স্যামসাংয়ের জনপ্রিয় এন্ট্রি লেভেলের ফোন ছিল গ্যালাক্সি j1। এবার এই ভার্সনে নতুন ফোন এলো্। এটি ওয়াইড j1 Nxt। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি কম দামে পৃথিবীর বিভিন্ন দেশে পওয়া যাচ্ছে।
ফোনটিতে রয়েছে ৪.০ ইঞ্চির টিএফটি চাপাচিতিভ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮০০ পিক্সেল। এতে ১.২ গিগাহার্জের অক্টাকোর সিপিইউ এবং এক্সিনোস Spreadtrum SC9830 চিপসেট রয়েছে। ১ জিবি র্যামের J1 Nxt মডেলের ফোনটিতে ৮ জিবি স্টোরেজ বিল্টইন রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।
ছবির জন্য আছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ০.৩ মেগাপিক্সেলের।
ব্যাকআপের জন্য ফোনটিতে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। অ্যানড্রয়েড ৫.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত স্যামসাংয়ের এই ফোনটির মূল্য হাতের নাগালেই।
ফোনটির বাংলাদেশের মূল্য ৬, ৯৯০/= এর মতো।
ফোনটির সম্পূর্ণ Specifications এর জন্য ঘুরে আসুন. আরও নতুন মোবাইল ফোন এবং মোবাইল ফোন বিষয়ক তথ্য যানার জন্য আমাদের ব্লগ থেকে ঘুরে আসুন।
আমি মেজবাহ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।