আজকে দুটি সারভিস নিয়ে আলোচনা করবো, তাই সময় থাকলে সম্পূর্ন টা পড়বেন।
আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এটা ঠিক কেমন করে সম্ভব। এমন একটা সারভিস যার ম্যাধ্যমে আপনি যে কোন নাম্বার ব্যবহার করে কল দিতে পারবেন। ধরুন আপনি আপনার বান্ধবির বা বন্ধুর সাথে মজা করার জন্য আপনার স্যারের নাম্বার ব্যবহার করে কল দিতে দিলেন, এটাই মূলত এই সারভিস এর কাজ। এবং অন্যটি হলো কল লিস্ট, কল লিস্ট নিয়ে নিচে আলোচনা করবো আগে এটি দেখে নি। চলুন
এটি ব্যবহার করতে চান তাহলে এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকা লাগবে অথবা কম্পিউটার।
প্রথমে এখান থেকে এই অ্যাপস টি ডাউনলোড করুন
1: Mobile Dialer (Android)
2: PC Dailer (Computer or Laptop)
ডাউনলোড শেষে এর পর এটি ইনেষ্টল করুন, এরপর সফটওয়ার টা ওপেন করুন তখন নিচের চিত্রের মত দেখতে পাবেন
এখানে অপারেটর কোড বসাবেন। আমাদের অপারেটর কোড হলো: 28144, বুঝতে না পারলে নিচের মত করে বসান
এরপর এরকম শো করবে
USER NAME : আপনার ইউজারনেম অর্থাত আপনি যে নাম্বার বানাবেন
Password : এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে
Caller ID : এটা ফাকা থাকবে, কারন এটি অটোমেটিক পূরন হয়ে যাবে।
কিভাবে একাউন্ট পাবেন তা জানতে একদম শেষের নিচের অংশগুলো আরো পড়ুন
তার আগে কিভাবে কল করতে হয় দেখুন
এখন নাম্বার ডায়াল করুন যেমন আমি আমার নাম্বারে ডায়াল করলাম দেখুন
চলুন দেখি কল আসে কিনা
দেখুন ঠিকই কল আসছে। দেখলেনই ত কিভাবে ইচ্ছামত নাম্বার বানিয়ে কল দেওয়া যায়।
এখন এ সারভিসে একাউন্ট পেতে হলে আপনাকে রেজিস্টেশন করতে হবে, এবং রেজিস্টেশন খরচ ৫১৫ টাকা।
রেজিস্টেশন করতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে পাঠান আমাদের পেজে : Cyber Help Line BD
যারা এখনো বিস্বাস করছেন না ভাবছেন ভুয়া তারা চাইলে ভিডিও টি দেখতে পারেন
কল রেট প্রতি মিনিট মাত্র ১.৬৫ টাকা।
এবার আসি কল লিস্ট প্রসংগে,
আমরা অনেকেই আমাদের বউ, ছেলে মেয়ে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দের কে অবিস্বাস করি, এরকম অবিস্বাস ঝেড়ে ফেলুন, কারন এতে স্পর্কের প্রচুর ক্ষতি হয়। অনেকেই চায় তার গার্লফ্রেন্ড অন্য রিলেশন করে কিনা বা চিট করছে কিনা তা দেখতে, কিন্তু অন্যের কল লিস্ট দেখার কোন সিস্টেম না থাকার কারনে তারা মনে মনে অশান্তি চেপে রাখে, কারন প্রমান করতে পারে না, আবার বিস্বাস করতেও পারে না। এসব নিয়ে টেনশন করেন অনেকে, তাদের উদ্যেশ্যে বলবো, কল লিস্ট চেক করুন আমাদের মাধ্যমে। অাসলেই কি অাপনার GF or BF অাপনাকে ভালোবাসে? নাকি অারো মেয়ে ছেলের সাথেও ফোনে কথা বলে। অাপনার জনা উচিত, কারন অন্ধভাবে ভালোবাসা উচিত নয়। যাচাই করে ভালোবাসুন। কল লিস্ট বার করে চেক করুন। আমরা চাই আপনি সুস্থ থাকুন, কারন আজকাল প্রচুর প্রেম প্রতারনা দেখা যায়, বহু মেয়ে একাধিক রিলেশন করে ছেলেদের প্রতারনা করে। তাই সময় থাকতে সচেন হোন।
যদি কল লিস্ট বের করতে চান তাহলে যোগাযোগ করুন
**যে কোন নাম্বারের কল লিস্ট বের করা হয়। **
প্রতারনার হাতে পড়া আগে মাত্র ২৩০০ টাকা খরচ করে কল লিস্ট যাচাই করা অনেক ভালো, কি বলেন আপনারা? হয় ত কল লিস্ট চেক করে সত্তিটা জেনে আপনিও প্রেম প্রতারনা ছ্যাক খাওয়া বা ক্ষতির হাত থেকে বেচে যেতে পারেন।
এছাড়াও প্রশ্ন উত্তর থাকলে ফেসবুকে মেসেজ দিন আমাদের পেজ : https://www.facebook.com/cyber.helpline.bd.page অথবা https://www.facebook.com/cyber.helpline.bd.page/posts/185556475382679 অাপনার প্রশ্ন জানান। অার অাপনার প্রতারনার গল্প গুলো শেয়ার করুন। যেন অাপনার মত করে অন্য কেউ প্রতারিত না হয়।
দরকার হলে ফেসবুকে মেসেজ করুন অথবা ইমেল করুন। কথা বলতে চাইলে ফেসবুকে নক করে বলুন।
ইমেল এড্রেস : [email protected]
অতিরিক্ত যোগাযোগ অাইডি: ID
যারা ২৩০০টাকা খরচ কল লিস্ট বের করতে পারবেন না, তাদেরকে বলবো, ঠিক আছে আপনার কল লিস্ট বের করার দরকার নেই। তবে সচেতন থাকুন, নিরাপদ থাকুন, কখনই নিজের প্রতি আপসেট হবেন না। প্রতারনার স্বিকার হলে আত্নহত্যার পথ বেছে নিবেন না বরং নিজে স্বাবলম্বী হয়ে দেখিয়ে দিবেন যে You Are a Hero এবং প্রতারনা হলে তার বিরুদ্ধে রুখে দাড়াবেন। আপনি যখন নামকরা একজন সফল বেক্তি হবেন তখন প্রতারনাকারী একসময় মনে মনে চরম শিক্ষা পাবে।
বাবা মায়েরাও তাদের সন্তানের কল লিস্ট চেক করে দেখুন অাপনার ছেলে মেয়ে অনৈতিক সম্পর্ক তৈরি করছে কিনা। কারন অনেক মেয়ে অাছে যারা প্লে বয়দের কাছে নিজের ভার্জিনিটি বিষর্জন দিচ্ছে। কল লিস্ট যাচাই করলেই বোঝা যায় বয়ফ্রেন্ড কতজন মেয়ের সাথে কথা বলছে। অাবার ছেলেরাও তাদের GF দের কে বিস্বাস করে বিপদে পড়ছে, কারন অনেক মেয়েই অাছে লুকিয়ে একাধিক প্রেম করে ফিজিক্যাল রিলেশন করে অাবার পরোক্রিয়া করে। তাই অাপনার কল লিস্ট জাচাই করা উচিত। এতে প্রতারনার হাত থেকে বেচে যেতে পারেন। সবসময় ফেসবুক এবং রং নাম্বার রিলেশন এডিয়ে চলুন, কারন ফেসবুকে প্রতিদিন হাজারো প্রেমের প্রতারনা হয়। সতর্ক থাকুন। অপরিচিত কোন মানুসের সাতে সম্পর্ক গড়ে ওঠার আগে তার সম্পর্কে খোঁজ নিন, তার জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ দেখে নাম পরিচয় জেনে নিন কারন আজকাল কিছু শ্রেনীর মেয়েরা /ছেলেরা বিবাহিত থাকা সত্তে ফেসবুকে বিভিন্ন রুপসী নাম দিয়ে পরিচয় লুকিয়ে টাইম পাস করার জন্য প্রেম করে টাকা পয়সা আত্নসাত করে। তাই তাদের পরিচয় সম্পর্কে অবগত হন।
সময় নিয়ে পড়া জন্য ধন্যবাদ। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
আর হ্যা সিম কেনার সময় সচেতন থাকুন, কারন অনেক অসাধু সিম বিক্রেতা আছে যারা দুইবার আঙ্গালের ছাপ নিয়ে আপনার নাম দিয়ে অন্য আরে একটি সিম বায়োমেট্রিক রেজিস্টেশন করে ফেলে। এবং বিভিন্ন জংগি, সন্ত্রাসীদের কাছে চড়াদামে বিক্রি করে। তাই সচেতন থাকুন। আপনার নামে কয়টি সিম রেজিস্টেশন করা তা জানতে *16001# ডায়াল করে দেখুন। যদি দেখেন অপরিচিত নাম্বার তখন সেটি গিয়ে রিপ্লেস করে ফেলুন।
হ্যা আজকের মত এখানেই বিদায়।
আমি সাইবার হেল্প লাইন বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।