স্কুল লাইফ থেকে মোবাইল নিয়ে প্রচুর গবেষণা করতাম । ফলে শুধু খুজে বেড়াতাম কোথায় ফ্রি এসএমএস ফ্রি ইন্টারনেট । এমনকি ক্লাস ফাকি দিয়ে বাইরে যেতাম মোবাইল নিয়ে । যার ফলে অনেক কিছু শিখেছি এবং শিখছি । যদিও কয়েকদিন আগে ফ্রি ইন্টারনেট নিয়ে টেকটিউনসে প্রচুর লাফালাফি হইছে আশা করি এটা নিয়ে বেশি লাফালাফি হবেনা ।
অনেক বকবক করলাম এবার কাজের কথায় আসি !!!!!!!!!
১- মোবাইল এর মেসেজ অপশন এ যান ।
২- কল সেটিং এ ক্লিক করেন ।
৩- কল ডাইভার্ট এ যান ।
৪- ডাইভার্ট ইফ আনরিচেবল এ ক্লিক করুন ।
৫- to a new number এ ক্লিক করুন ।
৬- ''1266'' তে divert করুন ।
৭- মোবাইল টা অফ করে দিন ।
৮- আপনার অন্য নাম্বার বা আপনার বন্ধু কে আপনার নাম্বার এ কল করতে বলেন ।
৯-এবার আপনার ফোন অন করেন ।
ইয়াহু !!!!!!!!!!!!
দেখবেন মেসেজ এসেছে ১২৬৬ থেকে । (u have a voice mail from 01XXXXXXXXXXXX cALL 1266 to hear voice mail )
আর যে নাম্বার দেওয়া আছে সেটাই হল সেই নাম্বার যে নাম্বার থেকে আপনাকে কল দেওয়া হয়েছিল ।
(সর্তকতাঃ 1266 তে ভুলেও কল দিবেন না !!! টাকা কাটা গেলে আমাকে দোষ দিতে পারবেন না !! আপনার নাম্বার এ যে কল দিবে তার রেগুলার চার্জ কাটা যাবে )
যদি পোস্ট টি ভালো লাগে তাহলে কমেন্ট দিবেন না ভালো লাগলেও কমেন্ট দিবেন !!!!
জীবনের প্রতিটি দিন আসুক নতুন করে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় ।
আল্লাহ হাফেজ !!
আমি নাসিম বিন জসিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা তো ভয়েসমেইল সার্ভিস। যে কল করবে তার একেবারে বাঁশ যাবে। গিপির তো চারআনা লস হবেই না, মাঝখান থেকে আমাদের পুরাটাই লস। এরচেয়ে ১০ টাকা দিয়ে এলার্ট একটিভ করে নেয়াই ভালো।