আইফোন সমগ্র [পর্ব -২] কিভাবে আপনার আইফোনটির Jailbreak করবেন

আইফোন সমগ্র

এর আগের পর্বের টিউনটিতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম Jailbreak ও iPhone সমন্ধে। আমি আগেই বলেছি যে  Jailbreak করা এবং iPhone কে আনলক করা দুটিই আপনার আইফোনটির ওয়ারেন্টির নিয়মের বর্হিভূত। শুধুমাত্র “হংকং” বাদ দিয়ে যেখানে আইফোনগুলি কেনা থেকেই আনলক করাই থাকে।

আরেকটি সুখবর হল Jailbreak কিন্তু এককালীন নয় আপনি যখনি চাইবেন তখনি আপনার আইফোনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। তবে এর জন্য আপনাকে আইফোনটির ফ্রেমওয়ার ভার্সনটিকে রিস্টোর করতে হবে। এর জন্য Jailbreak সম্পূর্ণ নিরাপদ।

তো আজকে আমি আপনাদেরকে বর্তমানে আইফোনের iOS 4.2.1 ভার্সনটিকে কিভাবে Jailbreak করা যায় তা দেখাব।

আইফোনের Jailbreak করার জন্য বিভিন্ন ধরণের টুল পাওয়া যায়। এদের মধ্যে আমার জানা মতে সবচেয়ে বিশ্বস্ত এবং বহুল ব্যবহৃত টুলটির নাম হল Greenpois0n। Greenpois0n-এর বর্তমানে সবচেয়ে লেটেস্ট ভার্সনটি হল Greenpois0n 1.0 RC 6.1 । এবং এটি দিয়ে Jailbreak করা খুবই সহজ। শুধুমাত্র কয়েকটা সিম্পল স্টেপ।

------সাবধান------

এই টিউটোরিয়াল অনুসরণ করাতে যদি আপনার আইফোনের কোন সমস্যা হয় তাহলে আমি কোনভাবেই দায়ী থাকব না।

তাই যা করবেন, নিজের ঝুকিতে করবেন।

তবে প্রতিটি স্টেপ মনোযোগ এবং ঠিঠাকমত সম্পন্ন করলে কো সমস্যা না হওয়ার সম্ভবনাই বেশি।

Greenpois0n -এর সাহায্যে Jailbreak করবেন যেভাবে-

Supported iDevices:

iPod

  • - iPod Touch 2G (all bootroms)
  • - iPod Touch 3G
  • - iPod Touch 4G

iPhone

  • - iPhone 3Gs (all bootroms)
  • - iPhone 4
  • - iPhone 4 Verizon

iPad

  • iPad 1G

Apple TV

  • Apple TV 2

নিচের কয়েকটি সহজ স্টেপ খুব মনযোগ দিয়ে পালন করুন।

১।  প্রথমে জেনে নিন আপনি আপনার বর্তমান আইফোনটিতে  iOS এর কোন ভার্সনটি ব্যবহার করছেন। এটি জানার জন্য আপনার হোমাস্কিন থেকে Settings এ যান। তারপর Settings মেনু থেকে General -অপশনটিতে প্রবেশ করুন। এরপর About -এ ক্লিক করুন। এবার নিচে Version এর জায়গায় দেখুন আপনার আইফোনটির বর্তমান ভার্সনটি কত। বুঝতে সমস্যা হলে এই লিংকে প্রবেশ করতে পারেন।

২। আমার এই পদ্ধতিতে আপনার আইফোনটি Jailbreak করার জন্য অবশ্যই 4.2.1 ভার্সনে আপডেট করতে হবে। যদি আপনার আইফোনের বর্তমান ভার্সনটি 4.2.1 এর কম হয়, তাহলে iTunes এর সবচেয়ে লেটেস্ট ভার্সনটির সাহায্যে আইফোনটিকে আপডেট করে নিন।  আইফোনটিকে আপডেট করার পর ব্যকআপ করেও রাখতে পারেন। যাতে পরবর্তিতে কোন সমস্য হলে রিস্টোর করতে পারেন। iTunes এর সাহায্যে কিভাবে আইফোনকে ব্যকআপ, আপডেট, রিস্টোর করতে হয় তা জানার জন্য এই লিংকে ক্লিক করতে পারেন।

(বিঃদ্রঃ আর একটি গুরুত্বপূর্ণ কথা হলঃ আপনারা যারা আইফোন ৪ ব্যবহারকারী তারা এই ২ নম্বর স্টেপের পদ্ধতি অবলম্বন করবেন না। কারণ এই ভার্সনে আইফোন ৪ -কে আপডেট করার ফলে যে ফোনটিতে Baseband ভার্সনটি তৈরী হয় সেটি আনলক করা বর্তমানে সম্ভব নয়। তাই আইফোন ৪ -এর BaseBand ভার্সন পরিবর্তন না করেই কিভাবে ৪.২.১ ভার্সনে আপডেট করবেন তার জন্য এই টিউনটি দেখুন।)

৩। Jailbreak করার জন্য আপনার ব্যবহৃত অপারেটিং সিস্টেম অনুযায়ী নিচের লিংকগুলি থেকে Greenpois0n ডাউনলোড করে নিন।

৪। ডাউনলোড করা ফাইলটিকে আনজিপ করুন। আনজিপ করলে দুইটি ফাইল দেখতে পাবেন। একটি মূল সফট্ওয়ার ও তার সাথে Jailbreak করার নিয়ম। এবার greenpois0n নামের ফাইলটিকে ডাবল ক্লিক করুন। সামান্য কিছুক্ষণ পর নিচের মত একটি মেসেজ আসবে। No ক্লিক করুন।

৫। আপনার সেটটির পাওয়ার অফ (Power Off) করে USB কেবলের সাহায্যে কম্পিউটারের সাথে কানেক্ট করুন।

এবার Prepare to Jailbreak (DFU) তে ক্লিক করুন। DFU = Device Firmware Update

৬। এরপর নিচের মত একটি উইনডো আসবে এবং আপনাকে কি কি করতে হবে তা ওইখানে লেখাই থাকবে। আপনাকে শুধু নির্ধারণ করা সময় অনুযায়ী আইফোনের বাটনগুলি চাপতে হবে।

রেডি হওয়ার জন্য ৩ সেকেন্ট সময় দেন-

৭। এইবার আপনার আইফোনের Sleep নামের বাটনটিকে ২ সেকেন্ট এর জন্য চাপে ধরুন।

৮। এরপর Sleep বাটনটিকে কিন্তু ছাড়বেন না। ওইটা সহ আইফোনটির Home বাটনটিকে ১০ সেকেন্ট চেপে ধরুন। খেয়াল রাখবেন যাতে বাটনগুলি নিময়অনুযায়ী চাপা হয়। নির্ধারিত সময়ের পূর্বে কখনোই বাটন ছেড়ে দিবেন না।

৯। এবার Sleep বাটনটিকে ছেড়ে দিন। কিন্তু Home বাটন ছাড়বেন না। ওইটাকে আরও ১৫ সেকেন্ট ধরে রাখুন।

১০। সবকিছু ঠিকঠাক মত হলে Jailbreak শুরু হবে। এবং কিছুক্ষণের মধ্যেই আপনার আইফোনটিতে Verbose মুডের লেখা দেখাবে তারপর আইফোনটি একবার রিস্টাট হবে।

১১। এখন আপনার হোমস্কিনটা নিচের মত দেখতে পাবেন। এবং তাতে প্রথমে "Loader"  টিতে ক্লিক করুন। তারপর Cydia ওপেন করুন।

Cydia তে ক্লিক করুন--

এখন Install Cydia তে ক্লিক করুন। ইন্সটল হওয়ার পর Loader টি রিমুভ করার জন্য একটি ম্যসেজ পাবেন। Loader টি এখন আর কোন দরকার নেই তাই রিমুভ করে দেওয়াই ভাল।

ব্যাস। Jailbreak হয়ে গেছে।

নেমে পড়েছেন কী আপনার iPhone টিকে Jailbreak করতে?

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ore ore
hats off to you man

    ধন্যবাদ সামির ভাইয়া।
    বাংলায় কমেন্ট করার চেষ্টা করুন। আর বাংলা লিখতে না পারলে কষ্ট করে একটু বাংলিশেই লিখুন।

      @সাইফুল ইসলাম: সাইফুল ভাই ! আমি কি শেষ পর্যন্ত মোটা বাস খাইলাম কিনা জানিনা । এই পদ্ধতি অনুশরন করে আমার আই ফোন 3G তে কোন কাজ তো হলোই না বরং সেটটি আর ওপেন হচ্ছেনা । ভাই কোন প্রতিকার থাকলে জানান প্লিজ ।

Level 0

জটিল টিউন ভাই। অনেক অনেক ধন্যবাদ।

আমার আই-ফোন নাই। 🙁
তবে পোস্টটির জন্যে আপনাকে বাহবা না দিয়ে পারলাম নাহ।
আশা করি ভবিষ্যতে আপনার আই- ফোন সংক্রান্ত টিউন গুলো টেকোটিউনস কে আরও সমৃদ্ধ করবে।

সাইফুল ভাই i phone আছে না কি ।

দারুণ একটা কাজের পোস্ট,এক সময় কাজে আসবে…

SonyEricsson Satio এর কি Jailbreak করা যাবে…?

    ধন্যবাদ বাংলার মানব ভাইয়া।
    সনি এরিকশন এর জেইলব্রেক হয় না। এটা শুধু আইফোনের জন্য।

জেইল ব্রেক করে সিডিয়ার পেইড আপ্লকেসন কিভাবে ফ্রি ডাউনলড করা যায়? জানেন?

    পরবর্তি টিউনগুলিতে জানতে পারবেন।
    ধন্যবাদ।

    http://www.sinfuliphonerepo.com/ এইখান থেকে Instruction অনুসারে আপনার Cydia তে Repo টি add করে নিন, তারপর দেখবেন এই repo তে বেশিরভাগ Paid app গুলো ফ্রী তে দেয়া আছে…Njoy 😉

Level 0

vai apni akta bepar vol koresen Greenpois0n diea shodo factory unlock iphone e jail Jailbreak kora jay

    না, আপনি অন্য আইফোন গুলো ও jailbreak করতে পারবেন, তবে OS version ও GreenPoison match করতে হবে.

    Level 0

    shimul bhai apni shob iphone jailbreak korte parben thik kinto activate korte parben na karon GreenPoison hactivation support korena GreenPoison shudu jailbreak kore . ar jailbreak abong hactivation 2 ta e support only redsn0w . ar iphone activate ar system ta shomporke apar nishcoy dharona ase

Level 0

ar jara software unlock iphone use koren tara voleo 4.1 abong 4.2.1 a update diben na ta hole apanr set onidisto kaler jonno lock hoe jabe karon ai varsion golo te jai baseband use hoy ogolor akhon o unlock ber hoy nai

    আমার জানা মতে এইটা শুধু আইফোন ৪ এর জন্য।
    তবে দেখা যাক আইফোন ৪ -এর ৪.২.১ ভার্সনকে আনলক করা যায় কি না।

    iPhone Dev Team এখনো নতুন BaseBand গুলো Unlock করার জন্য কাজ করতেছে. সুতরাং অপেক্ষাই একমাত্র সমাধান! 😉

Level 0

ভাইয়া, আপনার কাছে কি Sony Ericsson – এর Unlocker Software (Only by USB Cable) আছে? Sony Ericsson – এর Unlocking নিয়ে টিউন করলে উপকৃত হব।

    দুঃখিত ভাইয়া। আমার কাছে আপনার কাঙ্খিত সফট্ওয়ারটি নেই।
    পরবর্তিতে এটি নিয়ে টিউন করার চেষ্টা করব। ।

    Level 0

    অপেক্ষায় রইলাম ভাইয়া। ধন্যবাদ। 🙂

দিস ইজ গ্রেট টিউনস সাইফুল ইসলাম ভাইকে ধন্যবাদ

সাহায্য চাই,আমি iPhone 3GS ব্যাবহার করি,আমার মোবাইল এর Incoming & Outgoing Call (Voice) record করার জন্য একটা সফটওয়্যার দরকার। সফটওয়্যারটি Freeware version হলে ভালো হয়।

    এইরকম ফ্রিওয়ার সফট্ওয়ার পাওয়া খুবই মুশকিল।
    তবে আপনার ফোনটি জেইলব্রেক করলে এইরকম ভুড়ি ভুড়ি সফট্ওয়ার সামনে পাবেন।
    ধন্যবাদ।

    আমার iPhone Jailbreak করা,Recording option আছে এমন একটা সফটওয়্যার এর নাম আমাকে বলে দেন,তাহলে আমি Download করে নিব।

    Cydia থেকে এমন কোনো ফ্রী software পাবেননা যা দিয়া Voice Call Record করা যায়, Infact iOS কোনো device এ এটি supported না (Multitasking ছাড়া). ধন্যবাদ.

সাইফুল, ভাই ধন্যবাদ অনেক কাজে লাগবে ।

আমারো আই ফোন নাই,
তবে সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ।

    ধুর ! আইফোনের চেয়ে নোকিয়াই ভাল।
    ধন্যবাদ।

      Level 0

      :p… i have used so many kinad mobiles.. trust me dude… iphone is way way wayyyyy better than nokia…
      dont get me in a wrong way… im just saying…

      btw.. nice tune… 🙂

    @সাইফুল ইসলাম: কি মিয়া তুমি নিজে Nokia ভক্ত আর মানুষরে iPhone Jailbreak শিখাও? 🙂 🙂

    নারে ভাই. এক বিশেষ কারণে করছি। আর টেকটিউনস-এর ভক্ত হলে কি অন্য ব্লগে যাওয়া যাবে না? 😛

ধন্যবাদ আপনাকে এই টিউন টি করার জন্য।ভাই আমি আরব আমিরাত থেকে বলছিলাম আমার আইফোনটা দিয়া শুধু কথা বলতে পারি ইমারজেিন্স ডায়েল করতে পারি কিন্তু আর কিছু ইউজ করেত পারছি না আমি এখন কি করব লক দেখাচ্ছে আর আপনার দেয়া লিংক থেকে পিসির জন্য যে সফট এর লিংক দেয়া আছে সেটা থেকে ডাউনলোড ও করতে পারছি না ইরর কো্ড বলতেছে।প্লি্জ একটা সমাধান দেন।

    কৈ? আমিতো ঠিকই ডাউনলোড করলাম। আবার দয়া করে এখন আবার একটু চেক দেখেন। সম্ভবত সমস্যাটা ক্ষনিকের জন্য ছিল। ধন্যবাদ।

ভাই খুব চেষ্টা করছি করতে পারি নাই। ওল্টো আমার আই ফোনটাকে ৩ বার রিষ্টোর করতে হইছে উইটা করলে ফোন থেকে অপারেটিং সিষ্টেম চলে যায় আবার আইফোন ষ্টোর থেকে সপটওয়ার রিষ্টোর করতে হয়। আর কোন পথ থাকলে জানান। আমার আইফোনের সমস্যা টা হল সফটওয়্যার দেয়ার পর মেসেজ আসে আইফোন টি লক আছে উইটারে আনলক করতে হইলে একটা ভেলিড সিম লাগাইলে ই আনলক হইব। এখন সিম লাগাইলে মেসেজ আসে কম্পিউটার এর আইটিউনস সপ্টওয়্যার এর কানেক্ট করতে করলে আই টিউনস সপ্টওয়্যার এর মধ্যে মেসেজ আসে The sim card inserted in this i phone does not appear to be supported. only compatible sim cards from a supported carrier ma be used to activate i phone. Please insert the sim card that came with your iPhone or visit a supported carrier's store to receive a replacement sim card.

    আমার কি সিম রিপ্লেস করতে হবে? তা না করে কি সম্ভব না।

    এই টিউটোরিয়াল টিউনটি শুধু মাত্র জেইল ব্রেকের জন্য আনলকের জন্য আপনাকে ultrasnow ব্যবহার করতে হবে। জেইলব্রেক ও আনলক সম্বন্ধে পার্থক্য জানতে https://www.techtunes.io/mobileo/tune-id/54586/ দেখুন।

Level 0

Bhaiya I phone a kee bhaba ID chata softwer download / install kora jai. please akto bolban kee ? Aamar visa/ master card nai please janala upokrito hobo !

১.ভাই আমি কি ভাবে বের করবো জে আমার iphone টা locked নাকি unlocked ? বুঝবো কি ভাবে ?
২. ভাই greenpoisOn soft টা কি iphone 3G তে কাজ করবে ?
৩. আইফোনে unlock করার process টা please আমাদের share করুন খুবই প্রয়োজন , আমার iphone টা unlock করতাম

Level 0

লেগে থাকার জন্য ধন্যবাদ। ফ্যাক্টরী আনলক করা ফোনে কি জেলব্রেক ও আনলক করা লাগে?

    Level 0

    jailbrk holo duniyar sob app dukanor ekta rasta .. n unlock holo.. duniyar je kono sim use korar rasta.. duita dui jinis vaiya…
    ekta iphn a jodi CYDIA i mean phn jodi jailbrk kora na thake then iphn kana… it dsnt really matter is unlocked or not.. if u cant use apps then there is no reason to use a iphn.. 🙂

সাইফুল ইসলাম ভাই আসালামুয়ালিকুম। আশা রাখি আপনি ভালো আছেন। ভাই আমি iPhone 4s নতুন কিনেছে আমার অনেক গুলা সমস্যা হছে আমি তাই আপনার সাহায্য কামনা করতেসি। দয়া করে আপনি আপনার মোবাইল নাম্বার তা যদি পোস্ট করতেন তা হলে আমি আপনার সাথে কথা বলে অনেক উপকার পাইতাম। আমার মোবাইল নাম্বার +8801718041830

Level 0

সুন্দর tune কাজে লাগবে…………………thax সাইফুল ভাই

Level 0

আসসালামু আলায়কুম। সাইফুল ভাই আপনার দয়েও নিয়ম আনুসারে করলাম কিন্তু মেনুতে cydia and loader আসেনি তবে অন হওয়ার সময় অ্যাপেলের সাথে একটা ভুত আসে। কি করব একটু জানালে আমি ধন্য হব অথবা restore কি ভাবে করব। উল্লেখ্য আমি ipod touch 2G use করি। ios 4.2.1

Level 0

vai, ami iphone 4 use kori…amar i phone r version ios 5.0.1 … ami ki apnar ai upay a i phone jailbreak korate parbo??? plz amak janan…amar i phone a sob paid games dorkar.

My iPhone 3gs is stuck with apple logo …what to do now bro?help me!

আমার কাছে একটা i phone 4s আছে। USA থেকে পাঠানো কিন্তু এটা কান্ট্রি কোড দিয়ে লক করা। এটা কিভাবে আনলক করব? জানালে উপকার হয়।

এটাতে কি বাংলাদেশের সিম সাপোর্ট করবে। এতে AT&T সিম ছিল এটাতে।

Level 0

@সাইফুল ইসলাম bhi-আমার কাছে একটা i phone 4s আছে। USA থেকে পাঠানো ,
আমি বেশ কবার চেস্টা করার পর হলো না।
এখন আমার ফোন ওন/ওপেন হচ্ছে না কি করি বিপদে আছি…
প্লিজ হেলপ

Level 0

Vai amar iPhone 4 ja Iso 6.0.1 update ame ki
Vaby jailbreak korbo unthreaded ta.?plz aktu
Help korben.

Level 0

vai replay ta ki debem?

Level 0

my iphone version is 6.0(10A403)
Carrier Orange UK 13.0
firmware 04.12.02
can i jailbreak it same way
how to unlock it
help me please

Vai ami iPhone 4s use korchi. Version 5.1.1. . Firmware 2.0.12. Ami ki vabe amar iPhone ti k jailbreak korbo.. Please help me. Jodi ektu bolten khub upokrito hotam.

ভাই,
tree UK network lock কিভাবে আনলক করব জানাবেন ।

Level 0

Could you guys tell me how to jailbreak ios 6.1 for iphone 4? If so, Plz show me any tips to jailbreak ios 6.1 for iphone 4.

Level 0

vai iphone unlock hocche na? shodo try again dekhai

darun jinish thanks saiful vai