সবাই ফ্রিতে রিচার্জ চায়। তাই রকেট ইউজারা এখন ৫০ টাকা নিতে পারবেন ম্পূর্ন ফ্রিতে। আপনারা এখান থেকে মাসে ১০০০০ টাকাও ইনকাম করতে পারবেন। ত চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। যাদের রকেট নেই অন্য ব্যাংকের কার্ড আছে তারাও এ সুযোগএ রিচার্জ নিতে পার্বেন ফ্রিতে। যাদের বিস্বাস হচ্ছে না বা ভুয়া মনে করছেন তারা ডাচবাংলা কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নিতে পারেন।
এরজন্য আপনার যা যা থাকা লাগবে।
১) একটি অ্যান্ড্রয়েড ফোন
২) একটি ডাচবাংলা মোবাইল ব্যাংকিং রকেট একাউন্ট অথবা নেক্সাস কার্ড একাউন্ট বা অন্য কোন ব্যাংক একাউন্ট।
৩) যেই নামে রকেট একাউন্ট খোলা আছে সেই নাম টার সঠিক ইংরেজি, নাম ভুল হলে রিচার্জ পাওয়া যাবে না।
৪) রকেট একাউন্টে মিনিমাম ১ টাকা থাকা লাগবে, মানে যেটা মিনিমিাম২০ থাকে তার সাথে আরো ১ টাকা বেশি থাকা লাগবে। টাকা খরচ হবে না, বাট থাকা লাগবে।
ত চলুন কাজে লেগে পড়ি।
স্টেপ গুলো মোনযোগ সহকারে দেখবেন, মিসটেক হলে সমস্যা।
প্রথমে Nexus Play এপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।
এবার ওপেন করে একাউন্ট খোলা লাগবে।
এরপর এরকম আসবে, তখন স্লাইড করে বা স্কিপ Skip করে সরিয়ে দিন
রেজিস্টার Register এ ক্লিক করবেন। তখন Allow পারমিশন চাইলে Allow তে ক্লিক করে দিবেন।
এরপর একাউন্ট খোলার পেজ আসবে
এখানে আপনার মোবাইল নাম্বার দিন, এবং পছন্দমত পিন সিলেক্ট করুন। এটি আপনার এই অ্যাপস এর পিন।
এরপর
এখানে আপনার নাম দিন, নিজের নাই দিন, যে কোন একটি ইমেল নাম্বার দিন।
রেফারার ফোন নাম্বার নং REFERRER PHONE NO এ 01739319407 এটি দিন। এই নাম্বারটি না দিলে ৫০ টাকা পাবেন না। আর টাকা না পেলে রিচার্জও ত ফ্রিতে করতে পারবে না। অবশ্যই মনে করে REFERRER PHONE NO এ 01739319407 এটি দিবেন। কারন রেফারেলে জয়েন করার জন্যই মূলত আপনি ৫০ টাকা পাবেন। অশিক্ষিত মূর্খ অনেকেই ভাবতে পারেন এই নাম্বার দিলে হয়তো একাউন্ট হ্যাক হয়ে যাবে বা টাকা হাতিয়ে নেবে। তাদেরকে বলবো আগেই ভুল না বুঝে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে শুনে নিন। আপনাদের সহায়তার জন্য ডিবিবিএল এর হেল্পলাইন ফোন নাম্বারও +8809666716216 দিয়ে দিলাম। সন্দেহ হলে এখানে ফোন করে জেনে নিন।
তারপর NEXT এ ক্লিক করবেন।
এরপর অপনার নাম্বারের কোড আসবে। তখন কোডটি দিয়ে দিন।
এরপর এরকম একটি পেজ দেখতে পাবেন। তখন উপরের বামে ৩ টি দাগওয়ালা চিহ্নতে ক্লিক করুন
তারপর Add Card এ ক্লিক করুন।
এরপর রকেট ইউজার রা Rocket রকেটে ক্লিক করুন।
এবার যেই নামে রকেট একাউন্ট খুলেছিলেন মানে যেই যার আইডি কার্ড দিয়ে একাউন্ট খুলেছিলেন তার নাম। রকেট নাম্বার লাস্টের ডিজিট সহ ওবং PIN এ আপনার রকেট একাউন্টের পিন দিন দিয়ে সাবমিট করুন। অবষ্যউ আপনার একাউন্টে ২০ +১ টাকা থাকতেই হবে। এই ১ টাকা না হলে আপনি রকেট একাউন্ট এড করতে পারবেন না। এবার আপনার রকেট একাউন্ট থাকা সিমে একটা কোড যাবে সেটা দিবেন নিচের চিত্রর মত।
কোড দিয়ে GO তে ক্লিক করলেই আপনার রকেট এড হয়ে যাবে।
এবার ২-৩ বিজনেস ডে অর্থাত ২-৩ দিনের মধ্যেই আপনি আপনার এই অ্যাপস এ ৫০ টাকা পেয়ে যাবেন। আর তখন রিচার্জ করতে পারবেন।
আমি ইনকাম জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।