অনেকেই হয়তো এই বছর নতুন মোবাইল কেনার কথা ভাবছেন। আবার অনেকেই হয়তো আগের বছরই ভেবেছিলেন নতুন মোবাইল কিনবেন, কিন্তু নতুন বছরে brand গুলো যদি নতুন কিছু নিয়ে আসে, সেই আশায় বসে ছিলেন। সবাইকে বলতে চাই, অপেক্ষা যখন করেছেন, আরো একটু অপেক্ষা করুন। ২০১৯ সালের আরো কয়েক মাস অপেক্ষা করুন। কারন হচ্ছে, ইতিমধ্যে android smartphone বানানো কোম্পানি গুলর মধ্যে একধরণের যুদ্ধ শুরু হয়ে গেছে। কে কার চেয়ে কম দামে ভালো কিছু আনতে পারে সেটা নিয়েই যুদ্ধ চলছে।
ধারণ করা হচ্ছে যে এই বছর smartphone কম্পানিগুলো অনেক নতুন প্রযুক্তি নিয়ে আসবে। অনেকেই হয়তো এরই মধ্যে শুনেছেন ভাঁজ করা smartohone বাজারে আসছে। এটা সত্যি। বিভিন্ন খবরে ভাঁজ করা বা foldable smartphone ও TV দেখানো ও হয়েছে। তাই এখনই নতুন মোবাইল না কিনে আরো কিছুদিন অপেক্ষা করুন, তারপর হয়তো খেলা জমবে। এই খেলা হবে কম দামে ভালো smartphone দেয়ার খেলা।
আপনার কোনো brand এর smartphone ভালো লাগে?
নতুন সব মোবাইলে খবর সবার আগে জানতে চাইলে প্রতিদিন ভিজিট করুন >>> mobile29.com
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।