দারুন ক্যামেরা ফোন নিয়ে এল Vivo

আসসালামু আলাইকুম,
কোম্পানি জানিয়েছে Vivo Y91 ফোনে দারুন ছবি তোলা যাবে। তবে ফোন কিনতে গেলে শুধু ক্যামেরা দেখলে ত হয় অন্য সব কিছু ও দেখতে হয়।
তবে চলুন দেখে আসি Vivo Y91 কি থাকছে।
ডিসপ্লে
৬.২২ ইঞ্চি ডিসপ্লে, রেজুলেশন HD+ 1520 *720pডিসপ্লে ছোট নচ।
ক্যামেরা
প্রইমারি ক্যামেরা ১৩ ও ২ এ্পি, সেকেন্ডারি ক্যামেরা ৮ এপি
এন্ড্রেড ভার্সন ৮, ১.০ অরিও,
Octa-core (4*1.95 GHz & 4*1.45 GHz) প্রসেসর
মেমরি ২৫৬ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।
যাম ৩জিবি
রোম ৬৪ জিবি
ব্যাটারি
৪০৩০ এম্পিয়ার ব্যাটারি র‍য়েছে ফোন টিতে
নেট
২জি, ৩জি, ৪জি
কালার
Starry Black, Ocean Blue
দাম 17, 990/- টাকা

Vivo Y91 এর থেকে বেশি বাজেট হলে Vivo Y95 ফোনটি দেখতে পারেন

মোবাইলের দাম ও ছবি 2019 সালের খবর দেখতে
আমার ব্লগ থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল।

Level 3

আমি বিপ্লব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস