নমষ্কার বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো ৷ আমিও ভালো আছি ৷
আজকের এই টিউনটা সমস্ত ফেসবুক ইউজারদের জন্যে, যারা সেল্ফি নিতে আর ছবি এডিট করতে ভালেবাসে ৷
আমরা অ্যান্ড্রয়েট ফোন দিয় বেশি কি করি.?
একটা জিনিস কিন্তু আজকাল কনেক বেশি হয়ে গেছে!
সেটা হল সেল্ফি নেয়া আর ছবি তোলা ৷ এর জন্যই আমাদের বন্ধুরা আমাদের কাছে ভালো ক্যামেরার মোবাইলটা খোঁজ করে, যাতে সে একটা ভালো সেল্ফি নিতে পারে ৷
তো সেল্ফি, ছবি, ফটো যাই বলো সব কিছু কিন্তু আজ অনেক ইমপরটেন্ট হয়ে গেছে ৷
আর এটা ইমপরটেন্ট হবার কারন আমরা facebook, whatapp -এ ছবি আপলোড করি ৷ আর নিজেকে ভালো দেখাবার জন্য অনেক কষ্ট করে ছবি টাকে এডিট করি ৷
আমার কথা হল এতো কষ্ট করে এডিট করার কি আছে, যখন এই অ্যাপ গুলো আমাদের মনের ভাষা বুঝে নেয় ৷
অ্যাপের বিস্তারিতো জানতে এখানে ক্লিক করো ৷
100% guaranty দিতে পারি একবার ইনস্টল করলে আর ডিলিট করতে চাইবে না ৷
আমি রিভ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
I am a ITI student, from India. But I mostly like Technical knowledge. And I want to share this knowledge with my all friends. Thank you.