের মধ্যে Android mobile frp আনলক করা যায়। সেজন্যই আমি শিরোনামে লিখেছি powerful frp unlock tool. যারা আমাদের অনলাইনে স্টুডেন্ট রয়েছেন তারা অবশ্যই জানেন এটি কত উপকারে আসে এই টুলটি। আমাদের জানা সবচেয়ে সহজ এবং অল্প সময়ের মধ্যে এফ frp লক খোলার দারুন একটি Software. এই টুলটি দিয়ে শুধু FRP লক খোলা যায় না, এটি দিয়ে মোবাইলের সফটওয়্যার জনিত সকল কাজই করা যায়। যেমন ধরুন ফ্ল্যাশ করা, IMEI চেঞ্জ করা, কান্ট্রি লক খোলা সহ সকল প্রকারের সফটওয়্যার জনিত কাজগুলো খুব সহজে করা যায়। তবে সবচেয়ে অবাক করা এবং ভালো সুবিধা হচ্ছে গুগল আইডি লক বা FRP লক খোলা যায় মাত্র ২ মিনিটে। এই GSM Notes FTV1.1 টোল এর মধ্যে FRP লক খোলার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। সব ধরনের মোবাইলের FRP খোলার জন্য রয়েছে আলাদা আলাদা পদ্ধতি। তবে সবচেয়ে সহজ পদ্ধতিতে হচ্ছে MTK FRP Tool, SPD FRP, অপশন গুলো। যা একেবারে ঝামেলা ছাড়াই খোলা যায় মাত্র ২ মিনিটে।
তবে এটি ফ্রী ভার্সন না। এটি একটি পেইড ভার্সন সফটওয়্যার। যারা আগ্রহী রয়েছেন নিচের দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। আর ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। নিত্য নতুন মোবাইল রিপেয়ারিং এর ভিডিও সম্পূর্ণ ফ্রিতে পেতে এবং মোবাইল রিপেয়ারিং এর কাজ খুব সহজে করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
GSM Notes FTV1.1 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
কীভাবে সফটওয়্যার টি ব্যবহার করবেন তা ডাউনলোড করবেন যেখান থকে সেখান থেকে জানুন। আর টেকটিউনসে অন্ন সময় বিস্তারিত লিখবো। আসাকরছি সাথেই থাকবেন। আর হা তাড়াহুড়া করে লিখেছি। বানানে ভুল হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
আমি abdullah al masud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।