eSIM কি? খুব শীঘ্রই বাংলাদেশে আসছে eSIM What is eSIM? How It works

হ্যালো বন্ধুরা আমি আতাউল্লাহ শাহেদ আপনাদের সামনে আজকেও চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে। আশাকরি ভিডিওটির মাধ্যমে আপনাদের নতুন কিছু জানাতে পারব। আপনাদের মধ্যে অনেকেই হইত শুনেছেন ই-সিম এর কথা। বাংলাদেশে খুব শীঘ্রই আসছে এই ই-সিম।

আমি আপনাদের আজ জানাব এই ই-সিম আসলে কি? এবং এটি কি করে কাজ করে?

আপনারা সর্বপ্রথম ব্যবহার করেছেন Full SIM,  দ্বিতীয়ত Micro SIM তৃতীয়ত  Nano SIM|বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ধারা চলমান রেখে বাজারে আসছে ই-সিম।

ই-সিম কি ঃ ই-সিম হচ্ছে ইমবেডেট সিম। এর মানে হল সিমটি স্থায়ী ভাবে মোবাইলে লাগানো। ফলে আপনাকে আলাদা করে সিম মোবাইলে লাগাতে হবেনা। এই ই-সিম ২০১৭সালে যখন  Google Pixel 2/XL

ফোনে নিয়ে এসেছিল তখন এতটা সারা জাগাতে পারেনি। ২০১৮ তে এসে এপেল যখন ডুয়েল সিম নিয়ে আসল যার মধ্যে ছিল এই ই-সিম আর তখনি সবার এটি নজর কারল। এটি একটি মেমোরি চিপ যা মোবাইলের মাদারর্বোড এর মধ্যে বিলটিন। বর্তমানে আমরা যে সিমটি ব্যবহার করছি তা সহজে রিমুভ করা যায়। কিন্তু ই-সিম যেহেতু মাদারর্বোডে বিলটিন সেহেতু এটি রিমুভ করার কোন জামেলা নাই।

আসুন এবার আমরা যেনে নেই এটি কিভাবে কাজ করে, এই ই-সিম কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদের জানতে হবে যে ফিজিকাল সিম কিভাবে কাজ করে। সিমটি কাজ করার জন্য যে সকল ডেটা, এসটিকে মেনু প্রয়োজন তা মেশিনের মাধ্যমে সিমে দেওয়া হয়। কাস্টমার প্রভাইডার শুধু একটিভেশনটি দেয়। এবার আসি ই-সিম এ এই বিলটিন ই-সিম একটি রাইডেবল সিম, এটির ডাটাগুলো এসটিপিটির মাধ্যমে ডুকানো হয়। তার মানে হচ্ছে মোবাইলের ইন্টারনেটের মাধ্যমে ডাটাগুলো ডাউনলোড হয়ে ই-সিম এ রাইড হবে।

যদি আমি ই-সিম সংযোগটি নিতে চাই তাহলে যা করতে হতে পারে: প্রথমত ই-সিম বিলটিন হেডসেট। দ্বিতীয়ত্ব ইন্টারনেট সংযোগ। এবার ইন্টারনেটের মাধ্যমে টেলকোর সার্ভিস প্রভাইডরকে

রিকুয়েস্ট পাঠাতে হবে ই-সিম এর সংযোগটি দেওয়ার জন্য। সেটি হতে পারে তাদের অ্যাপস অথবা ইমেইল এর মাধ্যমে। এবং আপনাকে আপনার ইমেইল আইডিও দিতে হবে। সার্ভিস প্রভাইডার আপনার ইমেইলে একটি লিংক পাঠাবে। আপনি এই লিংকটি ক্লিক করলে ইসিমে সকল আইএমইআই, আইসিসিআইডিসহ সকল ডাটা ইনস্টল হবে। তারপর আপনি আপনার এই ই-সিমটি ব্যবহার করতে পারবেন। এবং পেমেন্ট ইন্টারনেটের মাধ্যমেই পরিশোধ করতে পারবেন।

 

আশা করি আপনারা আমার ভিডিও এর প্রথন থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন 

https://www.youtube.com/athaullahshahed?sub_confirmation=1

আমার ভিডিও তা যদি আপনাদের কাছে একটু ভাল লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল Subscribe করার জন্য and পাশে থাকা বেল আইকন এ চাপ দিতে ভুলবেন না. র ভাল লাগলে জোস দিন please

 

Level 3

আমি আতাউল্লাহ্ শাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস