হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এক সময়ের মোবাইল জগতে রাজত্ব করা সেই Nokia এখনো Feature Phone / Button Mobile বানাচ্ছে। যেমন Nokia 106 2018 হচ্ছে একটি কম দামের Feature Phone. তবে বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিনা সেটা সঠিক বলতে পারছি না, তবে বাংলাদেশের মানুষের কাছে Button Mobile কিন্তু এখনো বেশ জনপ্রিয়।
যারা বয়স্ক তারা তো Button Mobile ব্যবহার করেন ই, তার সাথে তরুণরা ও smartphone এর সাথে button মোবাইল ব্যবহার করেন, কারন smartphone এর battery কখন শেষ হয়ে যাবে সেটার কোনো নিশ্চয়তা নেই, আর button mobile এ কথা বলতে সুবিধা আছে। ওজনে কম, আবার মোবাইল বিস্ফরণের ভয় ও থাকে না, হাত থেকে পড়লে ও তেমন কোনো সমস্যা হয় না।
যাই হোক, আপনি যদি Nokia প্রেমী হয়ে থাকেন আর Nokia 106 2018 সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করতে পারেন mobile29.com
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।