Symbian মোবাইলের জন্য অসাধারন File Browser

আজকে আমি একটা Explorer সম্বন্ধে বলব যা Windows Xp Explorer মতন সম গুন সম্পন্ন হয়তো তার চেয়েও বেশী তাও আবার মোবাইলে, অনেকে ব্যবহারও করে থাকতে পারেন তার মোবাইলে । তবে এটা শুধু Symbian সেটে সার্পোট করে আর যা মোবাইলে একটা Eplorer / File Manager হিসাবে যে যে সুবিধা দরকার তা সব কিছু পাবেন, তা বলছি  নাম X-plorer Version - V- 1.52


 এবার বলি সুবিধা এটা দিয়ে আপনি সরা সরি কোন অডিও, ভিডিও , ছবির ফাইল প্লে করতে পারবেন যেমন
এটার মাধ্যমে যে কোন ফাইল কে Hide, Read-only , System এর ফাইল বলে ব্যবহার করতে পারবেন
তাছাড়াও সব চেয়ে গুরুত্ব পূর্ন ফিচার অথাত এর মাধ্যমে আপনি .Zip, .rar, .jar ফাইল কে সরাসরি খুলতে পারবেন বা কোন ফাইলকে .zip ফাইলের মধ্যে  move বা  copy করাতে পারবেন ।
 এবার হয়তো ভাবছেন তাহলে কোন .jar ফাইল ইনস্টল করতে গলে System Explore / File manager খুলে কাজ টি করতে হবে তা কিন্তু না কোন .jar ফাইল ইনস্টল করতে গেলে শুধু নিচের ছবি দেখলেই বুঝে যাবেন।
এছাড়াও আপনি আপনার কোন প্রীয় ফোল্ডারের সর্টকার্ট করেও ব্যবহার করতে পারবেন যেমন
এছাড়াও সিস্টেমের ফাইল  RAM, ROM ইত্যাদির মধ্যে কি আছে তা দেখতে পারবেন। তবে এসব ফাইল না জেনে না নাড়াচাড়া করটাই ভালো।
 আর কিছু বললাম না ইচ্ছা করলে এখানে মাউসের খোঁচাটা দিয়ে ডাউনলোড করে নিন। সফটওয়ারটি ফুলভার্সন না হওয়ায় আপনাকে সফটওয়ারটি খোলা ও বন্ধ করার সময় ৩ সেকেন্ড করে আপেক্ষা করতে হবে।

টিউনটি আমার ব্লগে পূর্বে প্রকাশিত

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক আগে থেকেই ইউজ করছি। ভাবলাম ফুলটা দিছেন।

    আপনার কাছে কি ফুল টা আছে?

    না ভাই, আমি s60v2 চালাই এটার পাই নাই। তবে টিটিতে কে যেন s60v3 এর জন্য পোস্ট করেছিলেন ।

    full version নিয়া লাভ নাই, কী দেয়ার পর x-plore অনলাইনে চেক করে। তারপর যেই কে সেই!

    ভাই ফুলটাতে আপনার বেশী কোন লাভ হবে কি ? আপনার কোন সমস্যা বা ডেমো ভার্সনের মতো কোন অসুবিধা নেই শুধু ৩ সেকেন্ড করে ৬ সেকেন্ড। আমি অনেক চেষ্টা করে ফুল ভার্শন পাই নি যে টা বা পেয়েছিলাম ক্র্যাক ফাইল হিসাবে সেটা আবার চলে নি।

    ফুল ভার্সন আছে আমার কাছে। এই যে ক্র্যাক https://sites.google.com/site/fortechtunes/home/data/xplore.crack.shawon.sisx

    Online update অফ করে দিন সেটিংস থেকে

কাজের শেয়ার ধন্যবাদ।

vai er cha valo ta dan.ata to agar thake jan tam.