e-Library by 5 JokeRs

e-Library নাহয় বানালাম ;
কিন্তু সেটার ব্যাপারে যদি মানুষ জানতেই না পারে বা ব্যবহার ই না করতে পারে, তাহলে এর পেছনে লাভ টা কি বলুন?

আমার একার পক্ষে সব দিক দেখা সম্ভব না, যদি না অন্য কেও নিজ অবস্থান থেকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন ;
না, আপনাকে জোর করে কিছু করতে বলতেসি না বা টাকা ধার ও চাইতেসি না  চাইতেসি আপনার ইচ্ছা আর সময় টুকু!

আমাদের e-Library এর Tagline টা হচ্ছেঃ "An Open e-Library for Everyone, powered by 5 JokeRs!"
এখানে আপনি ই সর্বেসর্বা (Both Upload & Download are in YOUR Hand )

আপনি Download করতেসেন ভালো কথা, তো এর পাশাপাশি নিজেও কিছু Upload করুন ;
আমরা বেশিরভাগ Mobile & PC User ই Broadband ব্যবহার করে থাকি (Wifi / Ethernet রুপে), তাই আমাদের ইচ্ছে থাকলে কাজ টা কিন্তু বেশ সহজ

আমি চাই আমরা নিজেরাই যে জিনিসগুলো আগে পড়েছি / এখন পড়ি / পরে পড়বো, সেগুলোই অন্যদের কাছে ছড়িয়ে দিতে ;
হোক না সেটা গল্পের বই / পড়ার বই / সাহিত্য / কমিক্স কিংবা নোট / এসাইমেন্ট বা জার্নাল!
অথবা এমন একটা App / Software চালাচ্ছেন যেটা অন্যদের কাছে দরকার

আপনি Student? সমস্যা নেই, স্যার / ম্যাডাম একটা নোট দিল, সেটা Upload করে দেন; কোথাও থেকে দরকারি একটা বই পেলেন সেটা Upload করে দেন।

আপনি Teacher? সমস্যা নেই, Student দের হাতে হাতে Sheet দেবার সাথে সাথে বা সরাসরি এখানে দিয়ে দিন না ; এতেকরে আপনার ক্লাসের সবার পাশাপাশি অন্য বাইরের অন্য কেউও কিছু শিখে নিতে পারবে
আপনি বাসায় ই থাকেন সারাদিন? সমস্যা নেই, নিজের ছেলে / মেয়ে / ভাই / বোন এর গুলোই নাহয় দিলেন এখানে

আপনার হাতে তো Hard / Printed Copy তবে এবার? সমস্যা নেই, আপনি যদি Smartphone User (Android / Windows / iOS) হয়ে থাকেন তবে এর সমাধান দিব আমরা ; যেন মোবাইল দিয়েই Scan করে সেটা জমা দিতে পারেন (হয়তো আপনার কষ্ট টা একটু বেশি হবে, বা সময় বেশি লাগবে ; তবে মনে শান্তি পাবেন)

সোজাকথা পেশা / বয়স / শিক্ষা নির্বিশেষে একটা লাইব্রেরী তে রাখার মত যা কিছু আছে সব ই দিতে পারবেন, এখানে একটা Platform পাচ্ছেন আপনারা নিজেদের অন্যদের সামনে তুলে ধরার জন্য ;
আপনার ব্যক্তিগত Google Drive এ Space হিসেবে পাচ্ছেন 15 GB ; আর আমাদের এখানে রাখলে, এই 15 GB এর পুরোটাই থাকছে Cluster Free ভাবে!

We provide Unmetered Google Drive Storage / Space!

অন্তত আর কিছু না হোক গর্ব করে এটুকু তো বলতে পারবেন যে, এই পদক্ষেপ এ আপনার ও একটা অংশ আছে আমাদের সাথে
Be a User / Contributor, Be a Superhero!

যাবার আগে, কিছু জিনিস তুলে ধরতে চাইঃ

e-Library তে বর্তমান বিভাগঃ

1. Homepage

  • Upload (Cloud Storage এ কিছু Upload করতে চাইলে)
  • About (আমাদের ব্যাপারে কিছু তথ্য)
  • Contact (যোগাযোগ এর ব্যবস্থা)

2. Resources

  • Academic (BSc / Honours / Degree etc লেভেল এর বই সমূহ)
  • Story (বাংলা এবং English গল্পের বই)
  • Literature (বাংলা ও English উপন্যাস)
  • Comics (বাংলা / English / Japanese কমিক সমূহ)
  • Programming (Software কিংবা Web Development শেখার জন্য দরকারি বই সমূহ)
  • Medical (নতুন ভর্তি হওয়া ছাত্র ছাত্রি কিংবা পুরনো দের রেফারেন্স এর জন্য জনপ্রিয় বই সমূহ)
  • Textbook (প্রথম শ্রেণী - ১০ম শ্রেণী এর সকল বই! এর ২০১৭ সংস্করণ)
  • Mathematics (গণিত এর বই সমূহ)
  • Notes (বিভিন্ন School / College / University / Course এর নোট সমূহ)
  • Unlisted (নির্দিষ্ট ক্যাটাগরি ছাড়া অন্যান্য)

3. Requested Files

  • PC Software (Computer এর বিভিন্ন প্রোগ্রাম বিনামুল্যে)
  • Android Apps (Mobile এর বিভিন্ন অ্যাপস বিনামুল্যে)

4. Extra's

  • Tutorials (Computer / Mobile এর একেক বাংলা Tutorial এবং Science Experiment)
  • PC Budget (Desktop Computer এর বিভিন্ন Parts এর বর্তমান বাজার মূল্য)
  • TukiTaki (Blog এ লেখা বিভিন্ন প্রবন্ধ)
  • Blood Donor Database (রক্তদাতা দের ডাটাবেস)
  • PC Troubleshoot (Computer এর বিভিন্ন সমস্যায় Helpline / Servicing)

e-Library এর Technical দিকঃ

> এই Post টা যতক্ষণে পড়বেন, ততক্ষনে Drive এ 70GB+ Data রাখা হয়েছে! (এবং তা বাড়তেসে)
> Site এ কোন প্রকার এর Ad / Popup রাখা হয় নি (টাকা আয় করার জন্য বানাই নি এটা)
> Download / Upload কোনটার ক্ষেত্রেই কোন প্রকার এর Account করার ঝামেলা নেই (Privacy নিয়ে সংশয় থাকছে না)
> Site এ এমন কোন Script / Bot ও রাখা হয় নি, যেটার কারনে আপনার ব্যবহৃত Device এর উপর চাপ পড়তে পারে (সম্পূর্ণ Lag Free থাকছে)
> e-Library টার Secured & Identity Verified (https এবং Google Internet Authority G2 এর সার্টিফিকেট সম্বলিত)
> Main URL হিসেবে থাকছে Google Site এবং Redirect URL হিসেবে থাকছে আমার কেনা Domain

এ সংক্রান্ত যোগাযোগঃ
Facebook : Rezaul KarimRabbi
Mobile : +8801771023368
Email : [email protected]

 e-Library এর Main URL / Redirect URL / Upload URL

Level 0

আমি রেজাউল করিম রাব্বি। Founder, 5 JokeRs, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস