৩০ পয়সা মিনিটে কথা বলুন যে কোন মোবাইল ও ল্যান্ডফোন নম্বরে

দেশে এখন মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৫ কোটিরও বেশি। তাই যোগাযোগের জন্য এখনও প্রধান মাধ্যম হল মোবাইল ফোন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশ অনুযায়ী গত ১৪ আগস্ট ২০১৮ থেকে মোবাইল ফোনের সর্বনিম্ন কলরেট প্রতি মিনিট ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৪৫ পয়সা করা হয়েছে। এর ফলে আমাদের মোবাইল ফোন ব্যবহারের খরচ বেড়ে গেছে। আগে আমরা এফ এন এফ ফিচার বা ব্যান্ডল প্যাকেজ ক্রয় করে কম খরচে কথা বলতে পারতাম। এখন আর সেই সুযোগ নেই। তবে আমরা যারা থ্রি-জি, ফোর-জি বা ওয়াইফাই সংযোগ ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করি যাদের পর্যাপ্ত ইন্টারনেট ডাটা আছে, তারা কিন্তু “ব্রিলিয়ান্ট ক্যানেক্ট” অ্যাপ ব্যবহার করে যে কোন লোকাল মোবাইল এবং ল্যান্ডফোনে প্রতি মিনিট ৩০ পয়সা মিনিটে কথা বলতে পারেন। যার পালস হল ১ সেকেন্ড। আর ব্রিলিয়ান্ট কানেক্ট থেকে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ এবং যে কোন ০৯৬ আই পি নম্বরে কল করুন একদম ফ্রি।

এবার আসা যাক আপনি কিভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট ব্যবহার করেন তা হলে গুগল প্লে-স্টোর থেকে “brilliant connect”  অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন। আর আপনি যদি আইফোন ব্যবহার করেন তা হলে অ্যাপেল স্টোর থেকে ঐ অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন। অথবা এই লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করুন। এবার প্রয়োজনীয় তথ্য এবং ভেরিফিকেশন কোড বসিয়ে আপনার অ্যাপটি একটিভ করুন। সঙ্গে সঙ্গে আপনি ০৯৬ সিরিজের একটা নম্বর পেয়ে যাবেন। সঙ্গে পাবেন ৩ টাকার ব্যালেন্স। এবার কিন্তু আপনি একটা ইউনিক ফোন নম্বর পেয়ে গেলেন। এই নম্বর থেকে পৃথিবীর যে কোন ফোন নম্বরে কল করতে পারবেন, তেমনিভাবে কল গ্রহণও করতে পারবেন। এই মুহূর্তে তাদের একটা অফার চলছে সেটা হলো লোকাল যে কোন মোবাইল নম্বর থেকে কল রিসিভ করলেই প্রতি মিনিটের জন্য আপনি ৩০ পয়সা বোনাস পাবেন।

আগেই বলে নিই আমি কিন্তু ব্রিলিয়ান্ট ক্যানেক্ট এর প্রতিনিধি বা পেইড রিভিউয়ার না। অনেকদিন হলো এই অ্যাপটি ব্যবহার করছি, ভাল লেগেছে তাই আপনদের সুবিধার জন্য এই লেখাটা তৈরি করেছি।

ব্রিলিয়ান্ট ক্যানেক্ট অ্যাপ এর ফিচারসমুহঃ

১। অ্যাপ টু অ্যাপ/মোবাইল/ল্যান্ডফোন কলিং ঃ

ব্রিলিয়ান্ট ক্যানেক্ট অ্যাপ এর মাধ্যমে আপনি যে কোন মোবাইল, ল্যান্ডফোনে কম খরচে কথা বলতে পারবেন। অ্যাপ টু অ্যাপ ভয়েস এবং ভিডিও কলে একদম ফ্রি কথা বলা যায়।

২। টেক্সট ম্যাসেজিং ঃ

অ্যাপ টু অ্যাপ ফ্রি মেসেস পাঠানো যায়। এ ছাড়া যে কোন মোবাইল নম্বরে খুব কম খরচে টেক্সট ম্যাসেস পাঠাতে পারবেন।

৩। ফটো এবং ভিডিও শেয়ারিং ঃ

আপনার ফোন এর গ্যালারি থেকে যে কোন ছবি এবং ভিডিও আপনি অন্যজনের নিকট শেয়ার করতে পারবেন।

৪। ভিডিও এবং ভয়েস ম্যাসেজ শেয়ারিং ঃ

রেকর্ডকৃত অডিও এবং ভিডিও ক্লিপস আপনার প্রিয়জনের নিকট শেয়ার করতে পারবেন।

৫। গ্রুপ চ্যাট ঃ

বন্ধু, পরিবার-পরিজন অথবা কর্পোরেট লেভেলে গ্রুপ তৈরি করে সবার মাঝে টেক্সট ম্যাসেস, ছবি, অডিও এবং ভিডিও ক্লিপস শেয়ার করতে পারবেন।

৬। লোকেশন শেয়ারিং ঃ

এই অপশনের মাধ্যমে আপনি আপনার বন্ধুর কাছে আপনার লোকেশন ম্যাপ শেয়ার করতে পারবেন।

৭। এনক্রিপশন এর মাধ্যম নিরাপত্তাঃ

এই অ্যাপ এর মাধ্যমে নিরাপত্তার সঙ্গে টেক্সট ম্যাসেস, লোকেশন ম্যাপ এবং ছবি শেয়ার করতে পারবেন। দুই জনের মধ্যে অডিও এবং ভিডিও ক্লিপস পাঠাতে পারবেন এবং গ্রহণ করতে পারবেন। এটার মাধ্যমে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়। সুতরাং অন্য কেউ এই যোগাযোগের মধ্যে প্রবেশ করে ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না।

কিভাবে ব্যালেন্স রিচার্জ করবেন?

ব্রিলিয়ান্ট ক্যানেক্ট অ্যাপ এর রিচার্জ পদ্ধতি একটু জটিল হলেও খুব কঠিন কিছু না। একবার মনোযোগ দিয়ে সিস্টেম টা বুঝতে পারলে পরবর্তীতে আর কোন সমস্যা হবে না। রিচার্জ করতে হলে আপনাকে সেটিংস ট্যাবে যেতে হবে। এর পর ইউজার ইনফো ট্যাবে গেলেই রিচার্জ করার অপশন গুলো পেয়ে যাবেন। আপনি বিকাশ, রকেট, ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, আই পে ইত্যাদির মাধ্যমে ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। রিচার্জকৃত ব্যালেন্স এর কোন মেয়াদ নেই, তাই আজীবন ব্যালেন্স ব্যবহার করতে পারবেন।

অনেকেই একটা কথা বলে থাকেন - এরা কি বৈধভাবে ব্যবসা করছে? পালিয়ে যাবে না তো? এর উত্তরে আমি বলেত পারি ব্রিলিয়ান্ট হলো টেলিযোগাযোগ সার্ভিস প্রদানকারী বড় একটা গ্রুপ অফ কোম্পানি। এদের লাইসেন্স আছে, সরকারি অনুমোদন আছে। এদের কোম্পানিগুলো হলো ইন্টারক্লাউড, নভোটেল, নভোকম, নভোনিক্স। সুতরাং বৈধতা নিয়ে কোন প্রশ্ন নেই। এদের সার্ভিসের মান ভাল। কথা খুব পরিষ্কার শোনা যায়। অতএব এবার আপনি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না।

Level 4

আমি আব্দুল্লাহ আল ফারুক। Digital Marketer, Self Employed, Bogura। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 23 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ট্রাই করে দেখব

সার্ভিসটি খুব ভালো, কিন্তু যে ভাবে ফোনের সব কিছুর এক্সেস নিয়ে নেয়া হয় তাতে সিকিউরিটি নিয়ে যথেষ্ট ভয়ের ব্যাপার।
বিষয় টি আমার কাছে মোটেও ভালো মনে হয় নাই। যেমন মিডিয়া/ফাইল/গ্যালারী/ স্টোরেজ এসব এর এক্সেস নেয়া দরকার ছিল না, এটি মোটেও ভালো উদেশ্য না।