গ্রামীণ ফোনে ফ্রি মিসকল এলার্ট !!! (১০০% কার্যকরী)

স্কুল লাইফ থেকে মোবাইল নিয়ে প্রচুর গবেষণা করতাম । ফলে শুধু খুজে বেড়াতাম কোথায় ফ্রি এসএমএস ফ্রি ইন্টারনেট । এমনকি ক্লাস ফাকি দিয়ে বাইরে যেতাম মোবাইল নিয়ে । যার ফলে অনেক কিছু শিখেছি এবং শিখছি । যদিও কয়েকদিন আগে ফ্রি ইন্টারনেট নিয়ে টেকটিউনসে প্রচুর লাফালাফি হইছে আশা করি এটা নিয়ে বেশি লাফালাফি হবেনা ।

অনেক বকবক করলাম এবার কাজের কথায় আসি !!!!!!!!!

১- মোবাইল এর মেসেজ অপশন এ যান ।

২- কল সেটিং এ ক্লিক করেন ।

৩- কল ডাইভার্ট এ যান ।

৪- ডাইভার্ট ইফ আনরিচেবল এ ক্লিক করুন ।

৫- to a new number এ ক্লিক করুন ।

৬- ''1266'' তে divert করুন ।

৭- মোবাইল টা অফ করে দিন ।

৮- আপনার অন্য নাম্বার বা আপনার বন্ধু কে আপনার নাম্বার এ কল করতে বলেন ।

৯-এবার আপনার ফোন অন করেন ।

ইয়াহু !!!!!!!!!!!!

দেখবেন মেসেজ এসেছে ১২৬৬ থেকে । (u have a voice mail from 01XXXXXXXXXXXX  cALL 1266 to hear voice mail )

আর যে নাম্বার দেওয়া আছে সেটাই হল সেই নাম্বার যে নাম্বার থেকে আপনাকে কল দেওয়া হয়েছিল ।

(সর্তকতাঃ 1266 তে ভুলেও কল দিবেন না !!! টাকা কাটা গেলে আমাকে দোষ দিতে পারবেন না !! আপনার নাম্বার এ যে কল দিবে তার রেগুলার চার্জ কাটা যাবে )

যদি পোস্ট টি ভালো লাগে তাহলে কমেন্ট দিবেন না ভালো লাগলেও কমেন্ট দিবেন !!!!

জীবনের প্রতিটি দিন আসুক নতুন করে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় ।

আল্লাহ হাফেজ !!

Level 0

আমি নাসিম বিন জসিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা তো ভয়েসমেইল সার্ভিস। যে কল করবে তার একেবারে বাঁশ যাবে। গিপির তো চারআনা লস হবেই না, মাঝখান থেকে আমাদের পুরাটাই লস। এরচেয়ে ১০ টাকা দিয়ে এলার্ট একটিভ করে নেয়াই ভালো।

এটা তো ভয়েসমেইল সার্ভিস। যে কল করবে তার একেবারে বাঁশ যাবে। গিপির তো চারআনা লস হবেই না, মাঝখান থেকে আমাদের পুরাটাই লস। এরচেয়ে ১০ টাকা দিয়ে এলার্ট একটিভ করে নেয়াই ভালো।

নাসিম , জিপি কে বাঁশ দেবার মত কিছু করো , যাতে আমাদের সবার লাভ হয় কিন্তু জিপি ফতুর হয় । যাই হোক – সুন্দর টিউন !

জিপি না, বরঞ্চ বলা যায় , কাউকে বাশ দিতে এই পদ্ধতি অবলম্বন করুন !

ইন্টারনেট এর মাধ্যমে বাশ দিতে হবে। না হয় কল করায়। আচ্ছা জিপির ইন্টারনেট স্পীড ৭২KB/s(আমি একদিন পাইছিলাম)। কিন্তু ওরা এটা ৪-৮ দিয়া রাখে(এর বেশি পাওয়া যায়)।
এখন এমন কিছু করা যায় না যাতে এটা ৭২ ই থাকবে?

    Level 0

    Just go to Grameen Phone Customer Care and said "Oi Amar Internet Speed deeee?"

belive or not একটু আগেই আমি 1.something MBps পেয়েলিাম। এরকম speed আমি কোনদিন দেখিনি। ৯৮৭kb একটা ফাইল download করতে time লাগছে ১০ secound. রবি ইন্টারনেট এ। যাইহোক রবির ইন্টারনেট speed জিপির চেয়ে ওনেক ওনেক ওনেক ভালো।

    Level 0

    এটা কি মিসকল এলার্ট না আর একজন কে বাশ দেয়া হলো।

হা হা হা । যাক বাশ দেও্য়া যাবে কাউকে !!

..kosto pailam…Gp re bash dea gelo na…!!!!!! R ekhon to airtel or ulta amagore bash ditese….Tahader(Airtel) Network FATAFATI….???mone hoi Warid vala chilo….

warid e valo silo thikee bolesen @ondhokare alo

বন্ধ থাকা মোবাইলে যে কল দিচ্ছে তার টাকা কাটা যাচ্ছে ভাই।

আরে ভাই কল করলে তো টাকা যাবেই । আপনার তো যায়নি @মিজান ভাই

ভাই এইটা মানুষকে বাঁশ দেয়ার পদ্ধতি বলছেন………. ভালো কিছু শেয়ার করুন।

জিপি কে বাঁশ দেবার মত কিছু করেন , যাতে আমাদের সবার লাভ হয় …………

ভাই আমার মনে হয় খাল কেটে কুমির আনার জন্য এর চেয়ে ভাল কোন বুদ্ধী হতে পারেনা, জিপির পক্ষে ভালই ছাফাই গাইলেন জিপি কি আপনার শশুর লাগে?

কমেন্ট এর জন্য থাঙ্ক উ @ জাহিদ এবং সহিদ ভাইকে

Level 0

বাঁশ দেন জিপিরে…………সাধারন পাবলিককে না………।

ঠকাইয়েন না মানুষেরে
বাঁশ দেন জিপি রে ।।

ক্লাস ফাঁকি না দিয়ে, অবসর সময় শ্রম ও মেধা খাটিয়ে ভাল বুদ্ধি বের কর, যাতে মানুষের ক্ষতি না হয়।

ক্লাস ফাঁকি দেওয়ার ফজিলত অনেক ssc hsc তে গোল্ডেন প্লাস আইছিল !! 😛 😛 @@শহিদুল ভাই

জিপি ইউজ না করলেই বাশ দেয়া হয়ে যায়। রবি বর্তমানে অসাধারণ স্পীড দিচ্ছে। আমি জিপি দিয়ে জীবনে আড়াইশ কেবি জার ফাইল ডাউনলোড করতে পারি নি। আর রবিতে ৫০০ কেবি জার ফাইল কয়েক সেকেন্ডে হয়ে যায়।

Level 0

valo kisu sikala…..

Level 0

Ti to

Level 0

Brother ai faltu jinis ta off korbo kivabey……..উপাই বলেন বহুত জামেলাই আসি এইটা নিয়ে

টাইটেল বদলান

ঠকাইয়েন না মানুষেরেবাঁশ দেন জিপি রে ।।