আসসালামু আলাইকুম। টেকটিউনসপ্রেমী সকল ভাইদের আমার পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই। নতুন বছরের শুরু থেকে শেষ অবধি সবাই যাতে খুব ভাল থাকেন সেই কামনা করে আজকে আমি আমার দ্বিতীয় টিউন শুরু করছি। গত টিউনটিতে আপনাদের মধ্যে যারা সফটওয়্যারটি দ্বারা উপকৃত হতে পারেননি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার সেই হতাশা দুর করার জন্য আজ আমি নতুন টিউন করতে বসলাম। গত টিউনে আমরা দেখেছিলাম কিভাবে পিসি থেকে নকিয়া "SIS" অ্যাপ্লিকেশনগুলো সাইন করতে হয়। যারা আমার গত টিউনটি দেখেননি ইচ্ছে হলে তারা নিচের লিন্ক থেকে দেখে নিতে পারেন।
টেকটিউনে আমার প্রথম পোষ্ট। আপনাদের জন্য নিয়ে এলাম “SIGN4EVER”
আজ আমরা দেখবো কিভাবে মোবাইল থেকে সাইন করাতে হয়। এই পক্রিয়াটা একটু সময়সাপেক্ষ,তবে সবচাইতে RELIABLE পক্রিয়া। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি নোকিয়ার যেকোন মোবাইলে ঝামেলাহীন ভাবে যে কোন অ্যাপ্লিকেশনস ইন্সটল করতে পারবেন,এর ১০০% নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি। শুধু সেটিংসগুলো আপনাকে সঠিক ভাবে করতে হবে।
প্রথমেই আপনাকে নিচের লিন্ক দেওয়া ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।
এবার আপনাকে এই সাইটটিতে রেজিষ্ট্রেশন করতে হবে। আমার দেখানো স্ক্রীনশটগুলো অনুসরন করুন।
</a
Account Name: আপনার ইচ্ছেমতো নাম দিন।
Password : পাসওয়াড দিন
Confirm password: পুনরায় লিখুন
Email : আপনার ই-মেইল অ্যাডড্রেস দিন
Safe Code : যে কোডটি দেওয়া থাকবে তা লিখুন।
ব্যাস এবার উপর থেকে লগইন এ প্রেস করুন, আপনার একাউন্ট ও পাসওয়াড দিয়ে লগইন করুন।
লগইন সাকসেসফুল হলে My Certificate এ প্রবেশ করুন।
এখন উপরে দেখবেন Apply Cer নামে একটা ট্যাব আছে। ওই ট্যাবে ক্লিক করুন।
Model : আপনার মোবাইলের মোডেল নাম্বার লিখুন।
IMEI : আপনার মোবাইল এর IMEI নাম্বার লিখুন। যারা মোবাইলের IMEI নম্বর বের করতে জানেন না তারা মোবাইলে *#06# লিখে ডায়াল করুন,সাথেসাথে নম্বর পেয়ে যাবেন।
Confirm IMEI: নম্বরটে পুনরায় লিখুন।
Remark : এখানে আপনি আপনার ইচ্ছে অনুযায়ি নাম দিতে পারেন। আমি কি লিখেছি লক্ষ করুন। এবং সাবমিট করুন।
operation succesfull হলে পুনরায় my certificate এ প্রবেশ করুন। দেখবেন আপনার মোবাইলের certificate এর জন্য apply করা হয়েছে। নিচের স্ক্রীনশট লক্ষ্য করুন।
এখন আপনি তাদের কাছ থেকে certificate key এর জন্য apply করেছেন। তারা আপনার IMEI উপযোগি certificate key তৈরী করে দিবে,আর তার জন্য তারা ৪৮ ঘন্টা সময় নিবে। কিন্তু আপনি ২৪ ঘন্টার মাঝেই key পেয়ে যাবেন। আমাকে বিশ্বাস করুন আপনার কষ্ট বৃথা যাবেনা।
আপনার key যখন রেডী হবে নিচের স্ক্রীনশট এর মতো status পাবেন
এবার নিচের লিন্ক থেকে "FreeSigner" ডাউনলোড করুন।
http://rapidshare.com/files/457422853/signed.sis
এবার অপেক্ষা করুন আপনার certificate key এর জন্য। আপনার key রেডী হয়ে গেলে এইভাবে key গুলো সংগ্রহ করবেন। .cer এবং .key ক্লিক করে দুটি ফাইলই ডাউনলোড করবেন। স্ক্রীনশট দেখুন।
.cert এবং .key ফাইল দুটি আপনার মোবাইলে ট্রান্সফার করুন। এবার আপনার মোবাইলে "freeSigner" ইন্সটল করুন এবং মোবাইল থেকে "Freesigner" চালু করুন। এখন অপশন থেকে সেটিংসে যান। Sign Cert তে ঢুকুন। লোকেশন অনুযায়ি .cert ফাইলটি সিলেক্ট করুন। এবার Sign key তে যান এবং লোকেশন থেকে key ফাইলটি সিলেক্ট করুন। ব্যাস ১০০% কাজ সম্পন্ন। এবার যে এ্যাপ্লিকেশনটি সাইন করতে চান তা করতে FreeSigner এ গিয়ে Add a task এ যান। এবার আপনার এ্যাপ্লিকেশনটি সিলেক্ট করুন। এবার Go চাপুন। Sign করা শেষ এখন নতুন Applicationটি signed নামে দেখতে পাবেন। ইন্সটল করুন আর ENJOY করুন।ভুলভ্রান্তি হলে মাফ করবেন।
আর টিউন কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।
বি:দ্র: opda সাইটে গিয়ে চেক করবেন আপনার key গুলো দেওয়া হয়েছে কিনা।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
ধন্যবাদ… এই পোস্টটার আগেই আমি এটা করছি। তার পরও ধন্যবাদ 🙂