শাওমি শিশুদের জন্য একটি নতুন স্মার্টওয়াচ ঘোষনা করেছে যা লক্ষ্য রাখবে 4G সংযোগ এবং নিরাপত্তা দেবে GPS এর মাধ্যমে। চায়না কোম্পানীটি বলেছে যে, গত বছরে মুক্তি পাওয়া মি বানি ওয়াচ ২সি এর চেয়ে উন্নত প্রযুক্তির জন্য নতুন মি বানি ওয়াচ ৩ । এর ওজন মাএ ৫০ গ্রাম (প্রায়) আরো রয়েছে একটি Amoled ডিসপ্লে ১.৪১ ইঞ্ঝি যার রেজুলেশন ৩২০ x ৩৬০ পিক্সেল। সাথে আছে ২.৫ ডি গোরিলা গ্লাস!
এই বানি ওয়াচ ৩ দিয়ে বাচ্চারা কল দিতে পারবে। আর এটি 4G সাপোর্ট করে বলে ভয়েস মেসেজ ও পাঠানো সম্ভব!এই ওয়াচটির রয়েছে ৩০ ডিগ্রী কোনে একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ফুল এইচডি ছবি ও ভিডিও ক্যাপচার করা সম্ভব। বাবা-মায়েরা দূর থেকে মোবাইল এর মাধ্যমে তাদের এই বানি ওয়াচ ৩ এর ক্যামেরা জিপিএস এর মাধ্যমে এয়াক্সেস করে নিরাপত্তা দিতে পারবে।
এই ওয়াচটি শরীরের সকল কার্যকলাপ সংগ্রহ করে। এতে এলারম ও গেম খেলার ব্যবস্থা ও রয়েছে। আরো রয়েসে একটি ভয়েস সহকারি যা সবসময় পাশে থাকবে। এর মাধ্যমে গান ও শোনা যায়।
এটির ব্যাটারি ক্ষমতার সাহায্যে ৩০ ঘন্টা বেচে থাকতে পারবে। ১১ ঘন্টা এর স্ট্যান্ড বাই সময় যা ১০ মিনিটের টপ-আপ এ সম্ভব।
মিঃ বানি ওয়াচ 3 এর আইপিএক্স 7 কম্পিটিবিলিটি রয়েছে! যাতে বৃষ্টি, ঘাম এবং এমনকি অগভীর পানিতে সাঁতার কাটাতে পারে। ডিভাইস ৪৩ মিমি প্রশস্ত এবং ১৫মিমি পাতলা।
এই আশ্চর্য প্রযুক্তিটির চায়নায় বর্তমান বিক্রয় মূল্য প্রায় ৯০ ডলার দেশি টাকায় প্রায় ৭৬০০/-।
আজ এই পর্যন্তই।
ফেসবুকে আমি ঃ শুভ
আমি সামিউল শুভ। President, https://www.ascorjo.com বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
সাফল্য শান্তিতে হয় না,কষ্টে হয় । আমি সেই কষ্টের পিছনেই ছুটি । মাঝে মাঝে ভালোবাসা গুলো টেক এন্ড গ্যাজেটস এর ওপরও হয়ে থাকে ।