প্রেম প্রতিটি মানুষের জীবনে এক স্বাভাবিক অংশ। তাই নানা যুগে রচিত হয়েছে সহস্র প্রেমের উপন্যাস। রাগ কিংবা অভিমান ভাঙ্গানোর জন্য আমরা ভালবাসার মানুষটিকে ভালোবাসার SMS পাঠিয়ে থাকি। তেমনি ছবিতে রোমান্টিক ভালবাসার ছোট গল্প পাঠিয়ে ভালবাসার মানুষটির আরও কাছে আসতে পারি।
মানুষ কেন বিপরীত লিঙ্গের কাউকে ভালবাসে? – প্রশ্নটির উত্তরে আমি এক শব্দে বলব উপযোগিতা বা ইউটিলিটি। প্রকৃতপক্ষে মানুষ কাউকে ভালবাসে শুধুই উপযোগিতা পাওয়ার জন্য। উপযোগিতাগুলো নানান ধরনের হতে পারে। তবে প্রথম ও প্রধান উপযোগিতা হল যৌনতা। একজন স্বাভাবিক যৌনাচারি মানুষ অবশ্যই তার বিপরীত লিঙ্গেরই প্রেমে পড়ে, সমলিঙ্গের নয়। অপরদিকে সমকামী পুরুষ বা নারী কিন্তু সমলিঙ্গের প্রতিই আকৃষ্ট হয়। এখান থেকে স্বচ্ছভাবেই বোঝা যায় যে, প্রেমের চূড়ান্ত গন্তব্য হল যৌনতা যা প্রেমের প্রধান উপযোগিতা।
আধুনিক মানুষ কেবলই যৌনাচারি নয়। তার বুদ্ধির তীক্ষ্ণতা ও সৃজনশীলতা তাকে অন্যান্য প্রাণী হতে পৃথক করেছে। নব্য প্রস্তর যুগ হতে সামাজিক মানুষ জীবনকে বিভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে জটিল থেকে জটিলতর করছে। এরই কারণে তাকে নিজস্ব অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যমে অস্তিত্বকে যথাসম্ভব রঙিন করে তোলার চেষ্টায় মত্ত থাকতে হয়। আর এ বিরামহীন পথচলায় তার প্রয়োজন হয় সঙ্গীর। তথাপি মানুষ সঙ্গী হিসেবে বেছে নেয় আত্নীয়-স্বজন, বন্ধুবরকে। কিন্তু, তার এমন একজন সঙ্গীর অভাবোধ থাকে যার মাধ্যমে সে চূড়ান্ত পারস্পারিক সহযোগিতা ও সহমর্মীতার আশ্বাস পাবে। যে মানুষটি সুখে-দুখে এবং প্রতিটি ঘটনাপ্রবাহে তার পাশে থাকবে স্বীয় ছায়ার মত।
মানুষের অবচেতন মন প্রতিটি মুহূর্তে এমন কাউকেই খুঁজে বেড়ায়। সঙ্গীর সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার ‘সিরিয়াস’ চিন্তা প্রথম দেখা দেয় কৈশোরে। তৃষিত মন খুব সহজেই তখন কাউকে খুঁজে নেয়। মন তখন খরতাপে ফেটে পড়া চৌচির মাঠ। একফোঁটা পানির ভীষণ আকাঙ্ক্ষা। আর সে সময়ই কেউ একজন তার জীবনে আষাঢ়ের বর্ষণ হয়ে অবিরাম জলধারায় তাকে সিক্ত করে দেয়। বেশিরভাগ সময়ই এ বয়সে যাকে সঙ্গী হিসেবে নির্বাচন করা হয়, দেখা যায় সেই নির্বাচিত ব্যক্তিটি তার সামাজিক ও ব্যক্তিগত অবস্থানের সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং অতুলনীয়। তবু মন তারই প্রতি নিবদ্ধ থাকে এবং তাকেই ভালবাসে।
কৈশোরের ভালবাসার একটি গতানুগতিক ও স্বাভাবিক পরিণতি হল বিচ্ছেদ। কারণ, বেশিরভাগ সময়ই অভিবাবকেরা অপরিণত সন্তানের নির্বাচনকে নির্বুদ্ধিতা হিসেবেই দেখে এবং সন্তানের দ্বারা তাদের নিজস্ব রুচিবোধ বাস্তবায়নের অন্তরায় হিসেবে বিবেচনা করে। সামাজিক ও অর্থনৈতিক অবস্থানহীন কিশোর/কিশোরী বিচ্ছেদে কেবল এক বুক যাতনাই ধারণ করে। কারণ, সঙ্গীকে স্বীকৃতি দানের মত কোন অবস্থান তার থাকে না যার উপর নির্ভর করে সে অভিভাবকদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে পারবে।
বিচ্ছেদের আরেকটি স্বাভাবিক কারণ হল অধিকতর উপযোগিতা প্রাপ্তি। পূর্বেই বলেছি, মন সর্বদা সর্বোচ্চ উপযোগিতা পেতে চায়। তাই বর্তমান সঙ্গীর চেয়ে অধিকতর উপযোগিতাসম্পন্ন সঙ্গী পেলে মন মোহাবিষ্ট হয় নতুনের প্রতি। প্রতিশ্রুতি ভেঙ্গে পড়ে পল্কা কাঁচের মত।
গল্প সম্পর্কিত বিষয়সমূহঃ
ভালবাসার গল্প, ভালবাসার গল্প - valobasar golpo bangla, রোমান্টিক ভালবাসার গল্প, বাংলা ভালবাসার গল্প, কষ্টের ভালবাসার গল্প, রোমান্টিক গল্প, বাংলা রোমান্টিক গল্প, রোমান্টিক প্রেমের গল্প, প্রেমের গল্প, প্রেমের গল্পের বই, মিষ্টি প্রেমের গল্প, ব্যর্থ প্রেমের গল্প, পরকীয়া প্রেমের গল্প, বিরহ প্রেমের গল্প, কাছে আসার গল্প, অদ্ভুত প্রেমের গল্প, মজার গল্প, দুষ্টু মিষ্টি প্রেমের গল্প, নতুন ভালোবাসার গল্প, valobasar golpo, premer golpo, valobashar romantic golpo, romantic premer golpo ইত্যাদি।
অ্যাপটির অনন্য বৈশিষ্ট্যঃ
☆ আকর্ষণীয় ডিজাইন
☆ নেভিগেশন সুবিধার জন্য Next ও Previous বাটন সুবিধা
☆ Matched Color theme
আমি শামসুল আরিফিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল লাগল আপনার এই এপসটি। সবার জীবনের সাথে মিল রেখে সব রকম ছবি আছে। আশা করি সবার ভাল লাগবে। এই রকম আরও কিছু এপস করুন।