স্যামস্যা নিয়ে এল তিন ক্যামেরার ফোন জি হয় ঠিক শুনেছেন
স্যামস্যা এর পেছনে থাকছে ৩টি ক্যামেরা তবে ফোন টি কিনতে হলে বেশ কিছু টাকা গুনতে হবে
তবে চলুন দেখে আসি Samsung Galaxy A7 2018 কি থাকছে।
ডিসপ্লে
৬ ইঞ্চি ডিসপ্লে, রেজুলেশন ২২২০*১০৮০
ক্যামেরা
প্রইমারি ক্যামেরা ২৪+৫+৮ এ্পি, সেকেন্ডারি ক্যামেরা ২৪ এপি
এন্ড্রেড ভার্সন ৮.০ Oreo
Octa-core 2.2 GHz Cortex-A53 প্রসেসর
মেমরি ৫১২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।
যাম ৪ জিবি
রোম ১২৮জিবি
নেট
২জি, ৩জি, ৪জি
ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এর জন্য এখানে দেখতে পারেন Samsung Galaxy A7 2018
আমাদের ব্লগ থেকে আসার আমন্ত্রণ রইল।
আমি বিপ্লব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।