আপনার Nokia s60 v3 সেটের সফটওয়্যার ইনস্টলেশন আরও সহজভাবে করুন, সময় ও শ্রম দুটিই বাচাঁন

আপনার Nokia s60 v3 সেটের সফটওয়্যার ইনস্টলেশন করুন একটি ভিন্ন ও সহজ পদ্ধতিতে, সময় ও শ্রম দুটিই বাচাঁন, আমরা যারা Nokia s60 v3 মডেলের সেট ব্যবহার করি তাদের জন্য এই সফটওয়ারটি খুবই ভাল একটা সফটওয়ার, আমার কাছে খুব ভাল লেগেছে আশাকরি আপনাদেও ভাল লাগবে।

আসলে সফটওয়ারটার কাজ হচ্ছে অটো ফাইল ইনস্টল করা, আমরা সবাই কম বেশি মোবাইলে সফটওয়ার ইনস্টল করে থাকি, বিভিন্ন কারনে মোবাইল ফোন ফরম্যাট দিতে হয় আর ফোন বা মেমরি কার্ড ফরম্যাট দিলে ত কোন কথাই নয় সফটওয়ার গুলো আবার  ইনস্টল করতে হয় তখন আপনার বিশাল কালেকশনের সফটওয়ার গুলো আবার একটা একটা করে ইনস্টল করতে হয়, Nokia symbian সেটে সাধারনত sis, sisx ও jar file সাপোর্ট করে থাকে, এই ফাইল গুলো ইনস্টল দিতে হলে sis file টি অপেন করে প্রথমে ইনস্টল yes দিতে হয় তারপর সফটওয়ারটির Details: পড়ে Continue দিতে হয় তারপর ইনস্টল কোথায় হবে phone memory or memory card তা সিলেক্ট করতে হয় এরপর application access আসলে আবার continue দিয়ে ইনস্টল complete করতে হয় ।আপনি চাইলে এ ঝামেলা এড়াতে এবং এ কাজটি আরও দ্রত ও সহজভাবে করতে পারেন যা আপনার সময় এবং শ্রম উভয়ই বাচবে,এ জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনটির certificta Hacking করে নিতে হবে , নিচের লিংক

https://www.techtunes.io/mobileo/tune-id/4409/

থেকে (Symbian (OS9.1 OS9.2 OS9.3) ( সেটের certificta expired, contact application supplier এবং Unsigned application এর সহজ সমাধান )এই টিউনটি প্রথমে দেখে নিন । এই সফটওয়ারটি ইনষ্টল করতে হলে (Nokia s60 v3(3250, E70, N73, N75, N80, N91, N91 8GB, N92, N93, N93i, N95, N95 8GB, E71 & all Symbian OS9.1 OS9.2 OS9.3) সফটওয়্যার সাপোর্ট মোবাইল লাগবে ।

নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন
http://www.ziddu.com/download/5273047/AutoSisInstaller.zip.html

প্রথমে আপনাকে auto  sis installer.sis সফটওয়ার টি memory card এ সেটাপ করতে হবে,সেটাপ করার পর আপনার মোবাইলের মেনুতে দেখুন সফটওয়ারটির icon চলে আসছে,

a01.jpg

এখন মোবাইলের ডিফল্ট file  manager বা Y-brower অথবা আপনি যে file brower ব্যবহার করেন তা অপেন করুন।

a02.jpg

Y-brower অপেন করে memory card এ যান এখন memory card এ ThinkChange নামে একটি Folder আছে তাঅপেন করুন এখানে C এবংE নামে দুটি Folder আছে যদি E নামে Folder না থাকে তাহলে নতুন একটা Folder তৈরি করুন Folderএর নাম দিন E,এখন যে সফটওয়ার সেটাপ করতে চান তা copy করে E নামের Folderএ তে Past করুন

a03.jpg a04.jpg

(আপনি যদি চান এক সাথে ২২টি ফাইল বা তারও বেশি ফাইল ইনস্টল করবেন,তাহলে যে ফাইল গুলো ইনস্টল করতে চান সে ফাইল গুলো copy করে E নামেরFolder এ Past করুন)

a05.jpg a06.jpg a07.jpga09.jpg

তারপর মেনুতে ক্লিক করে AutoSis installer সফটওয়ারটি অপেন করুন,তারপর Options এ ক্লিক করে StartInstall সিলেক্ট করুন, এবার কিছু সময় অপেক্ষা করুন ইনস্টল completed হলে All apps are installed মেসেইজ টি দেখাবে এখন সফটওয়ারটি Exit করুন,

a10.jpg

ব্যস হয়ে গেলো আপনার কাজ এবার মেনু ক্লিক করে দেখুন যে সফটওয়ার গুলো (Memory Card\ThinkChange\E )ছিল সে সফটওয়ার গুলো সেটাপ হয়ে গেছে ।

আমি Nokia6120c,N73 সেটে ইনষ্টল করেছি এগুলোতে ১০০% কাজ করে। তাই কাজ না করলে দয়া করে মন্তব্য করুন। যদি auto sis installer.sis file টি ইনষ্টল করতে গেলে যদি আপনার সেটে certificta expired, contact application supplier এবং Unsigned application,error Report আসে তাহলে auto sis installer.sis file টিকে signed করতে হবে অথবা Nokia Certificat Hacking করতে হবে, উপরের লিংক থেকে Symbian (OS9.1 OS9.2 OS9.3) (সেটের certificta expired, contact application supplier এবং Unsigned application  এর সহজ সমাধান টি দেখে নিন ,সবাই কে ধন্যবাদ ।

Level 0

আমি Murad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার ত্যাগ আমার স্মরন আমার মেধা আমার মনন আমার কলম আমার বচন আমার শক্তি আমার ধন আমার জীবন আমার মরন আমার সবকিছু মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ !তোমায় করছি সমপর্ণ অসীম দয়াময় প্রভু তুমি নিরঞ্জন ! তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ! ─আমার সমর্পণ । মুরাদ হোসেন,গোলাপ গঞ্জ.সিলেট, মোবাইল: +8801717414414 ইমেল:[email protected]...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভাল লাগল।আমার েসট nokia 9500 আিম েকাথাও েকান free software পািচ্ছনা। একটু সাহায্য করেবন?

Level New

ভাল। কিন্তু অতিরিক্ত সফটওয়্যার মোবাইল slow করে দেই। ঝুকি আছে Unknown সফটওয়্যার ইন্সটলে।

মুরাদ ভাই, এন ৮২ firmware version 31.0.0.16 এখনও অধরা রয়ে গ্যাছে। কোন কিছুতেই হ্যাক করতে পারছি না। আপনার ষ্টকে কোন উপায় থাকলে জানাবেন। আমার অ্যাড্রেস [email protected]
ধন্যবাদ।

Level 0

জামান ভাইয়া এই লিংক থেকে https://www.techtunes.io/go.php?https://www.techtunes.io/mobileo/tune-id/4409/
ওই পদ্ধতি টি অনুসরন করে দেখুন কাজ হয় কিনা ,যদি না হয় তাহলে টেকটিউনস এর মোবাইলীও বিভাগ টি দেখে নিবেন এখানে হ্যাকিং করার আরও একটি টিউন পাবেন।guru ভাইয়া আপনার nokia 9500 সেটের কোন সফটওয়্যার আমার কাছে নাই,তবে আপনার nokia 9500 সেট হচ্চে Series 80 2nd Edition,Operating System:Symbian OS v7.0s আপনি নেটে খুজে দেখুন পেয়ে যাবেন,নিচের লিংক ভিজিট দেখুন আপনার সেটে সাপোট করে কিনা
http://symbianapplication.blogspot.com/
http://www.series60v3.org/
http://www.Mobile9.com
ধন্যবাদ,সবাইকে ।

মোবাইলে এত অতিরিক্ত সফটওয়্যার ইন্সটলে মোবাইল বেশ স্লো হয়ে যায় আর তখন মেজাজ অনেক খারাপ হয়ে যায়।

আমি ও একমত……………

ভাল। কিন্তু অতিরিক্ত সফটওয়্যার মোবাইল slow করে দেই। ঝুকি আছে Unknown সফটওয়্যার ইন্সটলে।