একটা কথা কোনো ভাবেই বুঝতে পারছি না। কেনো Walton নতুন করে ২০১৯ সালে ও 3G মোবাইল বাজারে আনছে? হ্যা, বাংলাদেশে অনেকেই 4G ব্যবহার করে না, তার মানে তো এই না যে তারা 4G ব্যবহার করবেই না। হয়তো দাম কম রাখতেই এখনো কিছু কিছু নতুন Walton Smartphone গুলোতে 4G সুবিধা দিচ্ছে না তারা। তবুও, এই ২০১৯ সালে যখন সবাই 5G নিয়ে চিন্তা ভাবনা করছে তখন ও যদি 3G Smartphone বাজারে নিয়ে আসা হয় তাহলে সেটা হবে নতুন প্রযুক্তির প্রতি মানুষের উৎসাহ কমিয়ে দেয়া। কথাগুলো বলছি কারন upcoming Primo EF9 এর মধ্যে 4G থাকছে না। এই smartphone টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন >>> Walton Primo EF9
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।