আমরা সবাই জানি Samsung খুব ভালো একটি brand আর অনেক জনপ্রিয় একটি android smartphone brand, কিন্তু Xiaomi যখন বাজারে কম দামে ভালো কিছু মোবাইল নিয়ে আসতে শুরু করে তখন থেকে সেই সব মানুষদের মাঝে খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠে যাদের মোবাইল কেনার বাজেট একটু কম। আস্তে আস্তে চমৎকার কিছু android smartphone যখন বাজারে নিয়ে আসতে থাকে Xiaomi তখন থেকে আমাদের দেশেও জনপ্রিয় হতে থাকে।
Xiaomi Pocophone F1 যখন বাজারে আসে তখন থেকে সবাই এটা বিশ্বাস করতে শুরু করেছে যে, Xiaomi শুধু কম দামেই smartphone বাজারে নিয়ে আসে না, বরং কম দামে ভালো মানের কিছু smartphone ও বানাতে পারে Xiaomi যা অন্যরা পারে না।
তারপর এই বছরে যখন Xiaomi Redmi Note 7 নিয়ে আসার কথা শোনা গেছে, তখন হয়তো আরো বেশি অবাক হয়েছে সবাই কারন Xiaomi Redmi Note 7 এর মধ্যে যেই সব feature আছে তা এতো কম দামে কোনো smartphone brand এর আগে বাজারে নিয়ে আসতে পারেনি।
কেউ বিশ্বাস করুক বা না করুন, একই রকম feature দিয়ে একই রকম দামে যদি Xiaomi আর Samsung বাজারে smartphone নিয়ে আসে তাহলে সবাই Samsung এর smartphone টা ই কিনবে। এখন দেখার বিষয় Samsung কি আসলেই পারবে নাকি Xiaomi র বাজার দখল করতে। পারবে কি Samsung কম দামে Xiaomi র মতো smartphone বাজারে আনতে?
শোনা যাচ্ছে Samsung Galaxy M10, Samsung Galaxy M20 এই smartphone গুলো Samsung বাজারে আনতে যাচ্ছে Xiaomi র বাজার দখল করতে। দেখা যাক কি হয় অবশেষে। আপনারা নতুন নতুন মোবাইল গুলোর আপডেট সবার আগে পেতে প্রতিদিন ভিজিট করুন mobile29.com
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।