এখন তো সবাই চাইবে 4G smartphone কিনতে। জানি না 4G smartphone বানাতে খরচ কেমন হয়, তবে Symphony যে কেনো ২০১৯ সালে এসেও 3G android smartphone বাজারে আনছে সেটা বুঝতেই পারছি না। হয়তো বাংলাদেশে এখনো 4G ব্যবহার তেমন ভাবে শুরু হয়নি, তাই হয়তো Symphony সব রকমের মোবাইল ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই নতুন বছরেও 3G smartphone বাজারে আনছে।
তবে 4G smartphone ও বের করছে Symphony, যেমন Symphony V145 ও Symphony V155 একেবারেই নতুন, ২০১৯ সালের জন্য বানানো হয়েছে, দাম ও ৬ হাজার এর আশে পাশে, এই ২টা 4G smartphone.
আর এখন যেই Symphony V48 এর কথা বলছি, এটাও একেবাইরে নতুন smartphone, কিন্তু 4G নেই। যাই হোক, 4G না থাকলে ও এই দামে এই smartphone টাতে কিন্তু দারুণ সব camera feature আছে, তাই Symphony V48 সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ভিজিট করতে পারেন mobile29.com
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।