বতমানে বাংলাদেশে ৪জি মোবাইল এর অনেক চাহিদা রয়েছে
তবে যাদের বাজেট কম তাদের জন্য পছন্দের ফোন কেনা কঠিন হয়ে যাচ্ছে
তাই যাদের বাজেট ৫, ০০০ টাকার মধ্যে তারা ফোনটি দেখতে পারেন। ফোনটি দেখতে অনেক সুন্দর এবং দুটি সিমে ৪জি ব্যবহার করা যাবে।
কি থাকছে।
ডিসপ্লে
৪.৯৫ ইঞ্চি ডিসপ্লে, রেজুলেশন ৪৮০*৯৬০
ক্যামেরা
প্রইমারি ক্যামেরা ৫ এ্পি, সেকেন্ডারি ক্যামেরা ৫ এপি
এন্ড্রেড ভার্সন ৮.১ Oreo
Quad Core 1.4 GHz প্রসেসর
মেমরি ৩২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।
যাম ১ জিবি
রোম ৮জিবি
নেট
২জি, ৩জি, ৪জি
ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এর জন্য এখানে দেখতে পারেন Walton Primo EF8 4G
আমাদের ব্লগ থেকে আসার আমন্ত্রণ রইল।
আমি বিপ্লব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।