আপনার সেলফোনটি যদি সাম্বিয়ান সেকেন্ড এডিশনের হয়ে থাকে তবে টেকটিউনস বা আমার ব্লগের মত বাংলা সাইট ভিজিট করতে চাইলে আপনার ফোনে অপেরা মিনি ইন্সটল করুন। এবার এড্রেস বারে লিখুন about:config এখান থেকে সিলেক্ট করুন- use bitmat fonts for complex script. কাজ এখানেই শেষ। এবার নিশ্চিন্তে ঢুকে পড়ুন আপনার পছন্দের সাইটে।
আপনার পছন্দের যে কোন সাইট থেকে গান, মুভি বা সফটওয়্যার যাই হোক না কেন ডাউনলোডের জন্য অপেরার জুড়ি নেই। অপেরা মিনিতে অনেকক্ষণ ব্রাউজ করার পর কোন কিছু ডাউনলোড করতে গেলে প্রায়ই আমরা মেমোরী (RAM) নিয়ে বিপাকে পড়ি। কেননা অপেরা মিনি বা সাম্বিয়ান ডিফল্ট এক্সপ্লোরারগুলো প্রচুর পরিমানে টেম্পোরারী ফাইল তৈরী করে। অপেরা 6.5 বা তার পরের ভার্শনে এ সমস্যা একদম নেই। (আগের ভার্শনের ব্যাপারে কিছু বলতে পারছি না।)
আপনাকে ডাউনলোডের আরো কিছু এক্সট্রা সুবিধা দেবে MobRapid Downloader. আপনি যে ফাইলটি ডাউনলোড করতে চান তার ইউআরএল লিখে নেক্সট করুন। বাকী কাজ সফটওয়্যারটিই করে দেবে।
আপনি জানেন কী এমন একটি মিউজিক প্লেয়ার আপনার জন্য রয়েছে যাতে আপনি আপনার পছন্দের গানটি তো বটেই গানের যে কোন একটি কলিও রিপিট করতে পারবেন। এতে রয়েছে নিজস্ব ইকুলাইজার, বেশ কয়েকটি স্কিন, অনলাইন রেডিও প্লেয়ার, কারাওকে, আইডি থ্রি ভিউয়ার। সফটওয়্যারটির নাম TTPod
আমার ফোনের ভিডিও গানের থাম্বনেইল প্রদর্শণ করার জন্য আপনার প্রয়োজন Smart Movie 4.01 with SM Loader.
এর জন্য আমরা সবাই একনামে DivX Player কে চিনি... তাই নয় কী?
আপনার প্রিয় সেলফোনটিতে পিডিএফ ফাইল পড়ার জন্য প্রয়োজন Adobe Reader
জি হ্যাঁ, আপনার হ্যান্ডসেট থেকেই অফিস ডকুমেন্ট Creat ও Edit করতে পারবেন Quick Office এবং Office Suite দিয়ে।
আপনার সেলফোনের জন্য সিমান্টেক, নরটনসহ বেশ কয়েকটি এন্টিভাইরাস পাওয়া গেলেও আমি ক্যাসপারস্কাইকে সেরা মনে করি। আর এটিকে আপনার P1 কানেকশন থেকেও যে কোন সময় আপডেট করতে পারবেন। খরচ হবে মাত্র্ দেড় থেকে দুই টাকা।
আপনার ফোন মেমোরী থেকে অপ্রয়োজনীয় ফাইল অপসারন, ডিস্ক ডিফ্রাগমেন্ট ও রি-এলোকেশন করো গতির গতি অনেকটাই বাড়িয়ে দেবে MemoryUp নামের ছোট্ট সফটওয়্যারটি।
এর জন্য আপনার দরকার হবে উইনরার অথবা জিপ ম্যানেজার্ উইথ রার, টার প্লাগিন্সঃ।
ফ্লাশ লাইটে পাব্লিশ্ড .swf ফাইল প্রদর্শনের জন্য ইন্সটল করে নিন Adobe Flash Player
IFD Converter দিয়ে আপনি সহজেই বের করতে পারবেন যেকোন জটিল Acceleration, Angle, Angel-Solid, Angular Velocity, Area, Capacitance, Charge, Computer, Conductance, Density, Distance, Energy, Flow, Force, Illumination, Light, Light-Illuminance, Mass, Power, Pressure, Speed, Temperature, Thermal Conductance, Time, Torque, Viscosity-Dynamic, Viscosity-Kinematuc, Volume, Volume-Dry, Weight on Plants এর গাণিতিক হিসাব। এটি বিজ্ঞান নিয়ে যাদের নাড়াচাড়া তাদের জন্য খুবই ফলপ্রসু হবে বলে মনে করি।
একটি চমৎকার ইমেজ ভিউয়ারের নাম Resco Viewer। এর সাহায্যে ছবি রিসাইজসহ কালার ও এডজাস্ট করা যায়।
প্রিয়জনের সাথের প্রিয় মূহুর্তগুলি ধরে রাখুন Call Recorder দিয়ে।
আপনার সেলফোনে যত খুশি এলার্ম সেট করুন।
আপনার সেলফোনের সিস্টমফাইল/ফোল্ডার বা কোন হিডেন ফাইল/ফোল্ডার ব্রাউজ, কাট, কপি, পেস্ট করুন FExplorer.
দিয়ে। আপনার সেলফোনের যে কোন পেজের ছবিও তুলতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমেই।
এ সমস্ত সফটওয়্যারগুলো ছাড়াও অসংখ্য প্রয়োজনীয় সফটও্যার, গেমস্, থিমস্ পাবেন- এখানে
আজ আর লেখার এনার্জি নেই। একটু ঘুরে দেখি আপনারা কি লেখেন....!
আমি মামুন সৃজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্বেচ্ছাবসরে
মিয়া যে সাইট এর লিন্ক দিছেন। এটাতে তো সব এড এর দোকান দিছেন মনে হয়! হহাহাহহাহাহাহহা
জটিল টিঊন।