আইফোন সমগ্র [পর্ব -১] Jailbreak এবং iPhone Unlock কি? iPhone ব্যবহারকারী হলে অবশ্যই জানা দরকার।

আইফোন সমগ্র

স্মার্ট ফোন হিসেবে আইফোনের জুড়ি নেই। অভিনব, উন্নত ও স্মুথ মাল্টিটাচ। ব্যবহারে অধুনিকতা আর Appstore এর লক্ষ লক্ষ মজাদার, দারুন আর সৃজনশীল গেমস আর অ্যাপ্লিক্যাশানের সমারহ আইফোনকে করেছে আর সকল স্মার্ট ফোন থেকে সম্পূর্ণ আলাদা।

আমাদের দেশেও রয়েছে আইফোনের বেশ ব্যবহারকারি। কিন্তু আইফোন non-US country তে ব্যবহারের সিমাবদ্ধতা থাকায়, Appstore থেকে App সরাসরি কিনতে না পারা, এবং বাংলায় ভাল টিউটোরিয়াল না থাকায় আইফোন শুধু মাত্র কল করা ও রিসিভ করার কাজেই ব্যবহৃত হয়। কিন্তু প্রকৃত পক্ষে স্মার্টফোন হিসেবে আইফোনের ব্যবহার ব্যাপক ও সীমিহীন। আর তাই আইফোন সম্পর্কে সঠিক জ্ঞান, সঠিক ব্যবহার জানননোর জন্যই আমার এই ধারাবাহিক টিউনের শুরু।

আজকে আমি আপনাদেরকে iPhone সমন্ধে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেব। যা আইফোন ব্যবহারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। সেই দুইট বিষয় হল Jailbreak এবং iPhone Unlock সমন্ধে। এই দুইটি বিষয় আলোচনা করা আগে আপনাদেরকে আমি আইফোন সমন্ধে ছোট্ট একটু ধারণা দেব।

আইফোন কি বা কেমন?

আইফোন মূলত একটি মোবাইল ফোন যা iPhone Operating System (iOS) -এ পরিচালিত। এই অপারেটিং সিস্টেমটির অনেকগুলি ভার্সন আছে তার মধ্যে সবচেয়ে নতুন ভার্সনটি হল iOS 4.2.1 । এই অপারেটিং সিস্টেমটি সমন্ধে আরও বিস্তারিত জানতে উইকিপিডিয়া তে যেতে পারেন।

আচ্ছা। এই গেল আইফোন সমন্ধে ছোট্ট একটু ধারণা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসা যাক Jailbreak -এ ।

Jailbreak কি?

"Jail" মূলত একটি ফাইল সিস্টেম। যা আইফোনগুলিকে ব্যবহাররের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা রাখে। এই সীমাবদ্ধতার ফলে আপনি আইফোনটির সিস্টেম ফাইলে কোন প্রকার পরিবর্তন এমনকি এর যে বিল্ট-ইন মোমোরী রয়েছে সেটিকে সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করেও কোন কিছু ঢুকাতে পারবেন না।

Jailbreaking হল আইফোনের ফাইল সিস্টেমটিকে হ্যাক করা। সোজা কথায় Jailbreak করা মানেই হল হ্যাক করা। হ্যাক করলে আপনি আইফোনের সিস্টেমকে ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন, যেকোন ক্রাক করা এপ্লিকেশন ইন্সটল করতে পারবেন মানে এককথায় ইচ্ছামত ব্যবহার করতে পারবেন। এইবার নিশ্চই বুঝতে পেরেছেন।

এছাড়াও সবচেয়ে মজার ব্যাপারটি হল আপনি Apple Store ছাড়াই যেকোন এপ্লিকেশন Cydia -এর সাহায্যে ইন্সটল করতে পারবেন। Cydia সমন্ধে বিস্তারিত জানতে উইকিপিডিয়াতে যেতে পারেন। আশা করি Jailbreak সমন্ধে আপনাদের মোটামুটি ধারণা এসেছে। তারপরেও যদি বুঝতে সমস্যা থাকে তাহলে মন্তব্য করতে পারেন।

এবার আসি iPhone Unlock - এ

iPhone Unlock কি?

আপনি যখন একটি জিনুইন আইফোন কিনবেন তখন যদি আপনি বাংলাদেশের যেকোন সিম (Subscriber Identity Modules) লাগান তাহলে আইফোনে সেটি সাপোর্ট করবে না। দেশের যেকোন GSM প্রযুক্তির সিম দিয়ে আপনি আইফোন থেকে কল করতে পারবেন না। তাই এইগুলি সিমগুলি চালানোর জন্য আপনাকে আইফোনটিকে আনলক করতে হবে। আইফোনটি যখন আনলক করবেন তখন আর কোন সমস্যাই হবে না। তখন যেকোন একটা GSM প্রযু্ক্তির সিম লাগালেই সেটি চলবে। আশা করি বুঝতে পেরেছেন।

সর্তকতা

জেনে রাখা ভাল যে, Jailbreak করা এবং iPhone কে আনলক করা দুটিই আপনার আইফোনটির ওয়ারেন্টির নিয়মের বর্হিভূত। শুধুমাত্র "হংকং" বাদ দিয়ে যেখানে আইফোনগুলি কেনাথেকেই আনলক করাই থাকে।

আরেকটি সুখবর হল Jailbreak কিন্তু এককালীন নয় আপনি যখনি চাইবেন তখনি আপনার আইফোনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। তবে এর জন্য আপনাকে আইফোনটির ফ্রেমওয়ার ভার্সনটিকে রিস্টোর করতে হবে।

কিভাবে আইফোনটিকে Jailbreak বা Unlock করবেন?

আইফোন নিয়ে আমি ইনশাআল্লাহ ধারাবাহিক টিউন করার চেষ্টা করব। আমার পরবর্তি টিউনগুলিতেই আমি এটি নিয়ে আলোচনা করব।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বড় লোকের জিনিষ! তবে পড়ে মজা পেলাম। থ্যাংকস 😀

আচ্ছা ভাই আমি কি এর মাধ্যমে সিংগাপুর থেকে লক করা iphone এনে চালাতে পারবো? সিঙ্গাপুরে কোন প্যাকেজ কিনলে ভালো হবে ধারনা দিতে পারেন?

    চালাতে পারবেন না মানে??? আমি আছি তো !! সমস্যা কোথায়? আপনি শুধু আপনার পছন্দমত একটা আইফোন কিনে আনেন।

    ধন্যবাদ ভাই, সিঙ্গাপুরের কোন প্যাকেজ কিনলে ভালো হবে ধারনা দিতে পারেন?

    দুঃখিত ভাইয়া। সিঙ্গাপুরের কথা বলতে পারছি না।

    আপনি singapore হইতে Starhub এর iphone 4 /3gs কিনে অবশ্যই বাংলাদেশে চালাতে পারবেন কোন অসুবিধা হবে না৷ আমি ব্যবহার করিয়াছি৷ধন্যবাদ

চমতকার এবং প্রয়োজনীয় টিউনস। ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে!

Bro for ur kind information U can’t do( jailbreak) ip4 iOS 4.2.1 system

    দেখা যাক। না হলে না হবে।

    Bro I don’t knw how u knw about ip4 .,.,.,but I m a user I will try some time but they doesn’t work anywaya tnx for that ..if u find any new road then u shear with us and I will try again

পড়িতেতো চমৎকার লাগে, কিন্তু নিজের থাকিলে ভালো লাগিত… ধইন্যা টিউনের জন্য।

    হুমম। দুঃখ দুঃখ !!
    আমারও নাই রে ভাই !!
    মন্তব্য করার জন্য তোমাকেও ধইন্না ।

চায়না ভাসন টা পাওয়া য়াবেনা।দুধের স্বাদ ঘলে মিটানো আর কি। ধন্যবাদ

    আপনার চায়না বিষয়ের কথাটা ঠিক বুঝলাম না। একটু বুঝিয়ে বলবেন কি?

    Ofcourse u find it .,.,first u go(www.ebay.com)and write china iPhone I hope u find but u knw wt original is original

অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাইকে সুন্দর এই টিউনের জন্য। সরাসরি প্রিয়তে রাখলাম। আপনি যে একজন আইফোন expart তা আপনার কমেন্ট দেখেই বুঝতে পারলাম। আশাকরি আইফোনের ব্যাপারে পরে কখনো সাহায্যের দরকার হলে নিরাশ করবেন না।

thanks

হুমমম। পিডিএফ করে রাখা শুরু করলাম। নরমাল সেট বেশ কিছুদিন ধরেই বোরিং লাগছে। এবার একটু হাওয়া বদল করতে মঞ্চায়। দেখি কোনভাবে একখান আইইইইফোননন যোগাড় করতে পারি কিনা। কিনতে পারলে তোমার টিউনগুলি কাজে দিবে। ধন্যবাদ টিউনের জন্য। লিখতে থাকো।

apnar ki iphone ache?kivabe app install kore iphone 3gs from windows?

    না আমার আইফোন নেই।
    উইনডোজ থেকে কিভাবে এ্যপ্লিকেশন ইন্সটল করবেন তা পরবর্তি টিউনে জানতে পারবেন।
    ধন্যবাদ।

Level 0

Apnake dhonnobad. Kinto europe ar ak desher set onno dese onno sim cole na. Kivabe unlock kora jay a niye post dile upokrito hobo.
Tachara Nokia N-8 set kivabe unlock korte pari janale kaje lagto. Valo thakben.

    কিভাবে অন্য সিম আইফোনে চালানো যায় এটি নিয়ে শ্রিঘ্রই টিউন পাবেন।
    আর নোকিয়া এন-৮ আনলোক মানে বুঝলাম না। নোকিয়াতে তো সব সিমই চলে।
    ধন্যবাদ।

    Level 0

    :: Bhai, amar Nokia N-8 kena holo POLAND theke. Akhon ami spain Othoba FRANCE set-ta te onno sim (without Orange sim) chalate chai kinto sim lagale e dekhay sim card not insert. May be country lock kora. Tai kivabe nokia n-8 flash diye othoba kon upaye unlock korte parbo bolle valo hoto.

    Donnobad reply deyar jonno.

জব্বর টিউন হয়েছে সাইফুল ,….. তাড়াতাড়ি আমাদের জেইলব্রেক করা শেখাবেন আশা করি 🙂

    ধন্যবাদ টিনটিন ভাইয়া। পরেই টিউনেই দেখবেন কিভাবে জেল ভাঙ্গি 😀

জ্বী আমি আই ফোন ৪ ব্যাবহার করছি!
আমারটা ফ্যাক্টরি আনলক!
আমি গত পর্শু আমারটা গ্রিন পইজন দিয়ে জেইব্রেক করেছি!

    একাই একাই আপনার আইফোনটাকে বিষ খাওয়াইলেন !!!
    ধন্যবাদ। 😀

Level 0

shob iphone akhon o unlock kora jay na jemon iphone 3gs ar baseband 5.14 and 5.15 and iphone 4 ar baseband 2.10 and 3.10 ai baseband version gulur akhon unlock ber hoi nai . ar jara akhon noton iphone kinte chan ami tader ke bolbo factory unlock iphone kinen onek better hobe

saiful bhai kmon asen?asha kori valo asen.ami iphone kinec USA thek bt BD te kaj korsena amak apnar help dorkar asha kori apni help korben iPhone 4G 4.1 USA at&t model MC319LL firmware 02.10.04.valo thakben

Level 0

ভাই আইফোনের বেসবেন্ড ০৪,১০,০১ আনলক করা যায় না। GEVEY SIM দিয়ে চালাতে হচ্ছে।

Level 2

অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাইকে সুন্দর এই টিউনের জন্য।আমার I PHONE 3G 16 GB.MODEL A1241 FORMAT দিতে গিয়ে মাজপথে ব্যটারি low এর কারনে সেট অফ হয়।তার পর আর অপেন হয়না।কি করব বুজতে পারসিনা।কন সমাধান থাকলে দেন।এই মডেলের সেট কিনলে এখন কত প্রাইজ পরবে?

    @motaleb52: আইফোনটি কম্পিউটারে কানেক্ট অবস্থায় উপরের Sleep বাটন ও নিচের Menu বাটনটি চেপে ধরুন যতক্ষণ পর্যন্ত ডিসপ্লেতে USB এবং iTunes এর লোগো দেখায়। এরপর iTunes থেকে ফোনটি রিষ্টোর করে নিন। ঠিক হয়ে যাবে।

i Phone 4G বাংলাদেশ এ ব্যাবহার করার জন্য unlock korte hobe ……. please help me ….. আমি কিভাবে i-phone 4G Unlock করবো ??? বাংলাদেশ এর যে কোনো সিম কিভাবে ব্যাবহার করতে পারবো i-phone 4G তে ??? How can i Unlock my I-phone 4G ??? Please jodi janen tha hole bolben….. Thanks.

saiful vai amr iphone 3gs k ami erase kore palaici .plz akhn ami ki korbo bolen

সাইফুল ইসলাম ভাই।
আমার আইফোন আনলক করতে চাই,
iPhone 4S Verson4.3.3 (8J2)/ Carrier T-Mobile UK 10.0/ MC603B/ Modem Firmware 04.10.01
আইফোন সমগ্র [পর্ব -1-7] পর্যন্ত দেখলাম
এখন আপনার সাজেশন চাই!
ভাই যদি কিছু মনে না করেন আপনার মোবাইল নাম্বারটা যদি আময় দিতেন (delwarbd.onlin@gmail.com).
আপনার সেরপন্সের অপেক্ষায় থাকলাম ভাই!
………………………………………

ভাই কিভাবে আনলক করলে ভাল হবে। কিছু তো বল্লেন না?

@Md Delwar Hossain: iphone 4s came with ISO5. vi ami bujlam na apnar 4s ti kivhabe Verson4.3.3 (8J2) hoi?????????????

ভায়া যদি এই ফুল সবগুলো পর্ব আমাকে একটা PDF file করে দিতেন তাহলে খুব জোস হত প্লীজ

assa amr iphone er new akta problem seta holo kono app install hoi na download hoye allah er dorbare chole jai r dekhina ipod program khub valo cholce ,plz kicu bolen r valo lagcena 😀

iPhone 4S iOS 5.00 যদি jailbreak করা যায় তাহলে জানাবেন ।আমার eMail: mannan.kg@gmail.com ধন্যবাদ।

ভালো পোষ্ট। শুভেচ্ছা।

Thanks siful vai great help for iphone user . amar akta iphone 4 ase soft-wear unlock.ami ke restore korte parbo version-4.3.3(8jb). carrier 10.0. firmware 01.59.oo please help me.

tnx….asole iphone somporke jannar onek icca cilo aj ta janlam……

Level 0

Ami Singapore thaka iPhone 4S kenase. Kevaba bojbo ja amar mobile lock naki unlocked? R akta kotha, facebook and blog a bangla kevaba lakha jai bolban ke?

Level 0

brooooooooooooooooooooooo iso 6 iphone 4 a jailbreak korta chi aktu bolban

Level 0

ভাই আমার iphone 4 যা iso 6 update আমি আইফোন k Untrthered jailbreak করতে চাই। আমাকে একটু হেল্প করবেন

Level 0

vai amr tar version 6.0(10A403)
carrier orange UK 13.0
Firmware 04.12.02
vai upay bolen jailbreak and unlock

IPHONE 4S a ki ay vabe kaj korbe

সাইফুল ভাই
আমি প্রায় আপনার টিউন গুলি পড়ি , আপনার টিউন গুলি আমার কাছে খুভ ভাল লাগে ,
সাইফুল ভাই
আমার এক ভাই কানাডা থেকে আসার সময় iphone 5 নিয়ে এসেছে , কিন্তু সমস্যা হল iphone 5 টি কান্ট্রিলক করা , এখন বাংলাদেশের কোন GSM সিম চলে না , আমি আপনার কাছে জানতে চাই কি ভাবে আমার iphone 5 এর কান্ট্রিলক কে আনলক করব , যদি দয়া হয় তা হলে আমাকে একটি কল দিবেন , আর না হলে আবার কানাডা পাঠাতে হবে ,

    @মিজানুর রহমান ( টিপু ) +8801712526528: ভাই কানাডায় ফেরত না পাঠিয়ে ঢাকায় অনেক প্রতিষ্ঠান পাবেন যারা আইফোন ৫ আনলক করে দেয়। আপনি সেখানে গিয়ে আনলক করতে পারেন।

    অথবা গুগলে সার্চ দিলে আনলক সমন্ধে অনেক টিউটোরিয়াল পাবেন।

Level 0

ভাই, আমি আই ফোন কিনতে চাই , Iphon 4 32gb or Iphon 4s কোনটা ভাল হবে ?
দাম কেমন হবে? সব সাপোট করবে কি না ? Need information about iphon,
Plz,help me Email me : help24line@gmail.com

Level 0

Unlock এর ব্যাপারে আরো লিখুন। জেইল ব্রেইক করলে কি আনলক করা লাগে?

    @tariktoon: আনলক এক জিনিস আর জেইলব্রেক এক জিনিস। দুইটাই আলাদা। আপনার আইফোন যদি ফ্যাক্টরি আনলক না হয় তাহলে অবশ্যই জেইলব্রেক করে আনলক করতে হবে। নাহলে আপনি দেশের সীমগুলি ব্যবহার করতে পারবেন না।

      Level 0

      @সাইফুল ইসলাম: সেক্ষেত্রে আমি অনেক আগে iOS 4 জেইল ব্রেকের পর আনলক করায় সিম লক হয়ে গিয়েছিল! পরে ৩৫০০ টাকা খরচ করে IME আনলক করা লেগেছে! এরপর অনেকদিন পর কিছুদিন আগে iOS 6 জেইলব্রেক করেছি কিন্তু আনলক করা লাগেন, সিম পেয়ে গেছে। তারমানে কি একবার আনলক করলে আর আনলক করা লাগে না যতবারই iOS আপডেট করে জেইল ব্রেক করি না কেন?
      আর যদি আমার আইফোন লকড থাকে সেক্ষেত্রে আনলক করার উপায় কি?

hello vay ami akta iphone unlock korte cahi please help me.

vi amar gtalk : isadsarkar346@gmail.com r amar skype : isad.sarkar please janaben.

ভাই আমার iPhone 4 ios 6.1.3 তে হঠাৎ করে লেখা উঠল যে Restore Needed, your phone cannot. make call. or connect to cellular network. তারপর network এর ওখানে No Service আসলো| তারপর আমি iPhone টা restart মারলাম কিন্তু হোম স্ক্রিন না এসে লেখা আসলো Update Completed. and “Connect to iTunes”.এরপর হতে ফোন কোন কাজ করছে না এবং পিসি তে iTunes ফোনটা কে detect করতে পারছে না এবং restoreচাচ্ছে…my iphone is stuck in recovery mode.help me plz.

Level 0

Icoud account bypass korar system jana thakle ektu help korben plz!!!

নাইছ ও তথ্য বহুল টিউন। আইফোন চায়না মাষ্টার কপিতে কি এপল আইডি ব্যবহার করা যায়? জনালে উপক্রিত হইতাম।