ফোনে কালি লিনাক্স ইনস্টল রুট ছাড়াই [মেগা টিউন]

কালি লিনাক্স কি?

কালি লিনাক্স হলো একটি অপারেটিং সিস্টেম যা সিকিউরিটি এক্সপার্টরা ব‍্যাবহার করেন  । এটি হলো লিনাক্সের একটি ডিস্ট্রো যাতে সিকিউরিটি এক্সপার্টদের জন্য অনেক দরকারি টুল প্রি-লোডেড থাকে । আপনার কম্পিউটারে এই অপারেটিং সিস্টেম কিভাবে ইন্সটল করবেন তা নিয়ে জানতে

এখানে

ক্লিক করুন ।

মোবাইলের জন্য যে কালি লিনাক্স পাওয়া যায় তার নাম হলো Kali Nethunter  এটা Google Nexus আর One plus কোম্পানির কিছু মডেলের জন্য কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায় । অন্য কোনও মোবাইলে কালি লিনাক্স ইন্সটল  ক‍রা যায় তবে তার জন্য রুট পারমিশন পাওয়া ফোন থাকতে হবে, এছাড়াও Linux deploy ইন্সটল থাকতে হবে । কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের image(iso) ফাইলটি থাকতে হবে । এছাড়াও আরও বেশ কিছু থাকতে হবে । এই ব‍্যাপারটার অনেক ঝামেলা । আমি আপনাদের এমন একটা সহজে পদ্ধতির কথা বলবো যাতে করে রুট ছাড়াই খুব কম সময়েই আপনার মোবাইলে কালি লিনাক্স ইনস্টল করে নিতে পারবেন । এর জন্য আপনাদের শুধু লাগবে Termux নামের একটা অ্যাপ আর Termux সম্পর্কে কিছু ধারণা, Termux নিয়ে আমার দুটি টিউটোরিয়াল একটু পড়ে নিলেই ওই অ্যাপ সম্পর্কে আপনার ধারণা পরিস্কার হয়ে যাবে ।

 Termux টিউটোরিয়াল Part 1 
 Termux টিউটোরিয়াল Part 2 

ফোনে কালি লিনাক্স কিভাবে ইনস্টল করবেন?

পড়ে নিয়চেন 😊😊, গুড এবার শুনুন আমাদেরকে গিটহাব থেকে কালি লিনাক্স এর ইনস্টলেশন ফাইল ডাউনলোড করতে হবে । আমি এইটার নাম দিয়েছি Nethunr in Termux
গিটহাব থেকে কিভাবে ক্লোন করতে হয় সেটা নিয়ে আমরা আগের টিউটোরিয়ালে বলেছি, তো সেই সব বলে এই টিউটরিয়ালকে আর ভারি করলাম না । এবার আপনি Termux খুলে নিন আর আপনার Termux-কে আপডেট করে নিতে কমান্ড দিন

apt update && apt upgrade && apt dist -upgrade

এবার গিটহাব থেকে ক্লোনের ব‍্যাপারটা এলো তো এখন কমান্ড দিন

git clone https://github.com/hax4us/Hax4us/Nethunter-In-Termux

এন্টার করুন, এবার দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে । এবার আপনি ls কমান্ড দিয়ে দেখুন Hax4us/Nethunter-In-Termux নামের একটা ফোল্ডার এসে গেছে । এবার আমাদেরকে ওই ফোল্ডারে প্রবেশ করতে হবে । এর জন্য আমরা যে কমান্ড ব‍্যবহার করবো তা হলো

cd Hax4us/Nethunter-In-Termux

এখন আপনি ওই ফোল্ডারের ভিতরে এসে গেছেন । ls করে কি কি ফাইল আছে দেখে নিতে পারেন । দুটি টেক্সট ফাইল পাবেন যার একটা Licence এর জন্য আর একটা user manual, আর একটা ফাইল যার নাম kalinethunter. টেক্সট ফাইলগুলো কোনও কাজে লাগবে না kalinethunter ফাইলটি আমাদের কাজে লাগবে । এবার একটা কথা বলে নেওয়া যাক লিনাক্স পরিবেশে যেকোনও ফাইলের 3 রকমের পারমিশন হয় Read, Write, Execute. আপনাকে Execute পারমিশন দিতে হবে যার ফলে এই টুলটা Termux-এ রান করবে । তো তার জন্য কমান্ড দিন

chmod +x kalinethunter

ব‍্যাস এবার ফাইলটি রান করান, এই ফাইলটি রান করানোর জন্য কমান্ড হবে

./kalinethunter

এতে বেশ কিছুটা সময় লাগবে, আপনার ইন্টারনেটের স্পিড এর ওপর নির্ভর করবে । শেষে localhost খুলে গেলে বুঝবেন আপনার ফোনে কালি লিনাক্স খুলে গেছে এবং আপনি এখন কালি লিনাক্সের টার্মিনালে আছেন । এবার কালি লিনাক্স যেভাবে আপডেট করে সেই ভাবে আপডেট করে নিন নিচের কমান্ড দিয়ে

apt-get update && apt-get upgrade && apt-get dist-upgrade

ব‍্যাস একটু নেট আর একটু সময়ের মধ্যে আপনার কালি লিনাক্স রেডি ।

Level 0

আমি কৌশিক পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস