এন্ড্রয়েড মুঠোফোন কিনতে চাই…..কোন সেটটি কিনতে পারি

একটা মুঠোফোন কিনতে চাই, বাজেট মাত্র  ১৫,০০০ টাকা

এই টাকায় গুগল-এন্ড্রয়েড এর কোনো

Android Mobile OS

সেট কিনতে পারবো কি?

সেই সাথে কেউ যদি এই বাজেটের ভিতর তার ইউজড সেট বেচে দিতে চান তাইলে দয়া করে জানাবেন ।

সেটের ক্ষেত্রে রিকয়ারমেন্ট-

(স্যামস্যং ব্রান্ড হলে ভাল হয়)

১. এন্ড্রয়েড ওস

২. ভিডিও কল

৩. উন্নতমানের ক্যামেরা

৪. থ্রিজি

৫. টাচ স্ক্রীন

৬. ওয়াই-ফাই

বর্তমান বাজার-দর, প্রাপ্যতা সাপেক্ষে এবং উপরোক্ত ফিচার সম্বলিত বিষয়ে তথ্য প্রাপ্তির আশায় রইলাম। নিশ্চয়ই কেউ কিছু জানাবেন.................ধন্যবাদ

Level 0

আমি হামিদ পায়োনিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Very simple.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

xperia x10 দেখতে পারেন. কারিনা বলে সেট টা নাকি দারুন স্মার্ট আছে .
আমার কাছে কেমারার কাজ টা মনপুত লাগে নাই ., বাকি সব ঠিকঠাক আছে.
টাচ নিয়ে বিরক্তি না থাকলে এইচটিছি মোবাইল গুলো দেখতে পারেন.

আপনার চাওয়া যদি থাকে আপনি এন্দ্রয়েদ ওএস এর মজা নিবেন , তাইলে সোজা micromax থেকে একটা কিনে ফেলেন.

Level 0

samsung galaxy pop perfact for you ..
price=15500.tk

    ফাহিম ভাই আপনি ঠিকই বলেছিলেন। এবং সেটটি দেখেওছিলাম। তবে সাধ্যের মধে স্বাদ মেটেনা এই আর কি। সেটটির ক্যামেরাটি খুব বেশি পছন্দ হয়নি। আর এতে ফ্লাশ সাপোর্ট করে না।
    এইচটিসি ওয়াইল্ডফায়ার টা খুবই পছন্দ হয়েছে।
    সবচেয়ে বড় কথা,,,,,এ বছর সেট কেনা হবে না।

    ধন্যবাদ

মাইক্রোম্যাক্স A60 দাম সম্ভবত ১৬০ ডলার। ১২০০০ টাকার মত হয়।

Sony erickson kente paren.net use er jonno r operating speed er jonno valo hobe. Eae site ta deken http://www.gsmarena.com jeta pochondo hoe kenen

Level 0

দাম দরের জন্য এই সাইট টা দেখতে পারেন http://www.mobilemaya.com

Nokia E5 কি android? Symbian কেনার ইচ্ছা থাকলে E5 কিনতে পারেন| আমার মনে হয়ে আপনার চাহিদা পূরণ হবে| http://www.nokia.com.bdথেকে সেটটার কনফিগারেশন দেখে আসতে পারেন |দাম ১৬২৫০ টাকা|

Level 0

সরি ভাই এই বাজেটে আপনার এতো আশা পুরন হবে না।মিনি প্রো র দামই ৩০০০০ এর মত। চায়না কিছু সেট পাবেন,কিন্তু কেনায় সারা ইউজ করে মজা পাবেন না।

Level 0

Ae Dame Valo Android Handset Paua Jabe Bole Mone Hoi Na. Tobe Nokia 500 Kente Paren Jodeo Android Na Tobe Symbain Anna. R Android Kente Hole HTC Wildfire Ta Dekhte Paren Jodeo Dam Akto Bashe.

    বাবর ভাই, HTC wildfire টা আমার খুবই পছন্দ হয়েছিল। কিন্তু কেনা সম্ভব হচ্ছে না। এই সেট টাতে কি লাইভ টিভি দেখা যাবে? (ফ্লাশ ১০ সাপোর্টেড)। আমার মনে হয় ওয়াই-ফাই বা থ্রিজিতে দেখা যেতে পারে।

    ধন্যবাদ ভাই

সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কপালে এবারও লাগলনা। শেষ-মেষ আর কেনা হলনা। আগামী বছর কিনার আশা রাখলাম।
সবাইকে আবারও ধন্যবাদ।

Level 0

vai ami symphony w100(19990) nibo naki ainol novo 7 (11500)
please ektu help koren