সিম্ফনির ৮৫০ টাকায় ফিচার ফোন

আসসালামু আলাইকুম,

সিম্ফনি যে সব ফিচার ফোন সব ফোনের দাম প্রায় ৯০০ টাকা থেকে ১০০০ টাকার উপরে তবে এবার ৮৫০ টাকা ফোন নিয়ে এসেছে সিম্ফনি। আপনি চাইলে ৮৫০ টাকার ও কমে কিনতে পারবেন।

আজ সিম্ফনি বি ২৩ কনফিগারেশন দেখাব

তবে চলুন দেখে আসি নতুন সিম্ফনি বি ২৩ কি থাকছে।

ডিসপ্লে

২.৪ ইঞ্চি ডিসপ্লে,  রেজুলেশন  ১৪০*১৮৬ এবং QQVGA ডিসপ্লে

ক্যামেরা

প্রইমারি ক্যামেরা ০.০০৮ এ্পি, সেকেন্ডারি ক্যামেরা  নাই

মেমরি ৩২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।

যাম ৩২ এম বি

রোম ৩২ এম বি

ব্যাটারি

৮০০ এম্পিয়ার ব্যাটারি র‍য়েছে ফোন টিতে

নেট

GPRS

কালার

White + Red, Black, Blue, Red + Black

দাম  ৮, ৫০/- টাকা

 

নতুন মোবাইল ফোন বিষয়ক তথ্য যানার জন্য আমাদের ব্লগ থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল।

Level 3

আমি বিপ্লব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস