Nokia যখন android ছেড়ে windows মোবাইল বের করা শুরু করছিলো, তখন থেকেই বাজার দখল করতে শুরু করেছিলো Samsung, হয়তো এটা আমরা অনেকেই খেয়াল করেছিল। এমন ও হতে পারে আপনি যেই মোবাইল টা চালাচ্ছে সেটাও samsung বা xiaomi র। তারপর অনেক বছর রাজত্ব করেছে samsung কিন্তু xiaomi যখন থেকে কম দামে ভালো কিছু মোবাইলে বাজারে আনা শুরু করলো, তখন থেকেই samsung এর একা রাজত্ব করা আর সম্ভব হচ্ছিলো না।
তাই তো নতুন বছরে samsung ঘোষণা দিয়েছে তাদের M series এর। দাম কম রেখে মান ভালো রাখার চেষ্টা করছে samsung, কিন্তু কতোটা সফল হবে? সেটা হয়তো এখনি বলা যাবে না। তবে খুব তাড়াতড়ি সবাই জানতে পারবে। Samsung Galaxy M10 ও Samsung Galaxy M20 নিয়ে বিস্তারিত জানতে চাইলে ভিজিট করতে পারেন mobile29.com
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।