রেডমি নোট ৭ নিয়ে এলো বাজারে।
ফোনটি দেখতে অনেকটা শাওমি মি প্লে এর মতোই। তবে এতে দেয়া আছে স্ন্যাপড্রাগন ৬৬০ এ আই ই চিপসেট এবং পিছনে ৪৮ মেগাপিক্সেল এর মেইন শুটার ক্যামেরা যার এপারচার ১.৮। সেকেন্ডারি হিসেবে ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা আছে। সেলফি তুলার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা।
ফোনের পিছনের দিকে থাকছে হালের ট্রেন্ড গ্রাডিয়্যান্ট ব্যাকপার্ট এবং ফিংগারপ্রিন্ট সেন্সর। সামনের দিকে থাকছে ৬.৩ ইঞ্চির ফুলএইচডি+ রেজুলুশনের ডিসপ্লে যাতে আছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা এবং ওয়াটার ড্রপ নচ। থাকছে ইউএসবি টাইপ-সি, আই আর ব্লাস্টার এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক পোর্ট। রেডমি তাদের এই ডিভাইসে দিয়েছে ৪০০০ মিলি অ্যাম্পায়ার এর ব্যাটারী এবং তার সাথে বক্সেই দেয়া আছে ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটি কোয়ালকম কুইক চার্জ ৪.০ সাপোর্টেড।
আরো ভিডিও দেখতে :
১. Redmi Note 7 Vs Realme U1 Comparison in Bangla
২. Redmi Note 7 Vs Realme U1 Comparison in Bangla
৩. Samsung Galaxy M10 Unboxing & Hands On Review in Bangla
৪. Samsung Galaxy M20 Unboxing & Hands On Review | 5000 mAh, Fast Charging
আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।
My Youtube Channel:- TechHunt24
আমি প্রিন্স খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।