বন্ধরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। বন্ধরা বরাবর এর মতো আজকে ও হাজির হোলাম নতুন একটি সুপার ডুপার অ্যান্ড্রয়েড অ্যাপস এর ব্যবহার শেখানোর জন্য। আজকের অ্যান্ড্রয়েড অ্যাপসটি আমরা যারা YouTube পাগল তাদের জন্য। আমরা যারা YouTube এর গান শুনতে থাকি তারা অনেক বড় একটা সমস্যা ফেস করি, সেটা হলো যে YouTube এ কিছু দেখলে সেথান থেকে বের হতে গেলে পুরা YouTube কে বন্ধ করে তারপর বের হতে হয়। কিন্তু কথা দিলাম আজকে থেকে আর বের হলে ও YouTube এর গান, ভিডিও দেথতে পারবেন একেবারে MX Player যে ভাবে ব্যবহার করেন সেই ভাবে। আপনার মোবাইল ব্যবহার করাকে আরো সহজ এবং সুন্দর করে দিবে। YouTube এর ভিডিও অন করে যদি আপনি আপনার মোবাইল অফ করে দেন তা তে ও কোনো সমস্যা হবেনা, গান শুনতে পারবেন অবিরাম, হেড ফোন কানে নিয়ে ঘুমি পড়লে ও সমস্যা নাই, Volume বাড়ানো, গান টেনে শোনা সব কিছু করতে পারবেন। নিচে আমি অ্যাপসটি নাম এবং ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
অ্যাপসটির নাম : NewPipe
অ্যাপসটি কিভাবে ব্যবহার করবে দেখতে : এখানে ক্লিক করুন
অ্যাপসটির ডাউনলোড লিংক : https://newpipe.en.uptodown.com/android
*** বন্ধরা আমার ছোট একটি YouTube চ্যানেল আছে, যেখানে আমি অ্যান্ড্রয়েড মোবাইল এর সুপার সুপার টিপস এন্ড ট্রিকস শেয়ার করে থাকি, এছারা ও অ্যান্ড্রয়েড মোবাইল এর সুন্দর সুন্দর অ্যাপস এর রিভিউ দিয়ে থাকি, যে গুলো দেখলে আপনাদের ১০০% ভালো লাগবে। চ্যানেলটির লিংকটি নিচে দিয়ে দিলাম, কারো যদি ভালো লাগে দেখে আসতে পারেন এবং অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে কোন হিডেন কিছু জানতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সাহাজ্য করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন।
চ্যানেলটির লিংক : Tech Bangla Exclusive
আমি তানভীর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।