Walton Primo R5+ ই হচ্ছে ২০১৯ সালে Walton এর প্রথম android smartphone আর এটিতে অবশ্যই 4G আছে। Walton সাধারণত দামের কথা মাথায় রেখে smartphone বানায় না, তার মানে তাদের smartphone এর দাম যে সব সময় কম হবে এটা মোটেও সঠিক না। কারন আমরা এর আগে বেশ কিছু দামী smartphone বাজারে আনতে দেখেছি Walton কে।
এখন চলুন কথা বলি Walton Primo R5+ নিয়ে। এই মোবাইলে দাম কতো হবে সেটা এখনো বলেনি Walton, তবে এই নতুন মোবাইলে যেমন 4G আছে তেমনি আছে Face Unlock feature, তাই বুঝতেই পারছেন, বছরের শুরুতেই ভালো কিছু প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে Walton. যদি আরো বিস্তারিত জানতে চান Walton Primo R5+ সম্পর্কে তাহলে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে mobile29.com
আর এখানে ছবি দিয়ে দিচ্ছি, দেখত কেমন হবে সেটা তো সবাই জানতে চায়।
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।