এম আই ইউআই ১০ (MIUI 10) গ্লোবাল স্টেবেল আপডেট এখন রেডমি নোট ৭ প্রো ফোনে পৌঁছে গেল। MIUI V10.2.8.0.PFHINXM এর সাহায্যে এই ফোনে নতুন আপডেট এসেছে। সফটওয়্যার আপডেটে রেডমি নোট ৭ প্রো ফোনের ক্যামেরায় একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। এছাড়াও এই আপডেটে ছবির গুণমানে উন্নতি হয়েছে। ক্যামেরায় উন্নতির সাথেই রেডমি নোট ৭ প্রো ফোনের নতুন এম আই ইউআই ১০ (MIUI 10) আপডেটে যোগ হয়েছে মার্চ মাসের Android Securicty Patch।
গত ফেব্রুয়ারী মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি নোট ৭ প্রো। মার্চ মাসে এই ফোন বিক্রি শুরু হয়েছিল। রেডমি নোট ৭ প্রো ফোনের প্রধান আকর্ষন ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আরস্নাপড্রাগন ৬৭৫ চিপসেট। OTA আপডেটের মাধ্যমে MIUI 10 Global Stable ROM V10.2.8.0.PFHINXM এর হাত ধরে রেডমি নোট ৭ প্রো ফোনে এই আপডেট পৌঁছাবে।
ইতিমধ্যেই এম আই ইউআই ১০ (MIUI 10) ফোরামে এই আপডেটের রিকভারি রম আর ফাস্টবুট রম এর লিঙ্ক টিউন করেছে শাওমি। তবে আপডেটের আগে পুর ফোনের ব্যাক আপ নেয়া টাকে ভালো মনে করেছে শাওমি। এই আপডেটে রেডমি নোট ৭ প্রো ফোনের ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেল মোডে একাধিক নতুন ফিচার এসেছে। এছাড়াও আপগ্রেড হয়েছেPortrait মোডে। কম আলোতে তোলা ছবিতেও পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে শাওমি। এতে কিছু বাগ ফিক্সিং ও করা হয়েছে।
রেডমি নোট ৭ প্রো তে রয়েছে ৬.৩ ইঞ্চি FHD+ (Full HD Plus) ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, ৬ জিবি পর্যন্ত র্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য রেডমি নোট ৭ প্রো তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সেকেন্ডারি ক্যামেরায় আছে ৫ মেগাপিক্সেল Depth সেন্সর। সেলফি তোলার জন্য একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে শাওমি। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট মানে AI.
এন্ড্রয়েড পাই ৯ অপারেটিং সিস্টেমের উপরেই রেডমি নোট ৭ ফোনে চলবে কোম্পানির নিজস্ব এম আই ইউআই ১০ (MIUI 10) স্কিন। থাকছে একটি ৪০০০ mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
৬/১২৮ স্টোরেজ ভেরিয়েন্ট রেডমি নোট ৭ প্রো কিনতে খরচ হবে ২২, ৯৯৯ টাকা। এছাড়াও ৪/৬৪ স্টোরেজে রেডমি নোট ৭ প্রো কিনতে খরচ হবে ১৭, ৯৯৯ টাকা।
আরো জানতে আমার ওয়েবসাইটে চোখ রাখুন।
আমি সামিউল শুভ। President, https://www.ascorjo.com বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
সাফল্য শান্তিতে হয় না,কষ্টে হয় । আমি সেই কষ্টের পিছনেই ছুটি । মাঝে মাঝে ভালোবাসা গুলো টেক এন্ড গ্যাজেটস এর ওপরও হয়ে থাকে ।