টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

আপনার অ্যান্ড্রয়েড ফোন কে ভাইরাস মুক্ত রাখার ৫ টি টিপস

আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন টিকে প্রতিদিন অনেক কাজে ব্যবহার করে থাকি।
এক কথায় বলা যায় আমাদের অ্যান্ড্রয়েড ফোন টি হচ্ছে ডিজিটাল পারসোনাল অ্যাসিস্টেন্ট।
আপনার ফোন টি তে রয়েছে পারসোনাল তথ্য। এসব তথ্য যদি কোন কারনে হ্যাক কিংবা নষ্ট হয়ে
ভেবে দেখেছেন কি হবে আপনার। এজন্য আপনার প্রয়োজন আপনার প্রিয় ফোন টিকে সুরক্ষিত রাখা।
অ্যান্ড্রয়েড ফোনে সবছেয়ে বেশি ভাইরাস ঢুকে ওপেন সোর্স কিছু অ্যাপ দ্বারা। আমরা প্রতি নিয়ত এরকম ভুল কাজ করে থাকি
গুগল প্লে ছাড়া ভিবিন্ন ওয়েবসাইট থেকে অ্যাপ্স ডাউনলোড করি, আর এ সকল অ্যাপ্স ভাইরাস থাকে সবছেয়ে বেশি।
তা ছাড়াও আমরা অনেক সময় শেয়ারইট এর মাধ্যমে ভিবিন্ন অ্যাপ্স ট্রান্সফার করি, আর এই সকল অ্যাপ্স ও অনেক
ভাইরাস থাকে। চলুন জেনে নেই কিছু অ্যান্ড্রয়েড টিপস

৫ টি টিপস জেনে নিন আপনার ফোন কে রাখুন ভাইরাস মুক্তঃ

১. অজানা অ্যাপ্স বা আপনার প্রয়োজন নেই এমন অ্যাপস ইন্সটল করবেন নাঃ

অপরিচিত মানুষের খাবার খাওয়া যেমন আপনার বিপদ ডেকে আনতে পারে, তেমনি আপরিচিত অ্যাপস ব্যবহার করলে
আপনার ফোন টি ভাইরাস আক্রান্ত হতে পারে। হ্যাকার রা মেসেঞ্জারের মাধ্যমে ভিবিন্ন ধরনের অ্যাপস পাঠাতে পারে আপনাকে
আর এই ফাদে আপনি পা দিলে আপনি আপনার সব হারাবেন। অর্থাৎ এ থেকে সতর্ক হোন।

২. গুগল প্লে স্টোর বা আপনার ফোনের অপারেটিং সিস্টেম এর অফিসিয়াল সাইট থেকে অ্যাপ্স ডাউনলোড করুনঃ

প্রায় সব ধরনের অ্যাপ্স ই গুগল প্লে স্টোরে পাওয়া যায় যা আপনার প্রত্যাহিক জিবনে কাজে লাগে। গুগল প্লে স্টোর এমন
একটি যায়গা যেখানে কোন প্রকার ক্ষতিকারক অ্যাপ্স নাই এবং এ থেকে অ্যাপ্স ডাউনলোড করলে আপনার ফোন কখন ও
হ্যাং করবে না। তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই গুগল প্লে অথবা আপনার অপারেটিং সিস্টেম এর
সাইট থেকে অ্যাপ্স ডাউনলোড করুন।

৩. Install from unknown sources- অফ রাখুনঃ

Install frome unknown sources এইটার মানে হল আপনি যে কোন স্থান থেকে অ্যাপ্স ইন্সটল
করতে পারবেন এবং ভেরিফাই অ্যাপ্স নামক একটা অপশন আছে এটাতে ঠিক চিহ্ন দিয়ে রাখুন। যার ফলে আপনি যদি
কোন অ্যাপ্স ইন্সটল করতে যান তখন আপনার ডিভাইস অ্যাপ্স সম্পরকে নিসচিত হয়ে অ্যাপ্স ইন্সটল করবে।

৪. অ্যাপস ইন্সটল করার আগে অ্যাপস এর permission গুলো ভালভাবে পড়ে নিনঃ

পারমিশন গুলা পড়লেই আপনি বুঝতে পারবেন আপনি যে কাজের জন্য অ্যাপস টি ইন্সটল করতে যাচ্ছে আসলে অ্যাপস টি এই
কাজের কি না। contact information, account information এরকম থাকলে অবশ্যই
ইন্সটল করবেন না. কারন এই সব অ্যাপস আপনার ফোনের সকল তথ্য চুরি হতে পারে।

৫. Antivirus ব্যবহার করতে পারেনঃ

আমরা অনেকেই ফোনের সুরক্ষার জন্য এন্টিভাইরাস ব্যবহার করে থাকি তবে সবছেয়ে ভাল হবে আপনি গুগল প্লে থেকে
ডাউনলোড দিন। কারন গুগল এ কোন ক্ষতিকারক অ্যাপস থাকে না।

ধন্যবাদ। যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।

top bangla outsourcing blog

Level 0

আমি হুমায়ুন কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস