প্রতিযোগিতা মুলক বাজারে নিজের স্মার্টফোন গুলোকে বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় ধরে রাখতে প্রতিনিয়ত নতুন নতুন সব ফিচার নিয়ে হাজির হচ্ছে স্মার্টফোন নির্মতা প্রতিষ্ঠান গুলো। ফ্লাগশিপ ক্যামেরা, স্ন্যাপদড্রাগন প্রসেসর, বেজেল লেস ডিসপ্লে, ওয়ারলেস চার্জার, বোকেহ ইফেক্ট আরো কত সব প্রযুক্তি। দিনের পর দিন স্মার্টফোন নির্মতা প্রতিষ্ঠান গুলো একের পর এক প্রযুক্তির চমক দিয়েই যাচ্ছে। তাই একেক সময় একের স্মার্টফোন বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় উঠে আসে। এই খানে ২০১৯ সালে বিশ্বের সেরা ১২টি স্মার্টফোন হিসাবে যে সব স্মার্টফোন গুলো দেয়া হলো এই গুলোই যে সব সময় সেরা থাকবে এমন টা নয়। নতুন নতুন ফিচার নিয়ে নতুন নতুন স্মার্টফোন আসছে আর বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় উঠে আসছে। আপনি অনলাইনে যতগুলো স্মার্টফোন র্যাংকিং পাবেন, তা একটা আরেকটার সাথে মিলবেনা। এমনকি আপনার নিজের বিবেচনায়ও হয়ত আলাদা র্যাংকিং চলে আসবে। তাহলে চলুন দেখে নেই ২০১৯ সালের সেরা স্মার্টফোন গুলো।
আমি রাকিব সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।