পিসিতে এসএমএস/মেসেজ দেখুন

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

বহুত দিন ধরিয়া কাজ কর্ম লইয়া চরম ব্যস্ততায় আপনাদের সাথে যুক্ত থাকিতে পারিনাই। কিন্তু আজকে একটু সময় পাইয়া এবং আমার  মনে নতুন করিয়া লিখিবার জন্য ইচ্ছা জাগিল-

আমরা অনেকে পিসির সামনে সারাদিন বসিয়া থাকি,   এসএমএস/মেসেজ আসলে মোবাইল খানা খুলে দেখার সময় পাইলা। তাহা হইলে কি করা - USB দিয়ে কানেক্ট করে Mobile PC Suit Install করা, সেটিং করা আরো কত কি?

তাহলে উপায়? সহজে কিভাবে করা যায় এবার জানিবার একটু চেষ্টা করিব-

আশাকরি-

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার পড়ছেন আজকের হট টপিকস “পিসিতে এসএমএস/মেসেজ দেখুন”-

প্রথমে নিম্ন লিখিত URL এ প্রবেশ করুন এবং নিয়মিত স্ক্রিনসটের মত দেখতে পাইবেন-

CLICK HERE

এইবার আপনার মোবাইল খানা পকেট হইতে বাহির করিয়া টপাত করে Message বাহির করুন।

ডান সাইডে প্রদর্শিত তিনটি দশমিক প্রদর্শিত চিহ্নতে আঙ্গুলের আলতো ছোয়া দিন।

বেশকিছু প্রচলিত অপশন দেখিতে পাইবেন যা তেমন একটা খেয়াল করা হয় না। যাহার মধ্য থেকে বাছিয়া Message for Web লিখিত স্থানে একটু চিপুন। অতপর:

SCAN QR CODE প্রদর্শিত বাটনে চাপুন। তারপর সব ইতিহাস -

কম্পিউটারে প্রদর্শিত QR CODE টি মোবাইল ক্যামেরার মাধ্যমে স্ক্যান করুন। এর পর -

এইবার আপনি আপনার পিসিতে এই রকম দৃশ্য দেখিতে পাইবেন।

আপনি সফলভাবে কাজটি করিতে সক্ষম হইয়াছেন।

বিঃদ্রঃ আপনি একটি বিয়ষ খেয়াল রাখিবেন যে - আপনার নেট কানেকশনটি যাতে সর্বদা পিসি ও মোবাইলে চালু থাকে।

এইবার আজকে আমি আপনাদের মধ্য হইতে বিদায় লইব। কাজে আসিলে কিছু বইলেন -  আরকি?

Level 0

আমি Badal World। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস