আজকে আমি একটা Explorer সম্বন্ধে বলব যা Windows Xp Explorer মতন সম গুন সম্পন্ন হয়তো তার চেয়েও বেশী তাও আবার মোবাইলে, অনেকে ব্যবহারও করে থাকতে পারেন তার মোবাইলে । তবে এটা শুধু Symbian সেটে সার্পোট করে আর যা মোবাইলে একটা Eplorer / File Manager হিসাবে যে যে সুবিধা দরকার তা সব কিছু পাবেন, তা বলছি নাম X-plorer Version - V- 1.52
এবার বলি সুবিধা এটা দিয়ে আপনি সরা সরি কোন অডিও, ভিডিও , ছবির ফাইল প্লে করতে পারবেন যেমন
এটার মাধ্যমে যে কোন ফাইল কে Hide, Read-only , System এর ফাইল বলে ব্যবহার করতে পারবেন
তাছাড়াও সব চেয়ে গুরুত্ব পূর্ন ফিচার অথাত এর মাধ্যমে আপনি .Zip, .rar, .jar ফাইল কে সরাসরি খুলতে পারবেন বা কোন ফাইলকে .zip ফাইলের মধ্যে move বা copy করাতে পারবেন ।
এবার হয়তো ভাবছেন তাহলে কোন .jar ফাইল ইনস্টল করতে গলে System Explore / File manager খুলে কাজ টি করতে হবে তা কিন্তু না কোন .jar ফাইল ইনস্টল করতে গেলে শুধু নিচের ছবি দেখলেই বুঝে যাবেন।
এছাড়াও আপনি আপনার কোন প্রীয় ফোল্ডারের সর্টকার্ট করেও ব্যবহার করতে পারবেন যেমন
এছাড়াও সিস্টেমের ফাইল RAM, ROM ইত্যাদির মধ্যে কি আছে তা দেখতে পারবেন। তবে এসব ফাইল না জেনে না নাড়াচাড়া করটাই ভালো।
আর কিছু বললাম না ইচ্ছা করলে
এখানে মাউসের খোঁচাটা দিয়ে ডাউনলোড করে নিন। সফটওয়ারটি ফুলভার্সন না হওয়ায় আপনাকে সফটওয়ারটি খোলা ও বন্ধ করার সময় ৩ সেকেন্ড করে আপেক্ষা করতে হবে।
টিউনটি আমার ব্লগে পূর্বে প্রকাশিত
অনেক আগে থেকেই ইউজ করছি। ভাবলাম ফুলটা দিছেন।