পিসিতে তো খুব সহজেই আই ডি এম দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় কিন্তু মোবাইলে ? এই প্রশ্নের উত্তর নিয়ে ই আমার এই পোষ্ট। যে সফটওয়ার টা শেয়ার করব এটা দিয়ে আপনি ইউটিউবের যে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং এক ক্লিকেই দেখতে পারবেন ইউটিউবের featured, top rated, এবং most viewed ভিডিওগুলো । খুজে বের করতে পারবেন আপনার কাংখিত ভিডিও টি ও।এ সব কিছু করার জন্য প্রথমে এখান থেকে সফটওয়ার টা ডাউনলোড করে ইনস্টল করুন। এখন এটা নিজেই আরও ৪টা ফাইল ডাউনলোড করে ইনস্টল করে নেবে।ব্যাস কাজ শেষ। এখন ভিডিও সার্চ করুন আর ডাউনলোড করুন। ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওতে ক্লিক করুন তার পর একটা নতুন ইউন্ডো আসবে তার নিচের দিকে mp4 লেখা বাটন আছে নিচের ছবির মত ঐ বাটনে চাপুন ডাউনলোড শুরু হবে ।
আমি বিসাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vhaiya. . .S60v3 r kono software ki nae?