!!একটি জাভা সফ্টের সাহায্যে অতি অল্প নেট ব্যবহার করে মোবাইলেই দারুনভাবে Facebook ব্যবহার করুন!!

আজকাল অনেকেই m.facebook.com থেকে মোবাইলে Facebook চালাচ্ছে। কিন্তু এতে প্রচুর নেট খরচ হয় এবং Pc দিয়ে ব্যবহার করার মত শান্তি পাওয়া যায় না। কেমন হয় যদি এমন একটি সফ্ট পান যেটি দ্বারা আপনি খুবই কম নেট ব্যবহার করে দারুন ভাবে মোবাইলেই Facebook চালাতে পারেন??

আর দেরী না করে এখনই সে রকম একটি সফ্ট (Mobile Tribe) ডাউনলোড করে নিন। এবার সফ্টটাকে আপনার মোবাইলে পাঠিয়ে দিন। যেহেতু এটি একটি জাভা সফ্ট সেহেতু এটি নকিয়া সহ অন্যান্য সকল সেটে (Java enable) চালানো যাবে।

সফ্টটি ওপেন করে facebook সিলেক্ট করুন।

166.jpg

এবার Username এবং Password দিয়ে Login চাপুন।

248.jpg

এবার ইন্টারনেট এক্সেস চেলে আপনার এক্সেস পয়েন্ট সিলেক্ট করে দিন। সাথে সাথে Login হয়ে যাবে। এখন আপনি আপনার ইচ্ছামত facebook ব্যবহার করা শুরু করুন।

এই সফ্টটি দ্বারা আপনি আপনার Account এ আসা Message গুলো পড়তে পারবেন।

342.jpg 430.jpg 529.jpg

আপনার Friends দের ছবি সহকারে দেখে মেসেজ পাঠাতে পারবেন।

625.jpg 724.jpg 818.jpg

আপনার নিজের Profile Picture দেখে দেখে সিলেক্ট করতে পারবেন। আবার বন্ধুদের ছবিগুলোও দেখতে পারবেন।

916.jpg 1011.jpg 1116.jpg

ইত্যাদি ইত্যাদি সুবিধা পাবেন সফ্টটি দ্বারা তাও আবার অনেক কম ইন্টারনেট ব্যবহার করে!! Login করে, মেসেজগুলো পড়ে, কোনো পছন্দের বন্ধুকে মেসেজ পাঠিয়ে, Signout করতে আপনার এক টাকাও খরচ হবে না। বেশী গেলে 70 পয়সা খাবে আর কি!!

তাই আর দেরী না করে উপরে দেয়া লিংক এ ঢুকে আপনার ডিভাইস সিলেক্ট করে ডাউনলোড করুন এবং এখনি মোবাইলে ফেসবুক চালানো শুরু করুন। আর হ্যা, কমেন্ট দিতে ভুলবেন না যেন!!

আমাকে ফেসবুক এ এড করতে চাইলে অনুগ্রহ করে [email protected] লিখে সার্চ করুন।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরো লাইফসেভার একটা টিউন। আমার খুবই কাজে লাগবে। (তবে আগে নিজে ব্যবহার করে নিই) । অনেককককক ধন্যবাদ।

its mind blowing…………….thanks to FAISAL bai. Faisal is a tuner like……………………………owwwwww. thaks thanks.

একটা সম্ভাব্য সমস্যার কথা বলা হয় নি। আপনি যখন ইউজারনেম বসাতে যাবেন হয়ত সফ্টটি Exit হয়ে যেতে পারে তখন করনীয়ঃ

আপনি আপনার ইমেইল এড্রেসটি(Username) কোথাও(Create new msg,notepad,todo) লিখে তা কপি করে এবার সফ্টটা ওপেন করুন এবং Username এর বক্সে ক্লিক করে এবার Paste করুন। আর পাসওয়ার্ডটি একটু আস্তে আস্তে দিন। ব্যস দেখবেন এবার আর Exit হবে না। আমার সেট এ এই সমস্যা ছিল তাই আপনাদের বলে দিলাম যদি কাজে আসে!! সকলকে ধন্যবাদ।

এটার কাজ আেগ জানতাম না………ফয়সল ভাইেক ধন্যবাদ

Valo post, valoy holo. Amar moto mobile e user der jonno

ধন্যবাদ, ভালো টিউন

Level 0

thanksssssssssssssssssssssss

Link e click korle page pai na, new link or softwar name janan