আপনার সেটকে অন্যের হাত থেকে বাচাতে সুরক্ষা দিন সম্পূর্ণ আলাদাভাবে ! (S60 V3, V5)

প্রায় সবাই চায় যাতে অন্যরা তাদের প্রিয় হ্যান্ডসেটটি (Symbian S60 3rd ও 5th Edition) ব্যবহার করতে না পারে। এজন্য আমরা সবাই বিভিন্ন প্রকার Anti - Theif , FingerPrint অথবা পাসওয়ার্ড দিই। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে সিকিউরিটি সফট্ওয়ারটির সমন্ধে বলব, সেটি একদম আলাদা ! সফট্ওয়ারটির নাম MazeLock । এটি দিয়ে লক করতে হলে আপনাকে নির্দিষ্ট একটি জায়গায় কয়েকটি লাইন আকঁতে হবে। কি? কৌতুহল কৌতুহল লাগছে, তাই না?  অনেকেই হয়ত এটি সমন্ধে আগেথেকেই জানেন। কারণ এটি Ovi থেকে পাওয়া যায়।

MazeLock কি?

MazeLock একটি সম্পূর্ণ আলাদা ধরণের সিকিউরিটি সফট্ওয়ার যা আপনার টাচ ফোনের (S60V3) লকিং সিস্টেমকে ভিন্ন রকমের রূপ দেয়। S60 V3 এর সমন্ধে বলতে পারছি না। কারণ এই ভার্সনের বর্তমানে আমার কাছে কোন সেট নেই। ওদের মেইন ওয়েবসাইটে S60 V3 এর জন্যও ডাউনলোড লিংক দেওয়া আছে। তাই S60 V3 এর জন্যও সেয়ার করলাম। এটি সম্পূর্ণ একটি ফ্রি সফট্ওয়ার। 2010-11-12 তারিখে রিলিজ পেয়েছে। এর বর্তমান ভার্সন 1.00।

আপনার সেটের মডেল অনুযায়ী ডাউনলোড করুন_

ডাউনলোড করার জন্য আপনার সেটের মডেলটিতে ক্লিক করুন।

কিভাবে ব্যবহার করবেন?

এটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে সফট্ওয়ারটি ডাউনলোড করার পর আপনার সেটে ইন্সটল করুন। তারপর সফট্ওয়ারটি চালু করুন। চালু করার সাথে সাথে একটি ওয়েলকাম স্কিন আসবে। এবং সেখানে সফট্ওয়ারটির ডিফল্ট লক প্যাটন (নকশা) দেখতে পাবেন। নিচের মত-

তারপর সফট্ওয়ারটির অপশনগুলি প্রদর্শন করবে-

এখানে আপনি আপনার পছন্দমত সেটিং করে নিন। আর ডিফল্ট লক প্যাটেনটাকে পরিবর্তন করতে চাইলে Options এ ক্লিক করুন। তারপর Change Unlock Pattern এ ক্লিক করুন।

এরপর নিচের মত একটি উইনডো আসবে এবং তাতে প্রথমে আপনাকে ডিফল্ট লক প্যাটেনটা আকঁতে বলবে-- নিচের মত করে আকুন।

এবার আপনাকে নতুন প্যাটেন আকঁতে বলবে। ইচ্ছামত প্যাটেন আকুঁন। দেখবেন, আবার প্যাটেন দিয়ে যেন মনে না হারায়।

যেমন আমি একেছি--

আবারও ওই প্যাটেনটা একে কনফার্ম করুন।

এবার যখন আপনার সেটটি অটোলক হবে বা যখন Lock বাটনটি টিপে লক করবেন। তখন সেটটিকে আনলক করার জন্য আপনার কাছ থেকে প্যাটেনটি চাওয়া হবে। ব্যাস এবার আপনার দেওয়া প্যাটেনটি দিয়ে আনলক করুন।

কি ? কেমন লাগল?? কমেন্ট করে জানাবেন।

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে "আমার টিউনার পাতা" তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে "আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৈছে যাবে আপনার ই-মেইল-এ।

ফেসবুকে আমার বন্ধু হতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আনেক ভাল লাগলো ।ধন্যবাদ বস

না ভাইয়া k.s.a থাকি।

Nokia C3-তে কি এটা কাজ করবে?

ভাই লক ভূলে গেলে কি করবো??????

    ami install korar por default unlock patern ta active korta parini. jar fole amar set lock korar por r khulta parsilam na. tarpor seter battery khula abar restart dilam. tarpor unlock kora uninstall kora diasi. Apnar somossa hole aita kora dakhta paren.

    পাসওয়ার্ড ভূলে গেলে যা যা করেন। ঠিক এইটাও একই রকম।

GREAT

সুন্দর। আমার একটি প্রশ্ন। আমি কম্পিউটার থেকে ovi থেকে ডাউনলোড করতে চাই??এটা কি সম্ভব? সাধারনত পিসি থেকে ঢুকলে ওরা লিংকটা মোবাইলে পাঠিয়ে দেয়। খুব জরুরি হেল্প দরকার।

    কম্পিউটার থেকে আপনি Ovi থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করতে গেলে আপনার মোবাইল নম্বর চাইলে মোবাইল নম্বর কান্ট্রি কোড সহ দিয়ে দিলেই আপনার মোবাইলে Ovi থেকে লিঙ্ক পাঠিয়ে দিবে। কোন সমস্যা হলে জানাবেন।

    হুম আপনি কম্পিউটার দিয়েই Ovi থেকে ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে শুধু একটা লিংক পরিবর্তন করতে হবে।
    ১। প্রথমে http://store.ovi.com/ ঢুকে আপনার একাউন্টে লগিন করুন।
    ২। তারপর আপনার পছন্দমত একটা অ্যাপ্লিকেশনের ছবিতে রাইট বাটন ক্লিক করে “Copy Link Location” এ ক্লিক করুন।
    ৩। এরপর নতুন একটা ট্যাব নিয়ে পেষ্ট করুন। লিংকটা ঠিক এইরকম হবে http://store.ovi.com/content/20975?clickSource=homepage
    ৪। এরপর সেখান থেকে ?clickSource=homepage কেটে দিন।
    ৫। তারপর লিংকটাকে http://store.ovi.com/content/20975/Download বানান।
    ৬। ব্যাস এবার ইন্টার দিলেই ডাউনলোড করা শুরু হয়ে যাবে।
    ৭। তবে ক্ছিু কিছু অ্যাপ্লিকেশন কম্পিউটার থেকে ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করতে পারবেন। সেইগুলা মোবাইল থেকেই ডাউনলোড করতে হবে।

বরাবরের মত অসাধারন।

নিয়মিত কমেন্ট করতে পারিনা তোমার টিউনে তাই দুঃখ প্রকাশ করছি,
আর আজকের টিউনটাও সুন্দর হইছে,ধন্যবাদ।

    হুম। আমিও আপনাকে খুব মিস করি।
    এখন মনেহয় কাজে খুবই ব্যস্ত থাকেন।
    ধন্যবাদ।

    আপনাকে আসলেই মিস করতেছি। ভালো থাকবেন।

আহারে! সাইফুল ভাই, আপনি একটার পর একটা টিউন করেন আর আমার দুঃখটা বাড়িয়ে দেন। আমার হাতে কখন যে একটা ই-সিরিজের সেট আসবে? তবুও ধন্যবাদ দেই। যদি ভবিষ্যতে আসে তখন তো কাজে লাগবে। 🙁

Level 0

আমার nokia n70- তে কি এটা কাজ করবে?

Level 2

I don.t have language for express
Thanks and go ahead

TO GOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOD