দেশীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড এর রাজা ওয়ালটন বাজারে নিয়ে এসেছে তাদের নতুন মডেল এর কয়েকটি ফিচার ফোন। বর্তমানে বাজারে অনেক চাইনিজ ব্র্যান্ড এর ফিচার ফোন প্রচলিত আছে; তবে আমার মতে লং লাইফ, ভাল পারফরমেন্স এবং ভালো বিক্রয়ত্তর সেবা পাওয়ার জন্য কেবল ওয়ালটন'ই সেরা পছন্দ হতে পারে। দৈনন্দিন নিত্য প্রয়োজনে নিজের জন্য বা অন্য কারও জন্য আপনি কিছুদিন এর ভেতর যদি ফিচার ফোন কেনার কোন পরিকল্পনা করে থাকেন, তবে নতুন এই ফিচার ফোনগুলো চেকআউট করতে পারেন।
এই ফোনটিতে আছে জিপিআরএস ইন্টারনেট সুবিধা; যার মাধ্যমে আপনি অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট ঠিকভাবে ভিজিট করতে না পারলেও ফেসবুক এর ফ্রি ভারসনটি অনায়াসে ভিজিট করতে পারবেন। এই ফিচার ফোনটির দাম মাত্র ৯৮০ টাকা। এই ফিচার ফোনটিতে আপনি পাবেন ৩২০*২৪০ রেজিলেশন এর কিউভিজিএ প্রযুক্তির ২.৪" ইঞ্চি ডিসপ্লে। এতে পাবেন ১৮০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। ফোনটিতে আপ-টু ১৬ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে। এই দারুন ফিচার ফোনটি আপনি পাবেন কালো, লাল এবং নীল কালারের দারুন এক গ্লসি ফিনিস এর সাথে। ফোনটিতে আরো থাকছে ফ্ল্যাশ, ডিজিটাল রিয়ার ক্যামেরা, এফ এম রেডিও ইত্যাদি। একনজরে ফোনটি,
প্রাইভেসি প্রোটেকশন আর পাসওয়ার্ড কিপ্যাড লক ফিচার নিয়ে ওয়ালটন এর নতুন আরেকটি ফিচার ফোন হল Olvio ML14। বাজারে এই ফিচার ফোনটি পাওয়া যাবে মাত্র ১০০০ টাকায়। এই ফিচার ফোনটিতে আপনি পাবেন ৩২০*২৪০ রেজিলেশন এর কিউভিজিএ প্রযুক্তির ২.৪" ইঞ্চি ডিসপ্লে। ফোনটিতে আপ-টু ৩২ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে। থাকছে জিপিআরএস ইন্টারনেট সুবিধা; যার মাধ্যমে আপনি অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট ঠিকভাবে ভিজিট করতে না পারলেও ফেসবুক এর ফ্রি ভারসনটি অনায়াসে ভিজিট করতে পারবেন। ফোনটি বাজারে মিলবে ৪ টি কালারে। এতে দেয়া হয়েছে ১৪০০ এমএএইচ ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি। একনজরে ফোনটি,
যদি বলেন এই সবগুলোর মধ্যে ডিজাইন এর দিক দিয়ে কোনটি সেরা, তবে নতুন Olvio MH17 এই মডেলটি হতে পারে আপনার পছন্দএর তালিকায় সেরা। ডিজাইন এর দিক দিয়ে সেরা, পাশাপাশি এর ডিসপ্লে সাইজও অন্যগুলির থেকে কিছুটা বড়; এই ফিচার ফোনটিতে আপনি পাবেন ৩২০*২৪০ রেজিলেশন এর কিউভিজিএ প্রযুক্তির ২.৮" ইঞ্চি ডিসপ্লে। এই ফোনটিতেও থাকছে জিপিআরএস ইন্টারনেট সুবিধা; যার ফলে আপনি এখানেও অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট সঠিকভাবে ভিজিট করতে না পারলেও ফেসবুক এর ফ্রি ভারসনটি অনায়াসে ভিজিট করতে পারবেন। এই ফিচারফোনটির দাম পরবে ১০৯০ টাকা মাত্র। আরও থাকছে ১৫০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি। ফোনটিতে আপ-টু ৩২ জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে। সবুজ, নীল এবং কালো তিনটি রঙে এই ফিচার ফোনটি বাজারে পাওয়া যাবে। একনজরে ফোনটি,
এই ছিল ওয়ালটন এর নতুন কতোগুলো ফিচারফোন। ফিচারফোন গুলোর দামও কিন্তু বেশি নয় ; ১০০০ টাকার আসে পাশেই। তো এর ভেতর আপনি কোন ফিচার ফোনটি কিনবেন, সিদ্ধান্ত পুরোপুরি আপনার।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।