!! Java সফ্ট এর সাহায্যে মোবাইলেই অল্প খরচে যেকোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা Live দেখার আনন্দ উপভোগ করুন (সকল সেট) !!

ক্রিকেট কার না পছন্দের! সকলেই কম বেশি ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে। কিন্তু টিভির সামনে সব সময় কি বসে থাকা চলে? আবার মাঝে মাঝে ক্রিকেটের চরম কোনো মুহূর্তে বিদ্যুৎ চলে গেলে??

আজকাল আবার বিভিন্ন অপারেটর এসএমএস এর মাধ্যমে ক্রিকেট আপডেট দিচ্ছে কিন্তু তা সত্যিই ব্যয়বহুল! অনেকে আবার বিভিন্ন সাইট (যেমনঃ Cricinfo) থেকেও কম খরচে ক্রিকেট আপডেট জানছে। কিন্তু এতেও আরেকটি সমস্যা আছে! পরের বলে কি হল তা জানতে হলে আবার Reload চাপতে হয় তাই না? এসকল সমস্যার কথা চিন্তা করেই ক্রিকেট T20 শেষ হবার আগেই টিউনটি করলাম।

প্রথমে এখানে ক্লিক করে সফ্টটি ডাউনলোড করে নিন। এটা একটি জাভা সফ্ট তাই সকল জাভা এনাবল সেটে এই সফ্ট চলবে।এটা আপনাকে ভিডিও দেখার সুবিধা দিবে না ঠিকই,তবে এই সফ্ট যা দিবে তা ক্রিকেটের লাইভ ভিডিও দেখার চেয়ে কম নয়। তো আসুন একটু দেখে নেয়া যাক এই সফ্ট কি কি সুবিধা দিতে পারেঃ

প্রথমে সফ্টটি ওপেন করুন। এখন যেই খেলা চলছে তা দেখতে Current Matches এ ক্লিক করুন।

250.jpg

ক্লিক করা মাত্র আপনার ইন্টারনেট এক্সেস চাবে এবং আপনাকে কানেক্ট করতে হবে।

দেখুন আমি যখন ছবিগুলো তুলছিলাম তার কিছুক্ষন আগে Ireland VS Srilanka এর খেলা শেষ হয়েছে আর এখন England VS India এর খেলা চলছে।

432.jpg

এখন যেই খেলা চলছে তাতে ক্লিক করলাম।

531.jpg

দেখলেন তো সম্পূর্ন খেলার বর্ননা চলে এসেছে। এই ওভারের কোন বলে কি হয়েছে তাও দেয়া আছে। রান কত এবং এই মাত্র হয়ে যাওয়া বল-এ কি হয়েছে,কিভাবে বেট ঘুরিয়েছে,কোন দিক দিয়ে বল গেছে..,,, সব দেয়া আছে।

একটু নিচে নামলাম। দেখুন কোন ব্যাটসম্যান কয়টা চার মেরেছে,কত বল খেলেছে,আবার কোন বোলার কত বল করে কত রান দিয়েছে সবই দেয়া আছে।

627.jpg

হঠাৎ আউট!! দেখুন একটা রিপোর্ট এর মত এসেছে। কে আউট করেছে, কে আউট হয়েছে সব দেয়া আছে।

726.jpg

এবার Menu থেকে Full Scorecard এ ক্লিক করলাম।

820.jpg

দেখবেন কোন কোন ব্যাটসম্যান এই পর্যন্ত এসেছে, কত রানে কে আউট হয়েছে, সামনে কার পরে কে নামবে, কত কত রানের মাথায় উইকেট পড়েছে সব দেয়া থাকবে।

917.jpg

হঠাৎ চার!! দেখুন এবারও একটা রিপোর্ট এসেছে। কে চারটি মেরেছে, তার এই ম্যাচে মোট চারের পরিমান, কত বলে কত রান করেছে সব দেয়া আছে।

1117.jpg

এবার Back এ গিয়ে Menu থেকে Squads এ ক্লিক করলাম।

1214.jpg

England Squads এ ক্লিক করলাম।

1312.jpg

দেখুন এখানে ইংল্যান্ডের সকল খেলোয়াড়ের নাম লেখা আছে। আমি Luke Wright এ ক্লিক করলাম।

1410.jpg

দেখলেন তো Luke Wright এর পুরো বৃত্যান্ত দেয়া আছে। এভাবে আপনি যেকোনো খেলোয়াড়ের পুরো বৃত্যান্ত দেখে নিতে পারবেন।

1510.jpg

আপনি এই সফ্টের সাহায্যে সম্পূর্ন খেলার গ্রাফ দেখতে পারবেন।

168.jpg 175.jpg 185.jpg

এই সফ্টের আরেকটি অপশান আছে Send Match Status ।

193.jpg

এটি দ্বারা আপনি আপনার বন্ধুকে পুরো খেলার Status একটা মেসেজ আকারে পাঠাতে পারবেন তবে Sms Cost কিন্তু আপনার একাউন্ট থেকে কাটা হবে!

Recent Matches অপশানটির মাধ্যমে ইতিমধ্যে হয়ে যাওয়া খেলার ফলাফল জানা যাবে।

202.jpg

Schedule এর মাধ্যমে সামনে কোন দিন কার খেলা হবে তা জানা যাবে। এই অপশানটি সত্যিই কাজের!

2111.jpg

সবচেয়ে মজার কথা হল আপনি এত কিছু করবেন অথচ আপনার অতি অল্প পরিমান নেট ব্যবহৃত হবে!! ব্যবকার করেই বুঝতে পারবেন। হাতে প্রচুর সময় ছিল তাই একটু সময় লাগিয়ে, বড় করেই লিখলাম।

বিঃদ্রঃ সফ্টটি চালানোর সময় কোথাও কোনো রিলোড চাপার দরকার পড়ে না সব আপডেট অটো হবে। যেকোন কিছুতে ক্লিক করলেই নিচের ছবির মত একটা এড দিবে(আসলে ঐ মুহূর্তে নেট কাজ করছে) তা একটু বিরক্তকর বটে!

344.jpg

Real খেলা থেকে এই সফ্ট সবসময়ই প্রায় 2 বল পিছিয়ে(মূলত নেটের স্পিডের কারনে)।

সফ্টটি কাজে আসলে কমেন্ট দিবেন।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Very very nice faisal bai. Amar nokia 5800 excelent work korse. Thanks for this tune

ভাল একটা জিনিস। ধন্যবাদ

Level 0

চমৎকার। যদিও খেলা দেখা হয় না। তবু বন্ধুদেরকে এই সফট এর কথা বলব। থ্যাংকু।

how much time did you browse??? and what amount did it charge?

Level 0

faisal bhai darun hoise apnar tune ta

Level 0

faisal bhai apni ki apnar cell num ta diben amake

ai thikanay [email protected]

darun jinis…

Level 0

facebook e dorkar ekhoni

Level 0

thanks vai for ur nice tune.