ফোন কিনবেন ভাবছেন এদিকে আপনার বাজেট ১৫, ০০০ টাকা ছাড়াচ্ছে না! ভেবে কূল পাছেন না কোন ফোনটি কিনলে লাভবান হবেন বা আপনার দরকারি ফিচারগুলো পাবেন? আপনার জন্য রইল সমাধান।
জানুয়ারি মাসে 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। ইতিমধ্যেই ভারতে Redmi Note 7S আসার খবর প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই একাধিক টুইটার টিউনে ভারতে এই ফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। জানুয়ারি মাসে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। এক রিপোর্ট থেকে জানা গিয়েছে তিনটি রঙে ভারতে পাওয়া যাবে Redmi Note 7S ফোনে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট। ভারতে 3GB RAM + 32GB স্টোরেজ আর 4GB RAM + 64GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। এই ফোনে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ, 48MP রিয়ার ক্যামেরা, Sanpdragon 660 চিপসেট আর 4, 000 mAh ব্যাটারি। বিস্তারিত নিচের ভিডিওতে জানতে পারবেন ফোনের প্রাইস ও লঞ্চ ডেট এর ব্যাপারে।
আমি প্রিন্স খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।