আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা নিয়ে আজকে আমি আমার প্রথম টিউন টি লিখছি।
MNP সেবাটি হয়তো এখন মামদের সবার এ পরিচিত। এই সেবা কি এবং কিভাবে নিতে হয়, তা হয়তো সবাই ই জানি।
আপনার বর্তমান অপারেটর এর কোনো সমস্যা থাকার কারণে আপনিও কি ভাবছেন MNP করে অপারেটর পরবর্তন করবেন? তাহলে আজকের এই টিউন টি আপনার জন্য।
এই টিউন টিতে আমি আসলে শেয়ার করব বেশ কিছু সমস্যার কথা যেগুলো আমি MNP করার পর ফেস করেছি।
১. MNP করা সিম এ কোনো রকম ভেরিফিক্যান কোড বা OTP রিসিভ করতে সমস্যা হয়। যেমন: জিমেইল, ফেইসবুক, ইমো, হোয়াটস্যাপ ইত্যাদি সহ অন্য যে কোন ওয়েবসাইড বা এপ এর পাঠানো কোড আপনি পাবেন না।
২. বিকাশ দিয়ে ISSD ডায়েল করে রিচার্জ করতে পারবেন না।
৩. রিচার্জ পয়েন্টেও আপনাকে রিচার্জ করবে গেলে দোকানদারদের সাথে অনেক কথা বলতে হয়।
আমি নূরুন নবী সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।