কম্পিউটার কীবোর্ড এর ১০০টি কার্যকরী শর্টকাট

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

কম্পিউটার মাউস ব্যবহার করে ছোট-খাটো কাজ করা গেলেও বড় ধরনের সফটওয়্যারে কমান্ড দেয়ার জন্য কীবোর্ড শর্টকাট জানা অতি আবশ্যক। এতে সময় সাশ্রয় হয় ও দক্ষতা বৃদ্ধি পায়।

এছাড়া বাংলায় লেখার জন্য অভ্র বা বিজয় বাংলা কীবোর্ড ব্যবহার করার প্রয়োজন পড়ে। তখন শর্টকাট কমান্ড জানা থাকলে বেশ সুবিধা হয়।

আমাদের অ্যাপস ডাউনলোড লিংক 

F1 key (সাহায্য পাওয়ার জন্য)
F2 key (রিনেম বা পুনর্নাম নির্ধারন)
F3 key (সার্চ)
F4 key (ঠিকানা বা এড্রেস বার দেখা)
F4 key (সক্রিয় তালিকা থেকে আইটেমগুলো দেখা)
F5 key (রিফ্রেস/ বিদ্যমান উইন্ডো আপডেট করা)
F6 key (ডেস্কটপ বা বিদ্যমান উইন্ডোর আইটেমগুলোতে ঘুরাফিরা করা)
F10 key (সক্রিয় প্রোগ্রামের মেনু বার সক্রিয় করার জন্য)
CTRL+A (একই উন্ডোর সবকিছু একসাথে বাছাই বা সিলেক্ট করার জন্য)
CTRL+C (কপি করুন)
CTRL+X (কাট করুন)
CTRL+V (পেস্ট করুন)
CTRL+Z (আগের অবস্থায় ফিরে যান)
CTRL+SHIFT (শর্টকাট তৈরি করা)
CTRL+RIGHT ARROW (ইনসার্শন পয়েন্ট কে পরের শব্দে নেয়া)
CTRL+LEFT ARROW ((ইনসার্শন পয়েন্ট কে পূর্বের শব্দে নেয়া)
CTRL+DOWN ARROW (ইনসার্শন পয়েন্ট কে পরের অনুচ্ছেদে নেয়া)
CTRL+UP ARROW ((ইনসার্শন পয়েন্ট কে পূর্বের অনুচ্ছেদের প্রথমে নেয়া)
CTRL+TAB (বিদ্যমান ট্যাবগুলো নড়াচড়া করা)
CTRL+ESC (স্টার্ট মেনুতে ফিরে যাওয়া)
CTRL+SHIFT+TAB (ট্যাবগুলোতে ঘুরাফিরা করার জন্য)
CTRL+SHIFT with any of the arrow keys (টেক্সটকে হাইলাইট করা)
SHIFT+TAB (অপশনগুলোর পেছনে যাওয়া)
SHIFT with any of the arrow keys (একই উইন্ডোতে একসাথে অনেকগুলো আইটেমকে বাছাই বা সিলেক্ট করা)
SHIFT+DELETE (বাছাইকৃত উপাদানগুলো permanently মুছে ফেলা)
SHIFT+F10 (বাছাইকৃত আইটেমগুলোর জন্য শর্টকাট মেনু দেখা)
ALT+ENTER (বাছাইকৃত আইটেম এর প্রোপার্টিজ দেখা)
ALT+F4 (চলমান কোন প্রোগ্রাম বা বিদ্যমান উইন্ডো বন্ধ করা)
ALT+SPACEBAR (বিদ্যমান উইন্ডোর শর্টকাট ওপেন করা)
ALT+TAB (চলমান প্রোগ্রামগুলোতে মুভ করা)
ALT+ESC (চলমান প্রোগ্রামগুলোতে ঘুরাফিরা)
ALT+SPACEBAR (বিদ্যমান উইন্ডোর জন্য সিস্টেম মেনু)
ALT+Underlined letter in a menu name (সংশ্লিস্ট মেনু দেখা)
Dialog Box (কীবোর্ড শর্টকাট)
BACKSPACE (আগের মেনুতে ফিরে যাওয়া)
ESC (সম্প্রতিক কাজ শেষ করা)

তাই ডেভেলপার টীম WikiBdApps কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার নিয়ে এই অ্যাপটি ডেভেলপ করেছে। আমাদের অ্যাপস এর মাধ্যমে আপনার সকল রকম কম্পিউটার কীবোর্ড এর কার্যকরী শর্টকাট পাবেন।

ডাউনলোড লিংক

অন্তর্ভুক্ত বিষয়সমূহঃ
✓ বাংলা কি বোর্ড, ইংরেজি কী বোর্ড
✓ পিসি, কম্পিউটার কিবোর্ড শর্টকাট
✓ কম্পিউটার বাংলা টাইপ, টাইপিং শর্টকাট
✓ pc keyboard shortcut
✓ Bangla – English typing shortcut

Level 3

আমি কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস